সেই সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন ফারুকের পাশে এবার দাঁড়িয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
বসুরহাট পৌরসভা কার্যালয়ে রোববার দুপুর ১২টার দিকে ফারুকের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন মেয়র।
এ সময় ফারুকের পারিবারিক খোঁজখবর নিয়ে তার চাকরির বিষয়ে কথা বললেন কাদের মির্জা।
‘দাপুটে ছাত্রলীগ নেতা ফারুক এখন রিকশাচালক’ শিরোনামে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত সংবাদের পর থেকেই বেশ কিছু জায়গা থেকে সাহায্য পেয়েছেন ফারুক। সাহায্য পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেও।
নোয়াখালীর কবিরহাট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রলীগের দুঃসময়ের সঙ্গী ছিলেন ফারুক।
মেয়র আবদুল কাদের মির্জা বলেন, ‘ফারুকদের মতো কর্মীরা আওয়ামী লীগের প্রাণ। তাদের শ্রমে-ঘামে আজ আওয়ামী লীগ ক্ষমতায়। অথচ ফারুকের মতো কর্মীরা অবহেলিত।’
ফারুকসহ অবহেলিত কর্মীদের পাশে থাকার কথা জানান তিনি।