চট্টগ্রামে হালদা নদীতে ১২ কেজি ওজনের একটি মৃত কাতল মাছ ভেসে উঠেছে।
হালদা নদীর গড়দুয়ারা ৯ নম্বর ওয়ার্ডের ব্লকের পাশে মঙ্গলবার ভোর ৬টার দিকে মাছটি ভাসতে দেখে স্থানীয় লোকজন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন নিউজবাংলাকে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে মাছটি উদ্ধার করা হয়েছে। এর ওজন ১২ কেজি ১০০ গ্রাম।
- আরও পড়ুন: ডলফিনশূন্য হওয়ার পথে হালদা
হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া বলেন, ‘মাছটির গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। কী কারণে মাছটি মারা গেছে সেটি পরীক্ষা করে জানা যাবে।’
- আরও পড়ুন: হালদায় বসল সিসিটিভি ক্যামেরা
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। অবৈধ জাল পেতে মা মাছ নিধনরোধ, ইঞ্জিনচালিত নৌকা চলাচল বন্ধ, বালু উত্তোলন বন্ধ ও ডলফিন রক্ষায় হালদা নদীর নিরাপত্তাব্যবস্থা জোরদারে ১৩ মার্চ নদীর আটটি পয়েন্টে বসানো হয়েছে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা।