বরগুনার বেতাগীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইমাম হোসেন শিপনের ওপর হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় জেলা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে জেলা যুবলীগের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরাও।
এ সময় বক্তব্য রাখেন বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম অ্যাটম, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুসহ অনেকে।
বক্তারা শিপনের উপর হামলায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
কর্মসূচিতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু বলেন, ‘ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যাতে তার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে এ কারণে সরিষামুড়ির সাবেক ইউপি চেয়ারম্যান ইউসুফ শরীফ গং পরিকল্পিতভাবে এ হামলা চালায়।’
এর আগে, শুক্রবার জেলার বেতাগীর সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপন দুর্বৃত্তদের হামলার শিকার হন। কেটে ফেলা হয় তার ডান পা। বাম পায়ের দুই-তৃতীয়াংশ কেটে যায়, বাম হাতের উপরিভাগে গুরুতর জখম হয়।
ঢাকার পঙ্গু হাসপাতালে শনিবার সকালে চেয়ারম্যান শিপনের অস্ত্রোপচার করা হয়। তার অবস্থা উন্নতির দিকে।
- আরও পড়ুন: বেতাগীতে হামলা: গ্রেফতার ২
- আরও পড়ুন: চাক্ষুষদের বর্ণনায় বেতাগী হামলা
- আরও পড়ুন: ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম