নাটোরে পুলিশের পক্ষ থেকে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে।
শহরের বড়হরিশপুর এলাকায় পুলিশ লাইনের ড্রিল শেডে মঙ্গলবার দুপুরে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।
এ ছাড়া একটি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন বহনকারী একটা পিকআপ ভ্যানের আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয় এই অনুষ্ঠানে।
অনুষ্ঠানে ডিআইজি আব্দুল বাতেন বলেন, ‘প্রায় আড়াই শ ঘনমিটার অক্সিজেনের মজুত নিয়ে নাটোর জেলা পুলিশের অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু হলো। পুলিশের অক্সিজেন ব্যাংক থেকে এই মহামারিতে যার অক্সিজেনের প্রয়োজন পড়বে, তারা ০১৩২০১২৪৫০৩ নম্বরে ফোন করলে সেবা পাবেন।
‘ফোনের সঙ্গে সঙ্গে অক্সিজেন পৌঁছে দেয়া হবে তার বাড়িতে অথবা হাসপাতালে। করোনা রোগী ছাড়াও শ্বাসকষ্টে আক্রান্তরা জরুরি প্রয়োজনে পুলিশের অক্সিজেন ব্যাংক থেকে বিনা মূল্যে অক্সিজেন নিতে পারবেন। পুলিশ জনগণের কল্যাণে সব সময় নিয়োজিত।’
পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি জয় দেব ভদ্রসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।