সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আমার এমপি ডট কমের ময়মনসিংহ জেলার ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শহরের পণ্ডিতপাড়ার সিটি কলেজে এই আনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, ময়মনসিংহ জেলার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে আমার এমপি ডট কমের সহ-প্রতিষ্ঠান ই-বাংলাদেশ, আমার প্রতিনিধি, আমার বাংলাদেশ ও স্কিল ড্রিগার বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেয়া হয়।
অতিথির বক্তব্যে বিভাগীয় সমন্বয়ক শাম্মী আক্তার রুমি বলেন, ‘আমার এমপি ডট কমের মাধ্যমে সংসদ সদস্যদের এলাকার অবস্থা জানাতে পারবে জনগণ। পাশাপাশি সংসদ সদস্যরা তাদের নির্বাচনি এলাকার উন্নয়ন-অভিযোগের জবাব দেবেন। প্রতিষ্ঠানটি জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করবে।’
জেলা সমন্বয়ক ইমরান আহমেদ বলেন, ‘আমার এমপি ডট কমের চারটি সহ-প্রতিষ্ঠান আছে। সেগুলোতে দেশের স্থানীয় সরকার প্রতিনিধিদের যুক্ত করা হবে। সেই সঙ্গে বিভিন্ন সেবামূলক উৎপাদন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে যুক্ত করে ই-কমার্স জগতের বৃহত্তম প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এলাকার দুর্ভোগ-দুর্নীতির চিত্র প্রকাশে এ মাধ্যমটি কাজ করে যাবে।’
অনুষ্ঠানের শুরুতে জেলা সমন্বয়ক মাহামুদুল হাসান প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার বিভিন্ন পর্যায়ের ৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।