গাজীপুরের টঙ্গীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় কারখানা ও নির্মাণ শ্রমিকদের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।
টঙ্গী এলাকায় তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার হল রুমে শনিবার দুপুর ২টার দিকে এ কর্মশালা হয়।
এতে প্রধান আলোচক ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুস সালাম সরকার।
তিনি কারখানা ও নির্মাণ শ্রমিকদের শব্দদূষণ বিষয়ে সচেতন করাসহ নিয়ন্ত্রণ ও এর ক্ষতিকর দিক তুলে ধরেন।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন, মমিন ভূঁইয়া, দিলরুবা আক্তার, তসরিফা ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও আবুল কালাম আজাদসহ অনেকে।