মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ীতে হতদরিদ্রদের মাঝে রিকশা, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাবে এসব বিতরণ করা হয়।এ সময় জেলা প্রশাসক দিলসাদ বেগম ১১ জন প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন, ১০ জনকে ভ্যান এবং চারজনকে রিকশা হস্তান্তর করেছেন। তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখতেন। এ জন্য দরিদ্র পরিবারের মাঝে রিকশা, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করছি। এতে ওনারা স্বাবলম্বী হয়ে ভাগ্য পরিবর্তন করবেন।’
এ সময় পাংশা উপজেলার কপাটিকাবাড়ি গ্রাম থেকে ভ্যান নিতে আসা তোফাজ্জেল হোসেন জানান, ‘ডিসি স্যার আমারে ভ্যান কিনে দিলেন। আমি এখন অনেক খুশি। পরিবার নিয়ে এখন খেয়ে বেঁচে থাকতে পারব।’এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত আলী সোহরাব উপস্থিত ছিলেন।