আট বছরের সামি। বাবা নেই। করোনা মহামারিতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর মা। অনেক দিন ধরে তার নতুন কোনো জামা নেই। এই ঈদেও শঙ্কা ছিল ঈদের নতুন জামা নেয়া নিয়ে।
সামিসহ প্রায় একশ শিশুকে নতুন জামা এবং ঈদ সালামি দিয়েছে আমাদের প্রিয় সৈয়দপুর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সোমবার সকালে নীলফামারীর সৈয়দপুরের গোলাহাট রাজ্জাকিয়া গফুরিয়া মাদরাসা মাঠে শিশুদের মাঝে ঈদের নতুন জামা উপহার দেয় সংগঠনের সদস্যরা।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক এম আর আলম ঝন্টু।
সংগঠনের সদস্য এসরার আনসারী বলেন, ‘ঈদে ১১৪ জন অসহায় মানুষ আর শিশুদের ঈদের নতুন পোশাকের ব্যবস্থা করেছি আমরা। মহামারির কারণে বড় আনুষ্ঠানিকতা না থাকলেও আমাদের সদস্যরা অসহায়দের বাসায় নতুন পোশাক পৌঁছে দিচ্ছে। এই ধারাবাহিকতা ঈদের আগের দিন পর্যন্ত থাকবে। উপহার হিসেবে সামান্য হলেও শিশুদের মুখের হাসি আর ওদের প্রাপ্তির আনন্দই আমাদের স্বার্থকতা।’
২০১৪ সাল থেকে শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে আসছে সংগঠনটি। বছর বছর বাড়ছে এর পরিধি। সদস্য আর সুহৃদদের নিজস্ব তহবিল থেকেই ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করেন তারা।
উপহার দেয়ার সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মোস্তাফিজুর রহমান সরকার, গফুরিয়া মাদরাসার সুপারিনটেন্ডেন্ট রফিকুল ইসলাম, আমাদের প্রিয় সৈয়দপুর সংগঠনের নওশাদ আনসারী, সামিউল আলিমসহ অনেকে।