নাটোরে প্রতিবন্ধী স্কুলের অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ শনিবার সকালে পর্যায়ক্রমে নাটোর প্রতিবন্ধী বিদ্যালয় এবং বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের শিক্ষার্থীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
স্কুল দুইটির ২৩৮ শিক্ষার্থীকে দেয়া খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু ও তেল।
জেলা প্রশাসক বলেন, ‘প্রতিবন্ধীরা আজ আর কোনো সমস্যা নয়। তারা এ দেশের সুবর্ণ নাগরিক। পড়াশুনার ব্যবস্থা, চিকিৎসা সুবিধাসহ বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহনের ফলে প্রতিবন্ধীরা দেশের মূল স্রোতধারার অংশ হয়ে উঠেছে।
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় প্রতিবন্ধীদের পাশে আছেন। সব জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চায় বর্তমান সরকার।’
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম এবং নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) জুয়েল ইসলাম ছাড়াও সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।