বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অসহায় মানুষের পাশে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট

  • ঢাকা থেকে নাগরিক সাংবাদিক নাহিদ নাজিয়া   
  • ২৭ এপ্রিল, ২০২১ ১৩:৪০

রমজান ও লকডাউনে খাদ্য সামগ্রী নিয়ে অসহায় ও গরীব মানুষের পাশে দাঁড়িয়েছে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট নামে একটি সংগঠন। এ পর্যন্ত মোট ৬৮৪ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঢাকায় ২৩৩টি, দিনাজপুরে ১৫০টি, জামালপুরে ১৫০টি, গাজীপুরে ৫০টি, বাগেরহাটে ১০১টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে এই খাবারের প্যাকেটগুলো।

গত বুধবার রাজধানীর উত্তরার রানাভোলার পাশের বস্তিতে আগুন লাগে। এতে প্রায় দুইশতাধিক ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে সর্বস্ব হারিয়ে ফেলে বস্তির বেশিরভাগ পরিবার।

সেখানে উপস্থিত হয়ে ২০৭টি পরিবারের মাঝে বিতরণ করে সাইলেন্ট হ্যান্ডসের ফুড প্যাক।

এর আগে গরিব ও দুস্থ মানুষ নিয়ে কাজ করা এই সংগঠনটি ১২ এপ্রিল দিনাজপুর ও গাজীপুরে যথাক্রমে ১৫০টি ও ৫০টি, ১৩ এপ্রিল জামালপুর জেলার ইসলামপুর উপজিলার গুঠাইল গ্রামে ১৫০টি ও বাগেরহাটের চিতলমারি উপজেলার বড়বাড়িয়া গ্রামে ১০১টি পরিবারের মাঝে এই ফুড প্যাক বিতরণ করা হয়। এছাড়াও ঢাকায় অবস্থিত আরও ২৬টি পরিবারের মাঝে বিতরণ করা হয় এই মাসিক খাবার।

প্রতিটি খাবার বস্থায় ছিল চাল, ডাল, লবন, চিনি, ছোলা, তেল, আলু, মুড়ি, পেঁয়াজ ও খেজুর যা দিয়ে ছোট একটি পরিবারের পুরো রমজান মাসের খাবারের ব্যবস্থা হতে পারে।

প্রতিটি স্থানেই সংগঠনটির স্বেচ্ছাসেবকরা সামাজিক দুরত্ব মেনে ফুডপ্যাকগুলো গরিব ও অসহায় মানুষের হাতে তুলে দেয়। তার আগে স্বেচ্ছাসেবকরা খুব সতর্কতার সঙ্গে এই পরিবারগুলোকে বাছাই করে তাদের হাতে সংগঠনের বিশেষ টোকেন হস্তান্তর করে। যার মাধ্যমে তারা শৃঙ্খল পরিবেশে ফুডপ্যাকগুলো বিতরণ করতে সক্ষম হয়।

এ বিভাগের আরো খবর