মাদারীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েসন ফর ইনটেন্সিভ ডেভেলপমেন্টের (বিডিএইড) উদ্যোগে দুইশ অসহায় ও দুস্থ পরিবারকে দেয়া হয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্য সামগ্রী।
শহরের ২ নম্বর শকুনী এলাকায় রোববার বেলা ১২টার দিকে স্বাস্থ্যবিধি মেনে অসহায়দের মাঝে এই খাদ্য বিতরণ করা হয়।
এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, ছোলা, চিনি, আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।
এসময় উপস্থিত ছিলেন বিডিএইডের মাদারীপুর জেলা শাখার সভাপতি জাহিদ হাসান অনিক, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সোহাগ, সমন্বয়কারী জুয়েল খান, ছাত্রলীগ নেতা এইচ. এম রোমানসহ অনেকেই।
বিডিএইড দীর্ঘদিন ধরে অসহায় মানুষের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান করে আসছে। সেই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান ও লকডাউনে এই নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি গরীব-অসহায় পরিবারগুলো।