ভোলায় করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সবজি বিতরণ করা হয়েছে।
বেস্ট ইনিসিয়েটিভ অব ভোলা অ্যাসোসিয়েশন (বিবা) নামের একটি প্রতিষ্ঠান শনিবার শহরের সদর রোডে বিনামূল্যে এসব সামগ্রী বিতরণ করে।
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ‘মানবতার দেয়াল’-এর কার্যক্রম সবার জন্য উম্মুক্ত করে দেয়া হয়। করোনা সচেতনতায় মানবতার দেয়াল থেকে চালানো হচ্ছে প্রচারও।
মানবতার দেয়ালে সাজানো হয়েছে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী। যা সংগ্রহ করছেন দরিদ্র মানুষ। এ ছাড়া মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও জামা-কাপড় রয়েছে এখানে।
‘আপনার প্রয়োজনে নিয়ে যান, অন্যের প্রয়োজনে দিয়ে যান’ লেখা ব্যানার দিয়ে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। মানবতার দেয়ালের ১৮তম দিনে শনিবার দুই শতাধিক পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিবা প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম বলেন, ‘করোনা কারণে দরিদ্র মানুষ কিছুটা হলেও অসহায় হয়ে পরেছে। তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে মানবতার দেয়াল বসানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘করোনা সংক্রমরোধে জনসচেতনতায় গত ৭ এপ্রিল থেকে এ কার্যক্রম চলে আসছে। এর আগে গত বছর ৮ মাস করোনা সচেতনতায় হাতধোয়া কর্মসূচি, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণসহ বিভিন্ন ত্রান বিতরণ করেছি।
‘সামাজিক এ কাজে ভোলার গণমাধ্যমের কর্মী ছাড়াও বিভিন্নজন আন্তরিকতার সাথে সহযোগিতা করছে।’
নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা জজ ও দায়রা জজ এবিএম মাহমুদুল হাসান, ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ক্রীড়া সংস্থার সম্পাদক ইয়ারুল আলম লিটন, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, বিবা প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।