শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির বরিশাল বিভাগীয় কমিটি।
এই দাবিতে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থানও নেন আয়োজকরা। এরপর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি দেন তারা।
নগরীর অশ্বিনী কুমার হলের সামনে রোববার দুপুরে এই কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা।
এসময় সংগঠনের নেতারা অভিযোগ করেন, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ৫ লাখ শিক্ষক-কর্মচারী অনেকদিন ধরে নানা অব্যবস্থাপণার কারণে বৈষম্যের শিকার।
তারা বলেন, বেসরকারি শিক্ষকদের জন্য উৎসব ভাতা মূল বেতনের মাত্র ৫০ ভাগ। ঘর ভাড়া বাবদ মাত্র এক হাজার টাকা ও চিকিৎসা ভাতা মাত্র ৫০০ টাকা দেয়া হয়। বৃদ্ধ বয়সে নিরাপত্তার জন্য নেই পেনশন-গ্রাচুইটির কোনো ব্যবস্থা, নাই কোনো সামাজিক মর্যাদা।
বক্তারা জানান, ১৯৭৩ সালের যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন। সম্প্রতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব নিবন্ধিত হওয়া প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেছেন। এখন সময়ের দাবি শিক্ষা জাতীয়করণ করা।
তাই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে শিক্ষা জাতীয়করণের দাবি জানান সংগঠনের নেতারা।