বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এবং চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) মঙ্গলবার (১৬ মার্চ) যৌথভাবে একটি ওয়েবিনারের আয়োজন করে, যার শিরোনাম: “বেসরকারি খাতে প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ”।
ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, এমপি। এতে অংশ নেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শিল্পমালিক ও ব্যবসায়ী নেতারা।
ব্রিটিশ সরকারের ফরেইন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অর্থায়নে পরিচালিত ইনোভেশন টু ইনক্লুশন (আইটুআই) প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে এ ওয়েবিনারের আয়োজন করা হয়।
ওয়েবিনারে আলোচক হিসেবে অংশ নেন বিবিডিএন-এর চেয়ারম্যান সালাউদ্দিন কাশেম খান, সিসিসিআই-এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম, অ্যাসকেসিবিলিটি, অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর জাতীয় কনসালটেন্ট ভাস্কর ভট্টাচার্য্য, বিবিডিএন-এর সিইও মুর্তেজা রাফি খান, লিওনার্স চেশায়ারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জহির বিন সিদ্দীক ও বিবিডিএন-এর নির্বাহী কিমিটির ট্রাস্টি ও চেয়ার সাদাফ সাজ সিদ্দিকী। ওয়েবিনার সঞ্চালনা করেন বিবিডিএনের হেড অফ অপারেশন আজিজা আহমেদ।
লিওনার্দ চেশায়ারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জহির বিন সিদ্দিক আলোচনার সূত্রপাত ঘটিয়ে ইনোভেশন টু ইনক্লুশন (আইটুআই)-এর কর্মকাণ্ডের একটি সার্বিক ধারণা তুলে ধরেন। বিবিডিএন-এর সিইও মুর্তেজা রাফি খান বিবিডিএন-এর কর্মকাণ্ড তুলে ধরে বলেন, এটি প্রতিবন্ধী ব্যক্তি ও নিয়োগকারীদের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করছে।অ্যাকসেসিবিলিটি, অ্যাসপায়ার টু ইনোভেশন (এটুআই)-এর জাতীয় কনসালটেন্ট ভাস্কর ভট্টাচার্য্য বলেন, বেসরকারি খাত যদি প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর আস্থা রাখে, তাহলে এটি এই কমিউনিটির মনোবল দৃঢ় করবে এবং তাদের অঙ্গীকার নিশ্চিত করবে। বিবিডিএন চেয়ারম্যান সালাউদ্দিন কাশেম খান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে এবং সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করতে বেসরকারি খাত, এনজিও এবং সরকারের উচিৎ একটি টিম হিসেবে সমন্বিতভাবে কাজ করা। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, প্রতিবন্ধিতার বিভিন্ন দিক শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার জন্যে সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে। একটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্যে প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যাপারে মানসিক ও সাংস্কৃতিক পরিবর্তনের ওপর জোর দেন তিনি। সমাপনী বক্তব্যে বিবিডিএন-এর ট্রাস্টি ও নির্বাহী কমিটির চেয়ার সাদাফ সাজ সিদ্দিকী বলেন, বাংলাদেশে দারিদ্র্য বিমোচন মডেলের মতোই আমরা স্বল্প সম্পদের পরিবেশেও অন্তর্ভুক্তির একটি মডেল হয়ে উঠতে পারি।