চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার নিউজবাংলাকে বলেন, রাত সাড়ে আটটার দিকে হঠাৎ হাসপাতালের পেছনে একটি শুকনো গাছ বিদ্যুতের তারসহ আয়েশার ওপর পড়লে আহত হন তিনি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গাছের নিচে চাপ পড়ে আয়শা বেগম নামে এক পান বিক্রেতা আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে আটটার দিকে হাসপাতালের নতুন ইমার্জেন্সি বিভাগের সামনে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার নিউজবাংলাকে বলেন, রাত সাড়ে আটটার দিকে হঠাৎ হাসপাতালের পেছনে একটি শুকনো গাছ বিদ্যুতের তারসহ আয়েশার ওপর পড়লে আহত হন তিনি।
হাসপাতালের উপপরিচালক আফতাবুল ইসলাম বলেন, আয়েশাকে উদ্ধার করে হাসপাতালের ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।