আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ‘স্কিলস ২১’ প্রকল্পের আওতায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিকরণের ওপর কর্মশালার পরিচালনার জন্য টেকনিক্যাল টিচার্স ট্রেনিং সেন্টার এবং অর্গানাইজেশন ফর পিপল উইথ ডিজ্যাবিলিটি (ওপিডি) এর মধ্যে ৭ মার্চ স্মারকলিপি স্বাক্ষর হয়।
একই প্রকল্পের অধীনে পরদিন ৮ মার্চ একই স্থানে ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট এডভাইসরি বোর্ড (আইএমএবি), স্থানীয় উদ্যোগসমূহ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবক এবং সুশীল সমাজের স্টেকহোল্ডারদের সঙ্গে টিভেট সিস্টেমে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিকরণের উপর একটি সামাজিক সংলাপ আয়োজিত হয়।
দুটি অনুষ্ঠানই বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) ও ঢাকা টিটিটিসির যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। এ উদ্যোগের সমর্থনে রয়েছে বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এবং আইএলও।
এই কর্মকাণ্ডে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিবিডিএন কলসালটেন্ট এলবার্ট মোল্লা, হেড অফ অপারেশনস আজিজা আহমেদ, ঢাকা ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের (ডিসিএফ) এক্সিকিউটিভ ডিরেক্টর নাসরিন জাহান এবং ঢাকা টিটিটিসি প্রিন্সিপাল মো. রমজান আলী।
এসব অনুষ্ঠানে সরাসরি বক্তব্য রাখেন এলবার্ট মোল্লা এবং আজিজা আহমেদ। এই কর্মকাণ্ডে শিক্ষক, প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবকসহ বিভিন্ন সংস্থা থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
‘স্কিলস ২১’-এর নির্বাহী কর্তৃপক্ষ ঢাকা টিটিটিসিসহ আরও আটটি মডেল ইনস্টিটিউটের সঙ্গে এই কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করছে।