‘ক্রান্তিকালে জন্মেছি যুদ্ধে যুদ্ধে বেড়েছি’ এই স্লোগানে যশোরের উদীচী সম্মেলনে বোমা হামলায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জেলা উদীচীর আয়োজনে শনিবার বেলা ১১টার দিকে বরগুনা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়।মানববন্ধনের শুরুতেই উদীচীর শিল্পীরা প্রতিবাদী গান পরিবেশন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপ-উদীচী বরগুনা জেলা শাখার সভাপতি অ্যাড. মোতালেব মিয়া, সাবেক সভাপতি অ্যাডভোকেট শাজাহান মিয়া, সহসভাপতি মনির হোসেন কামাল, আ. সোবহান প্রমুখ।এ সময় অ্যাডভোকেট মোতালেব মিয়া বলেন, ‘যশোরে অনুষ্ঠিত উদীচী জাতীয় সম্মেলনে বোমা হামলা ইতিহাসের ন্যক্কারজনক ঘটনা। জঘন্যতম এ হামলার নেপথ্য স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির ও জঙ্গি চক্র জড়িত।
‘স্বাধীনতা-পরবর্তী এই চক্র বিভিন্ন সময়ে প্রগতিশীল মানুষদের আক্রমণ করে আসছে। আমরা যশোরের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে বোমা হামলা চালানো হয়। বোমার আঘাতে শিল্পীসহ ১০ জন নিহত ও শ শ নিরীহ মানুষ আহত হন।