বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘তথ্যের অভাবে ক্যান্সার আক্রান্তের ভোগান্তি বাড়ে’

  • চট্টগ্রাম থেকে নাগরিক সাংবাদিক সাবরিন খান    
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০১:০৯

‘প্রতিবছর কয়েক লাখ মানুষ ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসা নিতে যান। কিন্তু সঠিক তথ্য না জানার কারণে তাদের বিভিন্ন সময় নানা ভোগান্তির শিকার হতে হয়।’

ক্যান্সার আক্রান্তদের ভোগান্তি কমাতে প্রতিবছর বাংলাদেশে কয়েকবার ফ্রি মেডিক্যাল ক্যাম্প করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন ভারতের ক্যান্সার সেন্টার মুম্বাইয়ের সিনিয়র কনসালটেন্ট ও অনকোলজিস্ট ত্রিনঞ্জন বসু এবং ডা. অংকিত মাহুভাকার।তারা বলেন, ‘প্রতিবছর কয়েক লাখ মানুষ ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসা নিতে যান। কিন্তু সঠিক তথ্য না জানার কারণে তাদের বিভিন্ন সময় নানা ভোগান্তির শিকার হতে হয়।’

চট্টগ্রামে ফ্রি মেডিক্যাল ক্যাম্প শেষে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

শুক্রবার দুপুরে নগরীর নাসিরবাদ হাউসিং সোসাইটির এক রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ভারতের এআইএমএস হেলথ কেয়ারের প্রতিনিধি দল।

এইচসিজি ক্যান্সার সেন্টারের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক শতদল ঘোষের তত্ত্বাবধানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ হাসপাতালে দুদিনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

শতদল ঘোষ বলেন, ‘ক্যান্সার সম্পর্কে অজ্ঞতার কারণে প্রতিবছর বাংলাদেশে অনেক সম্ভাবনাময় প্রাণ হারিয়ে যাচ্ছে।’

আয়োজকরা জানান, অনলাইনে নিবন্ধন করে পুলিশ সদস্য ও তাদের পরিবারের লোকজন চিকিৎসা এবং পরামর্শ নিয়েছেন।

এ বিভাগের আরো খবর