কুড়িগ্রাম শহরের ধরলা ব্রিজ থেকে চান্দের খামার ডিসির মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন।
ধরলা ব্রিজের পূর্ব প্রান্তে শুক্রবার সকাল সাড়ে ১০টায় ‘এলাকাবাসী’ ব্যানারে প্রায় ৩ হাজার মানুষ এই মানববন্ধনে অংশ নেন।
এ সময় ঘোগাদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, ‘পৌর এলাকার এই পাঁচ কিলোমিটার রাস্তা কাঁচা ও ভাঙা হওয়ায় প্রায় ৩০ হাজার মানুষকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শহরের সঙ্গে একমাত্র যোগাযোগের এই সড়কটি সংস্কার না করায় শহরের সঙ্গে এলাকার মানুষ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ছে।’
ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি গোলাপ উদ্দিন মাস্টার বলেন, ‘যাতায়াতব্যবস্থার নাজুকতার জন্য শিক্ষা ও চিকিৎসাসহ পরিবহনব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
মানববন্ধন শেষে সড়ক পাকাকরণের দাবিতে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দেন আয়োজকরা।