জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ২০ জন দরিদ্র বেকারকে বিনা মূল্যে ভ্যান দেয়া হয়েছে।
বুধবার দুপুরে জেলা পরিষদের উদ্যোগে এসব ভ্যান দেয়া হয়। এ সময় ২২২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিনা মূল্যে দেয়া হয় ফুটবলও।জেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।
জেলা প্রশাসক শরিফুল ইসলাম জানান, বর্তমান সরকার বেকারদের স্বাবলম্বী করতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি সবাই মিলে উদ্যোগ নিলে বেকারত্ব কমানো সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা সমাজ সেবা উপপরিচালক ইমাম হাসিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ আরও অনেকে।