ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২০-এর সেমিফাইনাল রাউন্ড শেষ হয়েছে।
মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উপজেলা পরিষদের কনফারেন্স হলে শনিবার সকালে এই প্রতিযোগিতা হয়। এতে অংশ নেয় উপজেলার ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় রাউন্ড পার করে ৪০ প্রতিযোগী সেমিফাইনালে ওঠে।
সেখান থেকে বিচারকরা ফাইনাল পর্বের জন্য ১১ জনকে ইয়েস কার্ড দেন। ফাইনাল রাউন্ড হবে আগামী ৫ মার্চ।
চ্যারিটেবল ট্রাস্টের প্রধান নির্বাহী রিফাতুল হক ও স্থানীয় টেলিভিশন চ্যানেল সিটিভির সিইও রবিন সাইফের তত্ত্বাবধানে চলছে এই প্রতিযোগিতা। সেমিফাইনাল রাউন্ডে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক শিফাতুল হক শিবলী।
প্রতিযোগিতার বিচারক ছিলেন রাজধানীর তেজগাঁওয়ের বায়তুস সালাত জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা লিয়াকত আলী, তেজগাঁও হাজি আব্দুল মিয়া ইসলামিয়া ও আর রউফ মহিলা মাদ্রাসার শিক্ষক মনির হুসাইন এবং বিকন গ্রুপ মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি কামাল উদ্দিন।