রেহানা বেগম জানান, সেলাইয়ের কাজ জানতাম কিন্তু সেলাই মেশিন না থাকায় কাজ করতে পারি নাই। আজকে মেশিন পাইছি, ভালো করে কাজ করতে পারব। সংসারে একটু অভাব দূর করতে পারব।
মানিকগঞ্জ সদর উপজেলায় অসহায়-দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মানিকগঞ্জ-১ আসনের বিএনপির সাবেক সাংসদ সাহেরা আনোয়ারা শাম্মি শের। এ সময় তিনি ১০ জন দুস্থ নারীকে সেলাই মেশিনও দেন।
শনিবার দুপুরে উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের অরঙ্গবাদ এলাকায় এই খাদ্যসামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্টের সভাপতি আব্দুল মজিদ, সাবেক সভাপতি লাইলা রোজি ও আসানুল হক।
সেলাই মেশিন পাওয়া রেহানা বেগম বলেন, ‘সেলাইয়ের কাজ জানতাম কিন্তু সেলাই মেশিন না থাকায় কাজ করতে পারি নাই। আজকে মেশিন পাইছি, ভালো করে কাজ করতে পারব। সংসারে একটু অভাব দূর করতে পারব।’