বেশি বেশি বই পড়ার পরামর্শ দিয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক রেজাউল করিম বলেছেন, সবার উচিত গ্রন্থাগারে এসে বইয়ের রাজ্যে ডুব দিয়ে জ্ঞানের মণিমুক্তা আহরণ করা।
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে কুড়িগ্রামে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
জেলা প্রশাসক বলেন, গ্রন্থাগারগুলোতে পাঠক বাড়াতে সুযোগসুবিধা নিশ্চিত করতে হবে। এ জন্য শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের গ্রন্থাগারগুলোর মান উন্নয়নে মনোযোগ দেয়া জরুরি।
সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান, সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক যোবায়ের হোসেন মুকুল, সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের শিক্ষক আনোয়ার হোসেন মণ্ডলসহ আরও অনেকে।
বিভিন্ন বিষয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে গ্রন্থাগার দিবসে। পরে ৫০ বিজয়ীর হাতে তুলে দেয়া হয় পুরস্কার।
ভ্রাম্যমাণ লাইব্রেরির পক্ষ থেকে সংগীত, আবৃত্তি ও বই পাঠে পুরস্কার দেয়া হয়েছে তিনজনকে।