গ্যাসের ‘অযৌক্তিক মূল্য বৃদ্ধি’র পায়তারা বন্ধের দাবি ও সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটি।
অশ্বিনী কুমার হলের সামনে সোমবার দুপুরে এই বিক্ষোভ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু।
তিনি বলেন, ‘রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম ক্রমাগত বাড়ানো হচ্ছে। সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করছে না। ভোলার গ্যাস বরিশালে আনার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও তা বাস্তবায়ন করছে না সরকার। আমরা চাই সব ধরনের গ্যাসের দাম কমানো হোক।‘
সমাবেশে বক্তব্য রাখেন বহুমুখী শ্রমজীবী সমিতির জেলা আহ্বায়ক আরিফুর রহমান মিরাজ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক জামান কবির, ছাত্র ফেডারেশনের জেলা সম্পাদক সাকিবুল ইসলাম, গণসংহতি আন্দোলনের সদস্য মারুফ আহম্মেদসহ আরও অনেকে।