ভাষা সৈনিক শহীদ রফিক উদ্দিনের বাড়ি ও শহীদ মিনারের সামনে গুচ্ছগ্রাম নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন।
শহরের প্রেসক্লাব চত্ত্বরে দুপুরে মানববন্ধনের আয়োজন করে শহীদ রফিক উদ্দিন স্মৃতি পরিষদ, ফেসবুক গ্রুপ সাব্বাস মানিকগঞ্জ ও মানিকগঞ্জ কল্যাণ সমিতি।
এ সময় ফেসবুক ভিত্তিক গ্রুপ সাব্বাস মানিকগঞ্জের পরিচালক দেওয়ান মোমিনুল হক বলেন, একজন ভাষা শহীদের বাড়ির সামনে ও শহীদ মিনারের সামনে গুচ্ছগ্রাম নির্মাণ কোনোভাবেই মেনে নেয়া যায় না। এখানে গুচ্ছগ্রাম নির্মাণের মাধ্যমে ভাষার জন্য শহীদ হওয়া রফিক উদ্দিনকে অপমান করা হবে।
শহীদ রফিকের সম্মানে অন্য কোথাও গুচ্ছগ্রাম নির্মাণের অনুরোধ জানান তিনি।
মানববন্ধন শেষে গুচ্ছগ্রাম প্রকল্প অন্যত্র হস্তান্তরের দাবিতে জেলা প্রশাসক এসএম ফেরদৌসের কাছে স্মারকলিপি দেন শহীদ রফিক উদ্দিন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও শহীদ রফিকের ছোট ভাই খোরশেদ আলমসহ আয়োজকরা।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন রফিক উদ্দিন।