সমাবেশে বক্তারা বড়হাট থেকে পশ্চিমবাজার খেয়াঘাট এলাকার যে কোনো স্থানে সেতু নির্মাণের দাবি জানান। বলেন, সেতু হলে শহরের এম সাইফুর রহমান সড়কে যানজট কমবে। নিরাপদ ও উন্নত হবে যোগাযোগ ব্যবস্থা।
মৌলভীবাজারে মনু নদের ওপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে।
শহরের পশ্চিমবাজার এলাকায় মঙ্গলবার দুপুরে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নেয় এলাকাবাসীসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ফয়সল আহমদ, আ স ম ছালেহ সোহেল, বাবুল দেব, রাজা আহমদ, পারভেজ আহমদ, আমীর হোসেনসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা বড়হাট থেকে পশ্চিমবাজার খেয়াঘাট এলাকার যে কোনো স্থানে সেতু নির্মাণের দাবি জানান। বলেন, সেতু হলে শহরের এম সাইফুর রহমান সড়কে যানজট কমবে। নিরাপদ ও উন্নত হবে যোগাযোগ ব্যবস্থা।