বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নান্দাইলে ৪১৬ বাড়ির আঙিনায় পুষ্টি বাগান

  • ময়মনসিংহের নান্দাইল থেকে নাগরিক সাংবাদিক মোহাম্মদ আমিনুল হক    
  • ১৫ জানুয়ারি, ২০২১ ১৭:০৬

পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় নান্দাইল উপজেলার ১৩ ইউনিয়নের ৩২ পরিবারকে সরকারি প্রণোদনা হিসেবে এক হাজার পাঁচশ টাকা ও বিভিন্ন সবজির বীজ দেয়া হয়।

মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু কৃষি উৎসব উপলক্ষ্যে ময়মনসিংহের ৪১৬টি বাড়িতে পারিবারিক সবজি বাগান গড়ে তোলা হয়েছে।

পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় নান্দাইল উপজেলার ১৩ ইউনিয়নের ৩২ পরিবারকে সরকারি প্রণোদনা হিসেবে এক হাজার পাঁচশ টাকা করে দেয়া হয়েছে। একই সঙ্গে কৃষকদের বিভিন্ন সবজির বীজ দেয়া হয়।

নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আনিসুজ্জামান জানান, কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এবং পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের জন্য ‘পারিবারিক পুষ্টি বাগান’ প্রকল্পের উদ্যোগ নেয়া হয়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইসলাম বলেন, ‘পারিবারিক পুষ্টি বাগান করতে আমরা কৃষান-কৃষানিদের সঠিকভাবে চাষ পদ্ধতির পরামর্শ দিয়ে যাচ্ছি। এতে তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হচ্ছে।’

এ বিভাগের আরো খবর