উপজেলার বিলচলন ইউনিয়নের বওশা বাজারে শনিবার ২৫০টি কম্বল বিতরণ করা হয়।
পাবনার চাটমোহরে মুক্তির আশা সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলার বিলচলন ইউনিয়নের বওশা বাজারে শনিবার ২৫০টি কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি হাসানুর রহমান হিমু এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো।
সাখো বলেন, ‘অসহায় মানুষদের সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে। কেউ যেন এই শীতে কষ্ট না পায়।’
- আরও পড়ুন: হাফেজ-এতিমদের সঙ্গে বিবাহবার্ষিকী উদযাপন