বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুনামগঞ্জে মানবাধিকার দিবস পালিত

  • সুনামগঞ্জ থেকে নাগরিক সাংবাদিক সালেহিন চৌধুরী শুভ   
  • ১১ ডিসেম্বর, ২০২০ ১৬:১৪

সাবেক সংসদ সদস্য শামছুন নাহার বলেন, ‘সকল মানুষের মৌলিক ও সামাজিক অধিকারগুলো রক্ষায় সবাইকে এক যোগে কাজ করতে হবে। এ ছাড়া বর্তমান সরকার মানুষের সামাজিক জীবনমান উন্নয়নে যেসব ভাতা দিচ্ছে সেগুলো যেন সঠিক ব্যক্তিরা পায় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে।'

‘ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার’ এই প্রতিপাদ্য ধারণ করে সুনামগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি-হাউস ও অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফরম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এর যৌথ আয়োজনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান বলেন, 'একটি মানুষের জন্মের সঙ্গে সঙ্গে তার মৌলিক অধিকার তৈরি হয়। প্রতিটি মানুষের পাঁচটি মৌলিক অধিকার রয়েছে। তার মধ্যে চিকিৎসা সেবা অন্যতম। কিন্তু এখনও দেশের অনেক মানুষ চিকিৎসার মত গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দেশের চিকিৎসা ব্যাবস্থা দেখলেই তা বোঝা যায়।'

সাবেক সংসদ সদস্য শামছুন নাহার বলেন, ‘সকল মানুষের মৌলিক ও সামাজিক অধিকারগুলো রক্ষায় সবাইকে এক যোগে কাজ করতে হবে। নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে। এছাড়া বর্তমান সরকার মানুষের সামাজিক জীবনমান উন্নয়নে যেসব ভাতা দিচ্ছে সেগুলো যেন সঠিক ব্যক্তিরা পায় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে।'

এছাড়া ধর্ষণ প্রতিরোধে আইনের সঠিক প্রয়োগের ব্যাপারে সরকারকে আরও কঠোর অবস্থান গ্রহণে আহ্বান জানান বক্তারা।

১৯৪৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে সিদ্ধান্ত হয় প্রতিবছর ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হবে। সেই থেকে জাতিসংঘের সদস্য হিসেবে বাংলাদেশে যথাযথ মর্যাদায় এ দিবসটি পালিত হয়ে আসছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাবেক সংসদ সদস্য ও পিপি আ্যাড. শামছুন নাহারা বেগম শাহানা রব্বানী, সুজন সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্ঠা অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীসহ আরও অনেকে।

এ সভার সঞ্চালনা করেন হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি-হাউস এর নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ।

এ বিভাগের আরো খবর