কর্মসূচি থেকে সরকারি নীতিমালা অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণ দিয়ে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
গাজীপুরের টঙ্গীতে ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। তারা বলছেন, দত্তপাড়া ও বনমালা এলাকায় রাস্তা প্রশস্ত করায় ভাঙা পড়েছে অনেকের ঘরবাড়ি।
কর্মসূচি থেকে সরকারি নীতিমালা অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণ দিয়ে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানানো হয়। মানবন্ধন শেষে গাজীপুর সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অফিস ঘেরাও করেন ক্ষতিগ্রস্তরা।
এ সময় আবুল কালাম সিকদার বলেন, সিটি করপোরেশন ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে তাদের শেষ সম্পদটুকু ভেঙে দিয়েছে। সবার সুবিধা বিবেচনা করে তারা তখন বাধা দেননি। এখন সিটি করপোরেশন কথা রাখা নিয়ে তালবাহানা করছে।