মুজিব বর্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাদার্ন ইউনিভার্সিটিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে বায়েজিদ আরেফিন নগরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় মেহেদীবাগ ক্যাম্পাস ২-১ গোলে স্থায়ী ক্যাম্পাসকে পরাজিত করে। এতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ম্যাচের আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান বলেন, ‘পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে সবসময় প্রাধান্য দেয় সাদার্ন ইউনিভার্সিটি। খেলাধুলা শারীরিক ও মানসিক উন্নয়নের পাশাপাশি সহকর্মীদের সঙ্গে পারস্পরিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আশা করি সবাই ঐক্যবদ্ধভাবে প্রাণবন্ত হয়ে সাদার্নকে এগিয়ে নেবেন।’অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মোজাম্মেল হক। সাদার্ন ইউনিভার্সিটির স্পোর্টস সেন্টারের ইনচার্জ সাইফুল্লাহ চৌধুরীর তত্ত্বাবধানে খেলা পরিচালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক মোহাম্মদ হাসান।