উৎপাদন খরচ কমাতে লালমনিরহাটে কৃষকদের মধ্যে বিনামূল্যে ধানমাড়াই যন্ত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের অধীনে কৃষকদের হাতে বিনামূল্যে ৩০টি যন্ত্র তুলে দেয়া হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, কৃষি মন্ত্রণালয়ের সচিব মেসবাহুল ইসলাম, এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক আসাদুল্লাহসহ উপস্থিত ছিলেন আরও অনেকে।