বরগুনা পৌর শহরের সুজার খেয়া এলাকায় ‘ঝুঁকিপূর্ণ’ ব্রিজের একাংশ ধসে গেছে। বিকট শব্দে রোববার সন্ধ্যায় হঠাৎ এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তথ্যমতে, ২০০২/০৩ অর্থবছরে সুজার খেয়া এলাকায় খাকদোন নদের ওপর ব্রিজটি নির্মাণ করা হয়। গেল কয়েক বছর ধরে সেতুটি এলজিইডি’র ‘ঝুঁকিপূর্ণ’ তালিকায় রয়েছে।
স্থানীয় কয়েকজন জানান, প্রতিদিন হাজার হাজার মানুষ ও হালকা যানবাহন ব্রিজটির ওপর দিয়ে চলাচল করত।
পৌর এলাকার বাসিন্দা ইসাহাক মিয়া বলেন, হঠাৎ ওই ব্রিজের মাঝখান থেকে উত্তরের অংশ ধসে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ব্যাংক কর্মকর্তা আব্বাস রফিক বলেন, ‘নাজুক ওই সেতুর ওপর দিয়ে ধূপতি এলাকার একটি ইটভাটার মালামাল পরিবহন করা হতো। এ ছাড়া ওই ভাটার ইট বালু ও মাটি বোঝাই বার্জের ধাক্কায় ব্রিজের অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, ব্রিজটির ধসে যাওয়া অংশ দ্রুত সরিয়ে পারাপারের বিকল্প ব্যবস্থা করা হবে। পরে সেখানে নতুন ব্রিজ নির্মাণ করবে এলজিইডি।