বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও কিছু স্মৃতি

  • ধীরেন্দ্র দেবনাথ শম্ভু   
  • ১২ আগস্ট, ২০২১ ১৩:৫৬

জাতির পিতাকে হত্যার প্রতিবাদ করায় খুনি মোশতাক সরকার গ্রেপ্তার করে আমাকে। সে সময় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারা প্রয়োগ করে আমাদের ডিটেনশন দেয়। সেই দুঃসহ সময়ে আমার জন্য খাবার নিয়ে প্রতিদিন জেলগেটে আসতেন মুজিবভক্ত মোহন। আবার খাবার শেষে প্রতিদিন খালি বাটি নিয়ে যেত। ডিটেনশনে ছিলাম বলে খুবই কড়া পাহারায় রাখত। তবে ওর মাধ্যমেই টুকটাক খবরাখবর আদান-প্রদান করতে পেরেছিলাম।

বঙ্গবন্ধু ও বাংলাদেশ- এ দুটি নাম একে অপরের পরিপূরক। ১৯৭১ সালে বাংলাদেশ নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছিলেন যে মহানায়ক, যিনি বাংলাদেশ ও বাঙালি জাতীয়তাবাদের স্রষ্টা- ১৯৭৫-এর ১৫ আগস্টের কালরাতে তাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। এই বিভীষিকাময় হত্যাকাণ্ডের কথা আমার যতবারই মনে পড়ে, ততবারই অশ্রু ঝরে।

আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছি। ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে শেখ কামাল ভাইসহ মাঝরাত অবধি আমরা স্বেচ্ছাসেবক হিসেবে দলবেঁধে কাজ করেছিলাম।

কাজের এক ফাঁকে রাত নটার দিকে প্রিয় অনুজ, বরগুনা জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশীদকে সঙ্গে নিয়ে আবদুর রব সেরনিয়াবাতের বাসায় গিয়ে দীর্ঘক্ষণ ছিলাম। বিভিন্ন কমিটি গঠন-সংক্রান্ত একটা দায়িত্ব দিতে তিনি আমাকে ডেকেছিলেন। সেখানকার কাজ শেষ করে রাত একটার দিকে সলিমুল্লাহ হলে কামাল ভাইয়ের সঙ্গে পুনরায় একত্রিত হই। রাত দুটার দিকে কামাল ভাই বাসায় চলে যেতে উদ্যত হলে, আমরা যারা তার সঙ্গে ছিলাম, না যাওয়ার অনুরোধ করে বলেছিলাম, আপনি যাবেন না, আমরা ভোরবেলা আপনাকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানাতে চাই। কিন্তু তিনি জানালেন তাকে যেতেই হবে বাসায়।

মৃত্যুর মাত্র আড়াই তিন ঘণ্টা আগেও তিনি আমাদের সঙ্গে ছিলেন! কামাল ভাই চলে যাওয়ার পর আরও কিছু কাজ করে রাত প্রায় তিনটার দিকে রুমে এসে ঘুমাতে যাই। তেমন একটা ঘুমাতে পারিনি, এরমধ্যে খুব ভোরে হরিমানিক্য দত্ত নামে এক বন্ধু আর্তনাদের সুরে ডেকে আমার ঘুম ভাঙাল। উদ্বেগজড়িত কণ্ঠে সে বলছিল, দাদা, ওঠেন ওঠেন, বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে! তখন আমি জগন্নাথ হলের ইস্ট হাউজের দোতলায়। এখান থেকে পেছনে তাকালেই জগন্নাথের মাঠ। সেখানে তখন পুলিশ, আনসার সদস্যরা প্যারেড প্রাকটিস করছিল বঙ্গবন্ধুকে গার্ড অফ অনার দেয়ার জন্য। হরিমানিক্যের কথাটা তাই কিছুতেই বিশ্বাস হলো না।

ওকে বললাম, যাও এটা কিছুতেই হতে পারে না। প্যারেড প্রাকটিস দেখিয়ে ওকে বলতে চাইলাম দেখছ না বঙ্গবন্ধুকে গার্ড অব অনার দেয়ার প্রস্তুতি চলছে। আমাকে থামিয়ে দিয়ে সে বলে, ওরা এখনও জানে না। এর মধ্যে হলের অনেকেই দৌড়াদৌড়ি করে বেরিয়ে যাচ্ছে। কিন্তু তখনও আমার বিশ্বাস হচ্ছিল না যে, বঙ্গবন্ধু আর নেই। রুমে ছোট একটি রেডিও ছিল। আমি রেডিও অন করলাম। রেডিওতে ততক্ষণে মেজর ডালিমের কণ্ঠস্বর ভেসে আসছে, আমি মেজর ডালিম বলছি- শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। বলে কী? এ-ও কি হতে পারে?

পাকিস্তানি ঘাতকরা সহস্র ষড়যন্ত্র করে, বিচারের নামে প্রহসন করেও যাকে হত্যা করতে পারেনি, সেই বঙ্গবন্ধুকেই স্বাধীন বাংলাদেশে হত্যা করা হয়েছে? এটি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি বিশ্বাস করতে পারছিলাম না, যে মাত্র তিন চার দিন আগে, ১১ আগস্টে আশরাফুল ভাই, ওবায়দুল কাদের ভাইসহ আমরা ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা গিয়ে যার কাছ থেকে আশীর্বাদ আর দিকনির্দেশনা নিয়ে এলাম জাতির সেই মহান কর্ণধারকে এভাবে মেরে ফেলতে পারে!

সকাল সাড়ে সাতটার দিকে হল থেকে দ্বিধাগ্রস্ত মনে আমি বেরিয়ে পড়লাম। তারপর ছাত্রলীগের অন্য নেতাদের সঙ্গে যোগাযোগ করে এমপিদের বাসার দিকে রওনা দিলাম। পায়ে হেঁটে যেতে যেতে রাস্তায় বেশ কিছু ট্যাঙ্ক দেখলাম, তবে তারা আমাদের কিছু বলেনি। প্রথমেই গেলাম আমাদের এলাকার নির্বাচিত সংসদ সদস্য আসমত আলী শিকদারের মনিপুরীপাড়ার বাসায়। তিনি তখন অসুস্থ ছিলেন, তাই খুব বেশি কথাবার্তা হলো না। তার স্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে গেলাম। সেখান থেকে তেজগাঁওয়ে তখনকার এমপি হোস্টেলে গিয়ে সংসদ সদস্য নিজামউদ্দীন তালুকদারের সঙ্গে দেখা করলাম। তার সঙ্গে কিছু কথাবার্তা হলো কিন্তু কোনো দিকনির্দেশনা পেলাম না। ওইখানে ছাত্রলীগের কয়েকজন ছিল। ডাকলাম।

সেখানে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য এবং পরবর্তীকালে সংসদ সদস্য নির্বাচিত হওয়া শাহ মোহাম্মদ আবু জাফরকেও পেলাম। সে আমাকে বলল, চল দোস্ত, ড্রাম ফ্যাক্টরির ওদিকে যাই। তখন সব এলোমেলো ছন্নছাড়া হয়ে গেছে। আমরা ক’জন মিলে ড্রাম ফ্যাক্টরির সামনে যেখানে এখন বিআরটিএর অফিস সেখানে গিয়ে রাস্তার কোণায় দাঁড়াই। ওখানে দেখি কিছু বাঙালি আর বিহারি মিলে একটা দল পাকিয়েছে। তাদের টার্গেট হলো এমপি হোস্টেল লুট করা।

আমি আর জাফর মিলে তখন সিদ্ধান্ত নিলাম যে, ওদের এখান থেকে হটাতে হবে। নইলে একটা বিশৃঙ্খলা শুরু হয়ে গেলে সেটা দ্রুত ছড়িয়ে পড়বে। ওদের ছত্রভঙ্গ করতে প্রথমে আমরা কজন মিলে ইট পাটকেল ছুড়লাম। পরে আমাদের সঙ্গে উপস্থিত জনতার অনেকে এসে যোগ দিল। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝতে না পেরে ওরা যে যেদিকে পারে সেদিকে ছুট দিল। সারা দিন কিংকর্তব্যবিমূঢ় হয়ে খাওয়া-দাওয়া না করে আমরা দিগ্বিদিক ছোটাছুটি করলাম। কারণ, নৃশংসভাবে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে যে স্বাধীনতার বিজয়ের মূলে আঘাত করা হয়েছে এটাই আমরা মানতে পারছিলাম না।

শুধু বঙ্গবন্ধুকেই সেদিন সপরিবারে হত্যা করা হয়নি, হত্যা করা হয় কর্নেল জামিলকে। হত্যা করা হয়েছিল ৩২ নম্বর বাড়িতে অবস্থানকারী আরও বেশ কয়েকজনকে। নিষ্পাপ রাসেল, বেগম মুজিব, শেখ নাসের, শেখ কামাল, শেখ জামাল ও তাদের সদ্য পরিণয়ে আবদ্ধ নববধূ সুলতানা কামাল ও রোজী কামাল- কাউকেই রেহাই দেয়নি ঘাতকরা। একই সময়ে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল শেখ ফজলুল হক মনি এবং আব্দুর রব সেরনিয়াবাতের বাড়িতে। সেরনিয়াবাত সাহেবের বাড়িতে যদি আর কিছুক্ষণ আমরা অপেক্ষা করতাম, আমাদেরও হয়তো একই পরিণতি বরণ করতে হতো। যত বড় অপরাধ করেছিল জুডাস, ব্রুটাস, এজিদ, মীরজাফর, এদের সম্মিলিত অপরাধের চাইতেও বেশি অপরাধ ১৫ আগস্টের খুনিদের।

নৃশংসভাবে বঙ্গবন্ধুকে হত্যার পর আমাদের একটা ভরসা ছিল রক্ষীবাহিনীকে ঘিরে। কিন্তু বিদ্রোহীদের অনুগতরা গিয়ে রক্ষীবাহিনীর সেনাদের অবরোধ করে ফেলেছিল। তবে এরপরও আমি ভেবেছিলাম সিনিয়র নেতারা সবাই তীব্র প্রতিবাদ করবে, কিন্তু ঘটনা ঘটল তার উলটো। জাতীয় চার নেতা তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী, এএইচএম কামারুজ্জামান এবং তোফায়েল আহমেদ ও আবদুর রাজ্জাক ছাড়া ভরসা করার মতো প্রায় অনেকেই খন্দকার মোশতাকের মন্ত্রিসভায় শপথ নিলেন।

বুঝতে পারলাম, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই স্বাধীনতাবিরোধী যে শক্তিটি স্বাধীনতাকে নস্যাৎ করে পাকিস্তানি মূল্যবোধ সম্পৃক্ত একটি দেশ পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র শুরু করেছিল, বঙ্গবন্ধুহত্যা সেই ষড়যন্ত্রেরই অংশবিশেষ। ফলে ১৫ আগস্টের পর পরই স্বাধীনতাবিরোধী ঘাতকরা ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ওপর, বিশেষ করে আওয়ামী লীগ আর সংখ্যালঘুদের ওপর।

নির্বিচারে হত্যা-ধর্ষণ-সংখ্যালঘু নির্যাতন শুরু হয় চোখের পলকে। ভালোভাবে বুঝে ওঠার আগেই প্রশাসনের সব ক্ষেত্র বদলে যায়। পাকিস্তানপন্থিরা শুরু করে স্বাধীনতার পক্ষের লোকদের ওপর নির্মম অত্যাচার। মানসিকভাবে আরেকটি যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করতে করতে আগস্টের ১৭ তারিখ পিতাহীন ঢাকা থেকে বরগুনার উদ্দেশে রওনা হলাম। তখন বার বার মনে হচ্ছিল, মুক্তিযুদ্ধে বাবাকে হারিয়ে এতিম হওয়ার মতো বঙ্গবন্ধুকে হারিয়ে আরও একবার এতিম হলাম।

আমি বরগুনা পৌঁছে দেখি এসডিও সিরাজউদ্দীন সাহেব ও এসডিপিও ফারুক সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগ, ন্যাপ, মুক্তিযোদ্ধা, কমিউনিস্ট পার্টির সমন্বয়ে একটা প্রতিরোধ শুরু হয়ে গেছে। তারা সেখানে মোশতাক সরকারের কারফিউ জারি করতে দেয়নি। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে সারা দেশের ভেতরে যেটা একই সঙ্গে প্রথম প্রতিবাদ এবং বিদ্রোহ ছিল। এখানে আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রক্ষীবাহিনীও তাদের অস্ত্র জমা দেয়নি। আমি এসে তাদের সঙ্গে যোগ দিলাম আর মনে মনে স্রষ্টার কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম- বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে সশরীরে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে। আমরা এখানে টানা ৮ দিন খুনি মোশতাক সরকারের কার্যক্রম থেকে সবকিছুকে বিচ্ছিন্ন করে রাখতে পেরেছিলাম।

তখন একেকটা দিন আমরা শহরের জ্ঞানরঞ্জন ঘোষের বাড়িতে বসে মিটিং করতাম, প্রতিবাদের যাবতীয় কর্মসূচি ঠিক করতাম আর আকাশ-বাতাস কাঁপিয়ে রাস্তায় রাস্তায় স্লোগান দিতাম, মুজিব হত্যার বিচার চাই, খুনি মোশতাক সরকারের শাসন মানি না, মানব না। এভাবে সপ্তাহব্যাপী আন্দোলন চলার মধ্যে সিদ্দিকুর রহমান, লতিফ ফরাজি, মোসলেম শরীফ, ইউনুস শরীফ, নুরুল ইসলাম শিকদার, মান্নান মৃধা, আবুল কালাম আজাদ, আব্দুল লতিফ মাস্টার, পরেশ তালুকদার, জালাল মোল্লা, সুলতান জমাদ্দার, তরিকুল ইসলাম বাবু, রফিকুল ইসলাম মন্টু, বাহাদুর রঞ্জিত, পাশা তালুকদার, নাজেম আলী, জাহাঙ্গীর কবির, দেলোয়ার হোসেন, মোতালেব মৃধা, সুখরঞ্জন শীলসহ আমরা যারা আন্দোলনে সক্রিয় ছিলাম তারা অনেকেই গ্রেপ্তার হয়ে গেলাম আর সিরাজউদ্দীন সাহেবকে চাকরিচ্যুত করা হলো।

জাতির পিতাকে হত্যার প্রতিবাদ করায় খুনি মোশতাক সরকার গ্রেপ্তার করে আমাকে। সে সময় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারা প্রয়োগ করে আমাদের ডিটেনশন দেয়। সেই দুঃসহ সময়ে আমার জন্য খাবার নিয়ে প্রতিদিন জেলগেটে আসতেন মুজিবভক্ত মোহন। আবার খাবার শেষে প্রতিদিন খালি বাটি নিয়ে যেত। ডিটেনশনে ছিলাম বলে খুবই কড়া পাহারায় রাখত। তবে ওর মাধ্যমেই টুকটাক খবরাখবর আদান-প্রদান করতে পেরেছিলাম।

পঁচাত্তর থেকে আটাত্তর পর্যন্ত জীবনের চরম দুঃখের তিনটি বছর আমার পাশে থেকেছেন মোহন। এর মাঝেই একদিন গোপনে মোহনের মাধ্যমে ভাতের বাটির ভেতরে লুকিয়ে চিঠি পাঠিয়ে ডিটেনশনের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করার খবর পাঠিয়েছিলাম বাড়িতে। তবে সে চিঠি বাড়িতে পৌঁছানোটাও ছিল ভীষণ চ্যালেঞ্জিং। পরে জেনেছি জেল গেট থেকে বরগুনা জেলা স্কুলের ব্রিজ পর্যন্ত আসতেই মোহন বুঝতে পারে পুলিশ তার পিছু নিয়েছে। তাকে থামতে বলছে চিৎকার করে। কিংকর্তব্যবিমূঢ় মোহন সাত পাঁচ কিছু না ভেবেই বাটি নিয়ে খালে ঝাঁপ দিয়েছিল সেদিন।

সাঁতার কেটে খালের পশ্চিমপাড়ে উঠে এক দৌড়ে আমাদের আমতলার পাড়ের বাসায় পৌঁছায়। সেই ভেজা চিঠিতেই সেদিন লেখা ছিল হাইকোর্টে রিট আবেদন করার কথা। আমার ছোটো বোন আরতি ও ছোটো ভাই বিপুল সে চিঠি নিয়ে ঢাকায় এসে আওয়ামী লীগের সাবেক সভাপতি ও স্পিকার মালেক উকিল ভাইয়ের সঙ্গে দেখা করে। অবশেষে তার আইনি সহায়তায় তিন বছর অন্যায়ভাবে আটক থাকার পর জেল থেকে মুক্ত হই।

পঁচাত্তরের ১৫ আগস্ট কেবল বঙ্গবন্ধুর শরীরকেই বুলেটবিদ্ধ করা হয়নি, আঘাত করা হয় মুক্তিযুদ্ধের চেতনার ওপর। তাদের লক্ষ্য বঙ্গবন্ধুসহ তার পরিবারকে নিশ্চিহ্ন করাই শুধু ছিল না, ছিল মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত বাংলাদেশকেই ধ্বংস করে দেয়া। আর তাই ১৫ আগস্টের ধারাবাহিকতায় একই বছরের ৩ নভেম্বর কারাভ্যন্তরে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর চার জাতীয় নেতাকেও। এর ফলে উত্থান ঘটে মৌলবাদ তথা পাকিস্তানবাদের। রাতারাতি বাংলাদেশ বেতার হয়ে যায় রেডিও বাংলাদেশ, জয় বাংলা হয়ে যায় পাকিস্তান জিন্দাবাদের অনুকরণে বাংলাদেশ জিন্দাবাদ।

১৫ আগস্টের সেই দোসররা আজও সক্রিয়। জাতির পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার মহান ব্রত নিয়ে অগ্রসরমাণ তার কন্যা শেখ হাসিনাকে একুশবার হত্যার চেষ্টা করা হয়েছে, রাষ্ট্রীয় মদদে ২১ আগস্টের মতো হত্যাকাণ্ডও ঘটানো হয়েছে। তিনি তবুও এগিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নপূরণের লক্ষ্যে। তার দক্ষ নেতৃত্ব এবং নিরলস প্রচেষ্টায় বাংলাদেশের সমৃদ্ধির পথে যুক্ত হচ্ছে একের পর এক নতুন পালক। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে দিনকে দিন।

আনন্দের কথা হচ্ছে, আমাদের নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শ এবং দেশপ্রেমকে বুকে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে এসেছে দৃঢ় প্রত্যয়ে। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত এই বাংলাদেশ দেখার প্রত্যয়েই তো সেদিন প্রতিবাদ করেছিলাম আমরা, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছি যৌবনের তিনটি বছর।

লেখক: সাবেক মন্ত্রী, সংসদ সদস্য। সভাপতি- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

এ বিভাগের আরো খবর