× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য শিল্প ইভেন্ট উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য আফগানিস্তান ১৫ আগস্ট কী-কেন স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও যৌনতা-প্রজনন মানসিক স্বাস্থ্য অন্যান্য উদ্ভাবন প্রবাসী আফ্রিকা ক্রিকেট শারীরিক স্বাস্থ্য আমেরিকা দক্ষিণ এশিয়া সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ ইউরোপ ব্লকচেইন ভাষান্তর অন্যান্য ফুটবল অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

তারুণ্য
Ruhi Akhtar of Bangladeshi descent in Sumud Flotila
google_news print-icon

সুমুদ ফ্লোটিলায় বাংলাদেশি বংশোদ্ভূত রুহি আখতার

সুমুদ-ফ্লোটিলায়-বাংলাদেশি-বংশোদ্ভূত-রুহি-আখতার

শরণার্থী ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে মানবিক সহায়তার কাজ করে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ অধিকারকর্মী রুহি লরেন আখতার। তার সংস্থা ‘রিফিউজি বিরিয়ানি অ্যান্ড ব্যানানাস’ (আরবিবি) মূলত বাস্তুচ্যুত ও যুদ্ধপীড়িত মানুষের মধ্যে খাদ্য-ত্রাণ বিতরণসহ নানা সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে তিনি গাজার উদ্দেশে যাত্রা করা মানবিক ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একজন সহযাত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একাধিক পোস্টে দেখা গেছে, রুহি আখতার ফ্লোটিলায় যোগ দিয়ে ভিডিও বার্তা দিয়েছেন এবং গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ভয়কে পাশ কাটিয়ে মানবতার বার্তা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য।
সারা বিশ্বের মানুষের নজর এখন এই নৌবহরের দিকে। ফিলিস্তিনের গাজার মানুষের জন্য ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪০টির মধ্যে অন্তত ২৪টি নৌযান এখনো গাজার উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছে। গতকাল বৃহস্পতিবার ফ্লোটিলার লাইভ ট্র্যাকার থেকে এ তথ্য জানা গেছে। ট্র্যাকার অনুসারে, এসব নৌযান এখনো ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপ ছাড়াই অগ্রসর হচ্ছে।
এসবের মধ্যে ‘মিকেনো’ নামের একটি জাহাজ গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে বলে জানা গেছে। রুহি এবং তার সহযাত্রীরা ভয়কে পাশ কাটিয়ে মানবতার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে অটল।
রুহি আখতারের পিতার নাম কাপ্তান মিয়া। তিনি বিলাত প্রবাসী বাংলাদেশি।রুহি যুক্তরাজ্যের মরপেথে জন্মগ্রহণ করেছেন এবং বর্তমানে এলসউইক ওয়ার্ডে বসবাস করছেন। তিনি একজন মানবিক সহায়তা কর্মী এবং অধিকারকর্মী। গাজার মানুষের জন্য জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি চলমান ইসরায়েলি অবরোধের প্রতিবাদ জানাতে তিনি গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে যুক্ত হয়েছেন।
১৮ সেপ্টেম্বর তিনি তিউনিসিয়ার গামার্থ বন্দর থেকে যাত্রা শুরু করেন। তার নৌকায় ১২ জন রয়েছেন।
তারা তিউনেসিয়া, স্পেন, গ্রিস ও ইতালি থেকে রওনা হওয়া ৪০টিরও বেশি নৌযানের সঙ্গে যুক্ত হয়েছেন। রুহি ২০২৪ সালে তার অসাধারণ বৈশ্বিক মানবিক কাজের জন্য যুক্তরাজ্যের নর্থ ইস্ট বাংলাদেশি অ্যাওয়ার্ডসে ‘বাংলাদেশি পার্সন অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হন।
তিনি জানিয়েছেন, ‘আমি গাজার উদ্দেশ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়েছি, কারণ অন্যায়ের মুখে নীরব থাকা কোনো সমাধান নয়। বহুদিন ধরে ফিলিস্তিনিরা খাদ্য, পানি, জমি, মৌলিক নিরাপত্তা এবং চলাচলের স্বাধীনতার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। একজন মানবিক কর্মী হিসেবে আমি দেখেছি, এক টুকরো রুটি বা সামান্য বিশুদ্ধ পানি কিভাবে সবচেয়ে অন্ধকার সময়ে আশা ফিরিয়ে আনতে পারে। এই নৌবহর হলো সংহতির প্রতীক, যা মনে করিয়ে দেয় বিশ্ব তাকিয়ে আছে, এবং আমরা গাজার মানুষের পাশে দাঁড়িয়ে থাকব যতদিন না তারা মুক্ত হয়। কারণ আমাদের কেউই মুক্ত নই, যতদিন না ফিলিস্তিন মুক্ত।’
রুহি ও তার সংস্থা আগে গ্রিস, গাজা এবং অন্যান্য এলাকায় বাস্তুচ্যুত ও যুদ্ধপীড়িত মানুষের জন্য জরুরি খাদ্য ও সহায়তা বিতরণ করেছে। সংস্থার অনেক সদস্যই নিজে বাস্তুচ্যুত বা সংঘাত-প্রবণ এলাকার মানুষ, অর্থাৎ শরণার্থী। রুহি ন্যায়বিচারের পক্ষে দৃঢ় কণ্ঠস্বর। গাজার উদ্দেশ্যে নৌবহরে যোগ দেওয়ার আগে তিনি এবং তার সাথীরা অক্লান্ত পরিশ্রম করে ত্রাণের প্যাকেজ প্রস্তুত করেছেন।
এদিকে ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানান, আটক হওয়া নৌযানগুলোতে অন্তত ২০১ জন যাত্রী ছিলেন। এর মধ্যে শুধু স্পেন থেকেই ছিলেন ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন ও মালয়েশিয়ার ১২ জন। গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে অবস্থানকালে ইসরায়েলি বাহিনী ফ্লোটিলায় বাধা দেয়।
তাদের অন্তত আটটি নৌযান থামানো হয়—দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা ও গ্রান্ডি ব্লু। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মোট ১৩টি নৌযান আটকানো হয়েছে।
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ গাজার মানুষের জন্য সমুদ্রপথে ত্রাণ পৌঁছে দেওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। বহরে প্রায় ৪৪ দেশের ৫০০ মানুষ রয়েছেন—যাদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিকসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা।

মন্তব্য

আরও পড়ুন

তারুণ্য
Apply for ICB Islamic Bank even if you are 45 years old

আইসিবি ইসলামিক ব্যাংকে চাকরি, বয়স ৪৫ হলেও আবেদন

আইসিবি ইসলামিক ব্যাংকে চাকরি, বয়স ৪৫ হলেও আবেদন আইসিবি ইসলামিক ব্যাংকের লোগো। গ্রাফিক্স: নিউজবাংলা
আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আইসিবি ইসলামিক ব্যাংক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আইসিবি ইসলামিক ব্যাংক

পদের নাম: ব্র্যাঞ্চ ম্যানেজার

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফলসহ ফিন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং বা অর্থনীতিতে স্নাতকোত্তর/এমবিএ ডিগ্রি।

অভিজ্ঞতা: করপোরেট ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং ও এসএমই ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নির্ধারিত নয়

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্যা সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস, বিমা, মেডিক্যাল ভাতা, টি/এ, মোবাইল বিল ও সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ আছে।

কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল

আবেদনের নিয়ম: আগ্রহীরা বিডিজবস-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৬ ডিসেম্বর ২০২৩

সূত্র: বিডিজবস ডটকম

আরও পড়ুন:
ওয়ালটনে ইন্টার্ন করার সুযোগ
ক্রিশ্চিয়ান এইডে চাকরি, বেতন প্রায় সাড়ে ১৬ লাখ
চাকরি দিচ্ছে নাসা গ্রুপ, বয়স ৫০ হলেও আবেদন
৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শেষ ৩১ ডিসেম্বর
চাকরি দিচ্ছে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, বেতন ৯১ হাজার

মন্তব্য

তারুণ্য
Job salary in Christian Aid is around 165 lakhs

ক্রিশ্চিয়ান এইডে চাকরি, বেতন প্রায় সাড়ে ১৬ লাখ

ক্রিশ্চিয়ান এইডে চাকরি, বেতন প্রায় সাড়ে ১৬ লাখ ক্রিশ্চিয়ান এইডের লোগো। ছবি: সংগৃহীত
আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ক্রিশ্চিয়ান এইড

পদের নাম: অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।

অভিজ্ঞতা: উন্নয়ন খাতে অন্তত ৬ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে বড় কোনো প্রকল্পে টেকনিক্যাল পদে অন্তত ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

বয়স: নির্ধারিত নয়

বেতন: ১৬ লাখ ৩৯ হাজার ৪২৮ টাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: মেডিক্যাল ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবন ও স্বাস্থ্যবিমার সুযোগ আছে।

কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৬ ডিসেম্বর, ২০২৩

সূত্র: ক্রিশ্চিয়ান এইড

আরও পড়ুন:
চাকরি দিচ্ছে নাসা গ্রুপ, বয়স ৫০ হলেও আবেদন
৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শেষ ৩১ ডিসেম্বর
চাকরি দিচ্ছে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, বেতন ৯১ হাজার
অভিজ্ঞতা ছাড়াই মীনা বাজারে চাকরি
চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ, থাকছে অনেক সুবিধা

মন্তব্য

তারুণ্য
National Bank Salary 45000 is giving job without experience

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ন্যাশনাল ব্যাংক, বেতন ৪৫ হাজার

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ন্যাশনাল ব্যাংক, বেতন ৪৫ হাজার ন্যাশনাল ব্যাংক লিমিটেডের লোগো। গ্রাফিক্স: নিউজবাংলা
আগ্রহী প্রার্থীরা আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

ন্যাশনাল ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ব্যাংক লিমিটেড

পদের নাম: প্রবেশনারি অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত পাবলিক/ প্রাইভেট/ বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিসহ এমবিএ/ এমবিএম/ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা সিএসই/ ইইই/ ইটিই/ সিভিল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর বা সমমান পর্যায়ে সিজিপিএ-৪-এর স্কেলে ৩ বা ৫-এর স্কেলে ৩.৭৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫-এর স্কেলে অন্তত ৪ থাকতে হবে। ইংরেজি মিডিয়ামের প্রার্থীদের ক্ষেত্রে ‘ও’ লেভেলে তিনটি ‘এ’ ও দুটি ‘বি’ এবং ‘এ’লেভেলে একটি ‘এ’ ও একটি ‘বি’ থাকতে হবে।

অভিজ্ঞতা: নিষ্প্রয়োজন

বেতন: এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ৪৫ হাজার টাকা (আলোচনা সাপেক্ষে)। প্রবেশনকাল শেষে ‘এক্সিকিউটিভ অফিসার’ হিসেবে চাকরি স্থায়ী হলে ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা দেয়া হবে।

শর্ত: নির্বাচিত প্রার্থীদের এই ব্যাংকে অন্তত তিন বছর চাকরি করবেন মর্মে বন্ডে সই করতে হবে। এ সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ব্যাংকে জমা রাখতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নির্ধারিত নয়

বয়স: ২২ ডিসেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছর

কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২২ ডিসেম্বর, ২০২৩

সূত্র: ন্যাশনাল ব্যাংক লিমিটেড

আরও পড়ুন:
আইসিবি ইসলামিক ব্যাংকে চাকরি, বয়স ৪৫ হলেও আবেদন
ওয়ালটনে ইন্টার্ন করার সুযোগ
ক্রিশ্চিয়ান এইডে চাকরি, বেতন প্রায় সাড়ে ১৬ লাখ
চাকরি দিচ্ছে নাসা গ্রুপ, বয়স ৫০ হলেও আবেদন
৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শেষ ৩১ ডিসেম্বর

মন্তব্য

তারুণ্য
NASA group is giving jobs apply even if you are 50 years old

চাকরি দিচ্ছে নাসা গ্রুপ, বয়স ৫০ হলেও আবেদন

চাকরি দিচ্ছে নাসা গ্রুপ, বয়স ৫০ হলেও আবেদন নাসা গ্রুপের লোগো। ছবি: সংগৃহীত
আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

নাসা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নাসা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ

পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর-গার্মেন্টস প্রোডাকশন

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস

অভিজ্ঞতা: ২০ বছর

বয়স: সর্বোচ্চ ৫০ বছর

প্রার্থীর ধরন: পুরুষ

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: কোম্পানির নীতি অনুযায়ী

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

আবেদনের নিয়ম: আগ্রহীরা বিডিজবস ডটকম-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৮ ডিসেম্বর, ২০২৩

সূত্র: বিডিজবস ডটকম

আরও পড়ুন:
চাকরি দিচ্ছে ট্রাস্ট ব্যাংক, কর্মস্থল খুলনা
এক্সিকিউটিভ পদে চাকরি দিচ্ছে স্কয়ার টেক্সটাইল
ই-জোন এইচআরএম লিমিটেডে চাকরি, বেতন দেড় লাখ
চীনা নাগরিকের প্রতারণা, পাচার শত কোটি টাকা
চাকরি দিচ্ছে বোম্বে অ্যাগ্রো, আবেদন করতে পারবেন পুরুষরা

মন্তব্য

তারুণ্য
Concern World Wide salary is 91 thousand

চাকরি দিচ্ছে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, বেতন ৯১ হাজার

চাকরি দিচ্ছে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, বেতন ৯১ হাজার  কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের লোগো। ছবি: সংগৃহীত
আগ্রহী প্রার্থীরা আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ

পদের নাম: অ্যাগ্রিকালচারিস্ট

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: অ্যাগ্রিকালচারে বিএসসি ও এমএসসি ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৯১ হাজার ৪০০ টাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, জীবন ও স্বাস্থ্যবিমা, ওপিডি ভাতা ও মোবাইল বিলসহ অন্যান্য সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

প্রার্থীর ধরন: নির্ধারিত নয়

বয়স: সর্বোচ্চ ৬০ বছর

কর্মস্থল: উখিয়া, কক্সবাজার

আবেদনের নিয়ম: আগ্রহীরা বিডিজবস-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৫ ডিসেম্বর, ২০২৩

সূত্র: বিডিজবস ডটকম

আরও পড়ুন:
অভিজ্ঞতা ছাড়াই মীনা বাজারে চাকরি
চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ, থাকছে অনেক সুবিধা
এক্সিকিটিভ পদে চাকরি দিচ্ছে বেঙ্গল মিট
চাকরি দিচ্ছে ট্রাস্ট ব্যাংক, কর্মস্থল খুলনা
এক্সিকিউটিভ পদে চাকরি দিচ্ছে স্কয়ার টেক্সটাইল

মন্তব্য

তারুণ্য
Opportunity to intern at Walton

ওয়ালটনে ইন্টার্ন করার সুযোগ

ওয়ালটনে ইন্টার্ন করার সুযোগ ওয়ালটনের লোগো। গ্রাফিক্স: নিউজবাংলা
আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ডব্লিউএইচআইএল) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড

পদের নাম: ইন্টার্নাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স (ইন্টার্ন)

পদসংখ্যা: ৪

চাকরির ধরন: ইন্টার্নশিপ

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ফাইন্যান্সে স্নাতক, স্নাতকোত্তর

অভিজ্ঞতা: ১ থেকে ২ বছর

বয়স: ২৪ থেকে ৩০ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: কোম্পানিত নীতি অনুযায়ী

কর্মস্থল: গাজীপুর

আবেদনের নিয়ম: আগ্রহীরা বিডিজবস ডটকম-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৬ ডিসেম্বর, ২০২৩

সূত্র: বিডিজবস ডটকম

আরও পড়ুন:
এক্সিকিটিভ পদে চাকরি দিচ্ছে বেঙ্গল মিট
চাকরি দিচ্ছে ট্রাস্ট ব্যাংক, কর্মস্থল খুলনা
এক্সিকিউটিভ পদে চাকরি দিচ্ছে স্কয়ার টেক্সটাইল
ই-জোন এইচআরএম লিমিটেডে চাকরি, বেতন দেড় লাখ
চীনা নাগরিকের প্রতারণা, পাচার শত কোটি টাকা

মন্তব্য

p
উপরে