সম্প্রতি টিকটকে ক্রিকেটের উন্মাদনা সৃষ্টি করেছে ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২’।
ক্রিকেট ভক্তরা টিকটকে বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ, ক্রিকেট নিয়ে মতামত, ম্যাচ বিশ্লেষণ ইত্যাদিসহ ক্রিকেট সম্পর্কিত আকর্ষণীয় কনটেন্ট তৈরি করছে, যা বর্তমানে অ্যাপটিতে সহজলভ্য হয়েছে।
ক্রিকেটের প্রতি এই উন্মাদনা এরইমধ্যে সবাইকে প্রভাবিত করেছে। সারা বিশ্বের মানুষ বর্তমানে স্ক্রিনে আটকে আছে এবং সকল ডিজিটাল মাধ্যমে তাদের নিজ নিজ দলের জন্য তীব্রভাবে সমর্থন জানাচ্ছে।
শীর্ষস্থানীয় সংক্ষিপ্ত ভিডিও প্ল্যাটফর্ম টিকটকেও এই ক্রিকেট ম্যানিয়া সংক্রামিত বলে বোঝা যাচ্ছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের ব্যবহারকারীসহ বিশ্বব্যাপী টিকটক ব্যবহারকারীরা অ্যাপটি ডাউনলোড এবং এর পাশাপাশি বিশ্বকাপের বিভিন্ন ভিডিও দিয়ে ভরিয়ে রেখেছে।
বিভিন্ন সময় ধারাবাহিকতা না থাকলেও বিশ্বকাপে তিন ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে টাইগাররা। পরের ম্যাচগুলোতেও জেতার পরিস্থিতি হতেও পারে বলে ধারণা করছেন অনেকেই।
টাইগারদের সমর্থনে এবং বিশ্বকাপ জ্বরের অংশ হতে, টিকটক কনটেন্ট ক্রিয়েটর এবং ব্যবহারকারীরা এখন টিকটকে ক্রিকেট সম্পর্কিত আপডেট, কলাকৌশল এবং পরামর্শসহ, ক্রিকেট খেলার পুরানো স্মৃতি নিয়ে আলোচনা করছেন। বিশ্বকাপ মৌসুমে তাদের বিভিন্ন ধরনের নাচের ভঙ্গিমাও দেখাচ্ছেন।
টিকটক এই অঞ্চলের ব্যবহারকারীদের কাছে নিজেদের উপযুক্ত করে তোলার এই সুযোগটির সদ্ব্যবহার করছে। #CelebrateCricket এবং #CricTok এর সাথে, টিকটক তার ব্যবহারকারীদের ক্রিকেট সম্পর্কে আলোচনা করতে এবং টুর্নামেন্টটি উদযাপন করতে উত্সাহিত করছে।
উপরোক্ত হ্যাশট্যাগগুলির সাথে, টিকটক কনটেন্ট ক্রিয়েটররা তাদের প্রিয় ক্রিকেটের মুহূর্ত বা স্মৃতি ভিডিও সহ শেয়ার করছে এবং চলমান বিশ্বকাপ ম্যাচের মুহূর্তগুলো নিয়ে তৈরি করছে বিনোদনমূলক এবং আকর্ষণীয় ক্লিপ।
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কিটো ভাই তার প্রিয় ক্রিকেটার সম্পর্কে কথা বলছেন।
এ ছাড়া জনপ্রিয় ক্রিকেটার শাহরিয়ার নাফীস তার প্রিয় ক্রিকেট মুহূর্ত সম্পর্কে কথা বলছেন।
শুধু তাই নয়, ফুটবলাররাও টিকটকে তাদের সহক্রীড়াবিদদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।
টিকটকে এই কনটেন্টগুলো বিশ্বকাপে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এ ছাড়া #CelebrateCricket হ্যাশট্যাগ এরইমধ্যে ১ কোটি ৮৫ লাখ এবং ৮ কোটি ৫৭ লাখ ভিউ পেয়েছে।
আরও পড়ুন:@shahriarnafeesahmed WC T20 is here; let's share our favourite Cricket Memory with #celebratecricket ♬ Banglar Joy - Shaan & Ajoy
ইসরায়েলের সঙ্গে গাজার শাসক দল হামাসের চার দিনের যুদ্ধবিরতির মধ্যে উপত্যকায় ‘পূর্ণ’ যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে গাজায় দেড় মাসের বেশি সময় ধরে বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে গাজায় প্রায় ১৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়। অন্যদিকে হামাসের হামলায় প্রাণ যায় এক হাজার ২০০ ইসরায়েলির। এমন বাস্তবতায় শুক্রবার থেকে চার দিনের যুদ্ধবিরতি শুরু করে দুই পক্ষ।
যুদ্ধবিরতি শুরুর দিন শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে মালালা লিখেন, ‘আজ রাতে পরিবারের সঙ্গে ফের দেখা হওয়া নারী, শিশু ও তরুণ লোকজন এবং গাজায় বোমাবর্ষণে বিরতি দেয়ায় স্বস্তি অনুভব করছি, তবে আগামীকাল ঘুম থেকে উঠে ফের স্বজনদের জন্য শোকতাপ করে, খাদ্য ও পানির জন্য মরিয়া হয়ে উঠবে গাজার শিশুরা এবং তাদের বাড়িঘর, রাস্তাঘাট এবং স্কুলে আবার গোলাবর্ষণ নিয়ে থাকবে শঙ্কায়।
‘তাদের জন্য আমাদের অবশ্যই সোচ্চার হতে হবে—পূর্ণ যুদ্ধবিরতি ও আরও মানবিক সহায়তার জন্য। অহেতুক এ দুর্ভোগের অবসান হতে হবে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা তার অফিসিয়াল ফেসবুক পেজে ক্ষমা চেয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি নড়াইলবাসীকে সালাম জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নির্বাচনী প্রতীক নৌকাসংবলিত একটি ছবি পোস্ট করেছেন।
বুধবার দেয়া সেই পোস্টে মাশরাফি লিখেছেন, ‘আজ (বুধবার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলো। আমাকে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দিয়ে ৫ বছর জনগণের সেবা করার সুযোগ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’
পোস্টে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছিলেন, আপনারা মনে ঠাঁই দিয়ে চেয়ারে বসিয়েছিলেন। সে জন্য আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতাজ্ঞাপন করছি। বৈশ্বিক মহামারি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বৈশ্বিক মন্দা সত্ত্বেও প্রধানমন্ত্রীর দেয়া উপহার একজন বাহক হিসেবে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রাণান্ত চেষ্টা করেছি। আপনাদের সবার সব চাহিদা হয়তো আমি পূরণ করতে পারিনি। কিন্তু একটি মুহূর্তও বসে থাকিনি।’
তিনি আরও লিখেছেন, ‘স্মার্ট নড়াইল বিনির্মাণে সচিবালয়ের এ দপ্তর থেকে সে দপ্তরে দৌড়েছি। উন্নয়ন অগ্রযাত্রার সারথী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন নড়াইলকে সাজাতে গিয়ে হয়তো আপনাদের সবার মন রক্ষা করতে পারিনি। কাজ করতে গিয়ে হয়তো ভুলও করেছি। অনেকে হয়তো মনে কষ্টও পেয়েছেন। সে জন্য আপনাদের সবার কাছে মনের অন্তস্তল থেকে ক্ষমা প্রার্থনা করছি।’
দেশবরেণ্য এই ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীনতম বড় সংগঠন। এত বড় দলের পক্ষে কাজ করতে পেরেছি, তাতেই আমি ধন্য। কারোর প্রতি আমার কোনো রাগ-ক্ষোভ নেই। নড়াইল আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যায়সহ দলের সহযোগী ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের সার্বিক সহযোগিতা এবং পরম স্নেহে আমি সুন্দরভাবে কাজগুলো সুসম্পন্ন করতে পেরেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করে পুনরায় সরকার গঠনের মাধ্যমে নড়াইলকে একটি সমৃদ্ধশালী জেলা হিসেবে গড়তে আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাই।’
মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘দল যাকে এই জনপদের মানুষের ভাগ্য উন্নয়নে মনোনয়ন দেবে তার জন্য কাজ করব। জাতির জনক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমার ও আমার পরিবারের সুস্থতায় দোয়া করবেন।’
নির্বাচনী তফসিল ঘোষণার পর নড়াইল শহরে আনন্দ মিছিল বের করেন মাশরাফি বিন মুর্তজা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দীন খান নিলুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারের কমলগঞ্জের একজন ইউটিউবারের উদ্যোগে দুই গ্রামের অন্তত ৭শ’ পরিবারের নব্বই বছর ধরে চলা সুপেয় পানির অভাবের অবসান ঘটেছে। পাঁচটি ডিপ টিউবওয়েল পেয়েছে তারা।
সোমবার সকালে অতিথিদের নিয়ে ডিপ টিউবওয়েলের উদ্বোধন করা হয়।
এর আগে ২৮ অক্টোবর উপজেলার রাজকান্দি ও উত্তর কানাইদেশী গ্রামের ৪-৫ হাজার পরিবারের দুর্ভোগের কথা একটি ইউটিউব ভিডিওতে প্রকাশ করে ইনফো হান্টার (Info Hunter) নামের একটি চ্যানেল। তাদের ফেসবুক পেজ থেকেও ভিডিওটি প্রচার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রচারের পর ওই ভিডিও দেখে দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন লন্ডন থেকে ইয়াছমিন, আমেরিকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক ১ জন, লন্ডনভিত্তিক উম্মা ফাউন্ডেশন নামে একটি সংস্থা এবং বাংলাদেশের দুজন ব্যবসায়ী। তাদের সহায়তায় কমলগঞ্জ উপজেলার রাজকান্দি ও উত্তর কানাইদেশী গ্রামে নব্বই বছর ধরে সুপেয় পানির সমস্যার অবসান ঘটে।
সোমবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনফো হান্টারের প্রতিষ্ঠাতা সাকিবুর রহমান, ব্যবসায়ী মো. মাফি, মাওলানা হাফিজ আবুল হোসেন ও নিউজবাংলার মৌলভীবাজার সংবাদদাতা সালাহ্উদ্দিন শুভসহ আরও অনেকে।
স্থানীয়রা জানান, নব্বই বছর ধরে সুপেয় পানির সমস্যায় ভুগছি আমারা দুই গ্রামের বাসিন্দারা। অনেক দূরে একটা সরকারি স্কুল থেকে ৩-৪ হাজার মানুষ পানি ব্যবহার করছি। এই সমস্যা কারও চোখে পড়ছিল না। কিছুদিন আগে আমাদের এলাকায় একজন ইউটিউবার এসে ভিডিও করেন। উনার ভিডিও দেখে দেশ ও বিদেশের মানুষজন আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন। এ এলাকার গুরুত্বপূর্ণ পাঁচ জায়গায় পাঁচটি ডিপ টিউবওয়েল উদ্বোধন করা হয়েছে। এতে আমাদের এতদিনের কষ্টের অবসান হয়েছে।
রাজকান্দি গ্রামের স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ আবুল হোসেন বলেন, ‘২ বছর হলো আমাদের এই হাফিজিয়া মাদ্রাসা হয়েছে। পানির খুব সমস্যা। এখানে পানি নাই বললেই চলে। অজু ও অন্যান্য কাজের জন্য দূরবর্তী একটি পুকুর থেকে পানি এনে আমরা ব্যবহার করে আসছিলাম। ডিপ টিউবওয়েলের জন্য উপজেলা প্রশাসনের কাছে কয়েকবার ধরণাও দিয়েছি, কিন্তু কেউ এই সমস্যার সমাধান করেননি। এমনকি জামানত হিসাবে ১৫ হাজার টাকা পর্যন্ত জমা দিয়েছি, কোনো লাভ হয়নি। আমাদের মাদ্রাসায় ৪৮ জন ছাত্র ও ২ জন শিক্ষক পাঠদান করেন। সর্বশেষ একজন ইউটিউবারের উদ্যোগে আজ আমাদের পানির ব্যবস্থা হলো। আমরা উনার জন্য প্রাণভরে দোয়া করি। খোদা তা’আলা ওনাকে এমন আরও ভালো কাজ করার তৌফিক দিন!’
এ বিষয়ে ইনফো হান্টারের প্রতিষ্ঠাতা সাকিবুর রহমান বলেন, ‘নব্বই বছর ধরে খাবার পানিবিহীন ছিল রাজকান্দি ও উত্তর কানাইদেশী গ্রামের মানুষজন। তাদের এ সমস্যা নিয়ে আমি যখন আমার ইউটিউব ও ফেসবুক পেজে ভিডিও আপলোড দেই, তখন লাখ লাখ মানুষ দেখে। তাদের মাঝে ৫ জন বন্ধু সাড়া দেন। তাদের কারণে দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটল এ দুই গ্রামের মানুষের।’
তিনি আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় গিয়ে আমি মানুষের দুঃখ-দুর্দশার কথা আমার ইউটিউব ও পেজে আপলোড দেই। সেসব ভিডিও দেশ ও বিদেশের মানুষজন দেখেন। তাদের কারণে আমি এভাবে সবাইকে সহযোগিতা করতে পারছি। এগুলো আমি নিজের স্বার্থে করছি না। কিছুদিন আগে আমি কয়েকেটা পুঞ্জিতে পানি, বিদ্যুৎ ও স্কুলের ব্যবস্থা করে দিয়েছি। এভাবে আগামী দিনগুলোতেও সহযোগিতা করে যেতে চাই। আমার মানবিক ভাইবোনদের সহযোগিতায় এই কাজগুলো ধারাবাহিকভাবে করে যাব।’
রেস্তোরাঁয় সপ্তাহে সাত দিন সকাল ১০টা থেকে রাত ১০টা নাগাদ ১২ ঘণ্টা কাজ করতে হবে। বিনিময়ে মাসে বেতন দেয়া হবে সাত থেকে আট হাজার টাকা। এ বেতনের জন্য কিশোরী বা তরুণী প্রার্থীর থাকতে হবে ১৩টি যোগ্যতা।
এসব যোগ্যতার কথা উল্লেখ করে গত বুধবার (১ নভেম্বর) রাত ১১টা ১৯ মিনিটে ফেসবুক পেজে পোস্ট দেয় রাজধানীর পশ্চিম পান্থপথের ‘অষ্ট ব্যঞ্জন’ নামের রেস্তোরাঁ।
পোস্টে বলা হয়, ‘মেয়ে ওয়েটার নিয়োগ। পদ: ৩ জন। যোগ্যতা——দেখতে সাদা কিংবা হলুদ ফর্সা। উচ্চতা কমপক্ষে ৫'৬"। চেহারা মডেলদের মতো হতে হবে। মেকআপ করায় দক্ষতা থাকতে হবে। সুস্পষ্টভাবে ইংলিশে কথা বলতে হবে। নরম ভাষী ও লাজুক হতে হবে। ভদ্র ও নামাজি হতে হবে। গান জানলে ভালো (কাস্টমারকে মাঝে মাঝে গান শোনাতে হতে পারে)। বয়স অবশ্যই ১৬-১৮ হতে হবে। ভালো রান্না জানতে হবে। নাচ-অভিনয়ে পারদর্শী হতে হবে। টানা টানা হরিণীর মতো চোখ। ওজন ৫০-এর মধ্যে হতে হবে।’
সুযোগ-সুবিধার বিষয়ে পোস্টে বলা হয়, ‘বেতন: মাসিক বেতন ৭-৮ হাজার টাকা। ডিউটি: সপ্তাহে ৭ দিন সকাল ১০টা থেকে রাত ১০টা (মালিকের গাড়িতে বাসায় পৌঁছে দেয়ার সুযোগ আছে)।’
পোস্টের বিষয়ে যা বললেন অষ্ট ব্যঞ্জনের মালিক
ফেসবুক পোস্টের বিষয়ে জানতে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে অষ্ট ব্যঞ্জনের মালিক সাইফুল আজমের সঙ্গে কথা বলে নিউজবাংলা। তার কাছে জানতে চাওয়া হয়, পোস্টটি সত্যি সত্যিই নিয়োগের জন্য নাকি মজা করে দেয়া হয়েছিল।
জবাবে রেস্তোরাঁটির স্বত্বাধিকারী নিউজবাংলাকে বলেন, ‘না, সিরিয়াসলি না। এটা ফানি ভিডিও। একটা ফানি ভিডিও দিছিল তো!’
তার উল্লিখিত উত্তরের পরিপ্রেক্ষিতে এ প্রতিবেদক বলেন, ‘এটা ভিডিও না, এটা একটা পোস্ট। এই পোস্টের মধ্যে কিছু লেখা আছে। আর একটা ছবি দেয়া আছে। অষ্ট ব্যঞ্জন লেখা আছে।
‘এখানে অলরেডি ৩৯ হাজার লাইক পড়েছে, ১০ হাজার কমেন্ট করেছে। আর ৫০৭টা শেয়ার হয়েছে।’
অষ্ট ব্যঞ্জনের মালিকের উদ্দেশে জানতে চাওয়া হয়, এ ধরনের মজা করাটা উচিত হয়েছে কি না। একই সঙ্গে পোস্টে যে ধরনের যোগ্যতা চাওয়া হয়েছে, সেগুলো স্ববিরোধী কি না, তাও জানতে চাওয়া হয় তার কাছে।
জবাবে সাইফুল আজম বলেন, ‘মানে একটা ফানি ইয়া (পোস্ট) তো। এই আরকি। ফানি মার্কেটিং প্ল্যান।’
এ ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে কেউ কেউ বিভ্রান্ত হতে পারেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি একটু আপনাদের বলি। আমাদের তো এই যে ব্লগাররা কাজ করে না, এরা তো আসলে কনটাক্ট করা (চুক্তিতে নেয়া)। ব্লগাররা বিভিন্ন রকমের আসলে পেজের রিচের জন্য অনেক কিছু করে বা একটা ইয়া করে, এভাবে আরকি। অনলাইনে এটা জাস্ট এই।
‘এগুলা তো আমাদের তো আর জানা নাই। আমরা তো যেটা হয়তো কমপ্লেইন (অভিযোগ) করার পরই আমরা বলছি, যেটা সমস্যা হইলে সেটা আমরা…ডিলিট করে দেবে বা এডিট করে দিতে বলছি।’
এ প্রতিবেদন লেখার সময় অষ্ট ব্যঞ্জনের পেজে পোস্টটি ছিল। সেটি রাখা হবে নাকি সরিয়ে দেয়া হবে জানতে চাইলে রেস্তোরাঁর মালিক বলেন, ‘এটা তো সরায়া দেয়া হবে; এটা থাকবে না।’
সাইফুল আজমের সঙ্গে ফোনালাপের পর এ প্রতিবেদন প্রকাশ হওয়ার আগেই পেজ থেকে পোস্টটি সরিয়ে দেয়া হয়। গত বুধবার রাতের যে সময়ে (১১টা ১৯ মিনিট) নিয়োগের পোস্টটি দেয়া হয়, একই সময়ে পেজে অন্য পোস্টে দেখা যায়।
নতুন পোস্টে খাবারের ছবি ও বিভিন্ন শাখায় যোগাযোগের নম্বর ছিল।
আরও পড়ুন:যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় পরিবারের সঙ্গে মায়ের জন্মদিন পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ভার্জিনিয়ায় আমার গলফ ক্লাবে পরিবারের সঙ্গে মায়ের জন্মদিনের নৈশভোজ।’
ছবিতে দেখা যায়, শেখ হাসিনার দুই পাশে পরিবারের অন্য সদস্যরা। পেছনে দাঁড়িয়ে আছেন জয়। জন্মদিনে তারা একসঙ্গে রাতের খাবার খান।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার দেশে নেয়া হয় বিভিন্ন কর্মসূচি। কেন্দ্রীয়ভাবে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, বাদ আসর ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) ও বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
একই সঙ্গে সকালে মেরুল বাড্ডায় বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিএবি) মিরপুর ব্যাপ্টিস্ট চার্চে ও বেলা ১১টায় ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করে। এসব কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া শুক্রবার বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে তার দল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে রোববার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছান। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
আরও পড়ুন:কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সঙ্গে ভালোবেসে ঘর বেঁধেছিলেন গুলতেকিন খান। তবে দীর্ঘ ৩০ বছর পর বিচ্ছেদ হয় তাদের। পরিবারের সদস্য, স্বজন, শাশুড়িসহ সবার সঙ্গে দীর্ঘ সময় কেটেছে গুলতেকিনের। এক পর্যায়ে এসে অবশ্য তিনিও বেঁধেছেন নতুন ঘর। সুখ দীর্ঘস্থায়ী হয়নি। মারা গেছেন সে স্বামীও।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাঝেমধ্যেই পুরোনো দিনের স্মৃতিময় ঘটনা তুলে আনেন গুলতেকিন। এবার সাবেক শাশুড়ি ও প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের মা প্রয়াত আয়েশা আহমেদের সঙ্গে একটি ছবি পোস্ট করে যেন হয়ে পড়লেন স্মৃতিকাতর।
গুলতেকিনের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, বসে আছেন আয়েশা আহমেদ। দাঁড়িয়ে তাকে জড়িয়ে পেছনে দাঁড়িয়েছেন গুলতেকিন। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আপনি সব সময়ই আছেন আমার খুব কাছেই, উপলব্ধি করি প্রতি নিয়তই…।’
হুমায়ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল ও কার্টুনিস্ট আহসান হাবীবের মা রত্নগর্ভা আয়েশা ফয়েজ মারা যান ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর।
১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের তরুণ শিক্ষক হুমায়ূন আহমেদের সঙ্গে কিশোরী গুলতেকিনের বিয়ে হয়। তাদের এক ছেলে ও তিন মেয়ে। গুলতেকিনের সঙ্গে বিয়েবিচ্ছেদের দুই বছর পর ২০০৫ সালে হুমায়ূন আহমেদ বিয়ে করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে।
অনেকদিন একা থাকার পর ৫৬ বছর বয়সে কবি আফতাব আহমদের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন গুলতেকিন। শাওনকে বিয়ে করার সময় হুমায়ূন আহমেদের বয়সও ছিল ৫৬। গত বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে মারা যান গুলতেকিনের স্বামী কবি আফতাব আফতাব আহমদ।
আসন্ন ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলে নেয়া হয়নি তামিম ইকবালকে। এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে সাধারণ মানুষদের মাঝে। শুধু তাই নয়, চলচ্চিত্র তারকা ওমর সানি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন।
বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে তিনি এই প্রতিবাদ জানান।
ওমর সানি লিখেছেন, ‘আপনারা যারা নির্বাচক, আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন, ভীষণ পুরুষত্ব ফুটে উঠতো। আজকে এমন কী হলো, কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ দলেই নেই!’
এই অভিনেতা আরও লেখেন, ‘মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকতো তাহলে বলতাম- আমি পদত্যাগ করলাম। সরি, একজন খেলোয়ার তামিম ইকবাল।’
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে- তা আগেই জানিয়েছিল বিসিবি। তাই খেলা শেষ হতেই মঙ্গলবার বিসিবির অফিশিয়াল ফেসবুক ও ইউটিউব পেজে বিশ্বকাপের দল ঘোষণা করা হয়।
গুঞ্জন সত্যি করে শেষ পর্যন্ত ২০০৭ সাল থেকে বাংলাদেশের ওপেনিংয়ের দায়িত্ব সামলানো অভিজ্ঞ ব্যাটার তামিমকে ছাড়াই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়। এর কারণ দেখানো হয়েছে তিনি আনফিট। তবে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ওয়ানডে দলে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদ।
আরও পড়ুন:
মন্তব্য