ক্যাশিয়ার পদে জনবল নিতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। আগ্রহী প্রার্থীকে ১৭ জুলাইয়ের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।
-
পদের নাম: ক্যাশিয়ার
পদের সংখ্যা: ১টি
বেতন গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি / সমমান
বয়স: ১৮ থেকে ৩০ বছর
-
আবেদনপত্রে ২০২২ সালের ১ জুন তারিখে প্রার্থীর বয়স উল্লেখ করতে হবে।
শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরম পেতে এখানে ক্লিক করুন।
পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে চালানের মূলকপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের টিএ / ডিএ দেয়া হবে না।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন:নার্সিং ইনস্ট্রাক্টর পদে জনবল নিয়োগ দিতে যাচ্ছে টিএমএসএস নার্সিং কলেজ, বগুড়া। আগ্রহী প্রার্থীকে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
-
পদের নাম: নার্সিং ইনস্ট্রাক্টর
পদের সংখ্যা: ৬টি
বেতন: শিক্ষানবিশকালে ১৫,৭৯০ টাকা। স্থায়ী হওয়ার পর সর্বসাকল্যে ২০,১৯২ টাকা
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন নার্সিং
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
চাকরির ধরন: ফুল টাইম
কর্মক্ষেত্র: অফিসে
অভিজ্ঞতা: ১ বছর
-
এমএসসি ইন নার্সিং/এমপিএইচ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে হালনাগাদ রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীর বার্ষিক বেতন বৃদ্ধি, বিধি অনুসারে উৎসব ভাতা, জীবন বিমা সুবিধা, স্বাস্থ্য বিমা কার্ড ও স্বল্প খরচে নিজস্ব হাসপাতালে চিকিৎসা সুবিধা পাবেন।
এ ছাড়া সংস্থার বিধি অনুসারে অন্যান্য সুবিধাও থাকবে।
নির্বাচনি পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময়ে এসএমএস/মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে।
নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত (লভ্যাংশসহ ফেরতযোগ্য) প্রদান করতে হবে।
নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।
ইতিপূর্বে যারা টিএমএসএসের চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদের টিএমএসএসের কর্ম-অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মীরা আবেদন করতে পারবেন না।
শুধু বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।
নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিজ্ঞপ্তিটি দেখতে ও অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন:হেড অব বিজনেস ডেভেলপমেন্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে পদ্মা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। আগ্রহী প্রার্থীকে ১৫ জুলাইয়ের মধ্যে ই-মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।
-
পদের নাম: হেড অব বিজনেস ডেভেলপমেন্ট
পোস্ট / পজিশন: এফএভিপি
বিভাগ: সেলস অ্যান্ড মার্কেটিং
বেতন: আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর
চাকরির ধরন: পূর্ণকালীন
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
-
ক্যাপিটাল মার্কেট বিষয়ে প্রার্থীর অভিজ্ঞতা থাকতে হবে। কাজের স্থান হবে ঢাকা।
শুধু নির্বাচিত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।
আবেদনপত্র পাঠানোর ই-মেইল: [email protected]
আবেদনপত্রের সঙ্গে অবশ্যই ছবি সংযুক্ত থাকতে হবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন:শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আগ্রহী প্রার্থীকে ১৮ জুলাইয়ের মধ্যে ডাকে ৮ সেট দরখাস্ত পাঠাতে হবে।
-
১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ২টি
বেতন গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি / সমমান
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
অভিজ্ঞতা: উল্লেখ নেই
-
২. পদের নাম: গার্ড
পদের সংখ্যা: ১টি
বেতন গ্রেড: ২০
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
অভিজ্ঞতা: ৫ বছর
-
৩. পদের নাম: গার্ডেনার
পদের সংখ্যা: ২টি
বেতন গ্রেড: ২০
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
অভিজ্ঞতা: ৫ বছর
-
আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের কপি জমা দিতে হবে।
প্রার্থীকে আবেদনপত্রের সঙ্গে ১ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ২ ও ৩ নম্বর পদের জন্য ১৫০ টাকা মূল্যের পে-অর্ডার / ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।
প্রার্থীকে নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম পেতে এখানে ক্লিক করুন।
পাঠানোর ঠিকানা রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন:মহাব্যবস্থাপক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে সমবায় ব্যাংক লিমিটেড। আগ্রহী প্রার্থীকে ১৭ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।
-
পদের নাম: মহাব্যবস্থাপক ও প্রধান নির্বাহী কর্মকর্তা
পদের সংখ্যা: ১টি
বেতন: আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
বয়স: সর্বোচ্চ ৬১ বছর
অভিজ্ঞতা: ২০ বছর
-
সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের কপি, জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধনের কপি এবং দুই কপি পাসপোর্ট আকারের ছবিসহ আবেদন করতে হবে।
প্রার্থী কোনো কোম্পানীর চেয়ারম্যান, পরিচালক কিংবা কর্মকর্তা থাকাকালীন স্বীয় পদ হতে বরখাস্তকৃত ব্যক্তির আবেদন গ্রহণযোগ্য হবে না।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন:বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ২০ জুলাইয়ের মধ্যে ডাকে অথবা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।
-
১. পদের নাম: ল্যাব অ্যাসিস্ট্যান্ট
বিভাগ: ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস
পদের সংখ্যা: ১টি
মূল বেতন: ১৮,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি (ভোকেশনাল)
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
-
২. পদের নাম: ল্যাব অ্যাসিস্ট্যান্ট
বিভাগ: জেনারেল মেকানিকস
পদের সংখ্যা: ১টি
মূল বেতন: ১৮,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি (ভোকেশনাল)
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
-
নিয়োগপ্রাপ্ত প্রার্থী বেতনের পাশাপাশি বাসা ভাড়া, মেডিক্যাল সুবিধা, যাতায়াত ভাতাসহ আরও নানা সুবিধা পাবেন।
খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৩০০ টাকার পে-অর্ডার জমা দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন), করপোরেট অফিস, বিসিপিসিএল, ইউনিক ট্রেড সেন্টার (৫ম তলা), ৮ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন:দক্ষ গাড়িচালক তৈরিতে প্রশিক্ষণ অতি গুরুত্বপূর্ণ। এতে একদিকে যেমন গাড়িচালনায় দক্ষতা বাড়ে, অন্যদিকে দেশের শিক্ষিত, স্বল্পশিক্ষিত যুবকদের টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। যার মাধ্যমে দেশের অদক্ষ জনশক্তি দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হয়। কমসংস্থান তৈরি, বেকার সমস্যার সমাধান এবং দারিদ্র্য বিমোচনেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দক্ষ জনশক্তি তৈরিতে দেশের বেকার তরুণদের গাড়ি চালনা শেখাতে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর।
-
কারা পাবেন প্রশিক্ষণ
ন্যূনতম অষ্টম শ্রেণি বা সমমানের পাস এবং বয়স ২১ থেকে ৩৫ বছরের তরুণ ও বেকার পুরুষ এবং নারীরা নিজ জেলায় এ প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। প্রার্থীর অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। প্রশিক্ষণের মোট সময়কাল ১ মাস। দেশের ৬৪টি জেলার মোট ৪০টি কেন্দ্রে এ প্রশিক্ষণ দেয়া হবে। প্রতি কেন্দ্রে ৪০ জন ভর্তি হতে পারবেন। সব মিলিয়ে ১৬০০ জন এ প্রকল্পের আওতায় জুলাই পর্বে প্রশিক্ষণ পাবেন।
-
আবেদন যেভাবে
যুব উন্নয়ন অধিদপ্তরের নির্ধারিত ফরমে প্রার্থীদের আবেদন করতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে। এ ছাড়া নিজ জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক / কো-অর্ডিনেটর / ডেপুটি কো-অর্ডিনেটর এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। আবেদন জমা দিতে হবে নিজ জেলার উপপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর এই ঠিকানায়। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আবেদন জমার শেষ তারিখ ১৪ জুলাই ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত।
-
বসতে হবে মৌখিক সাক্ষাৎকারে
নির্ধারিত তারিখের মধ্যে প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্যদের মোবাইল ফোনের মাধ্যমে ডাকা হবে মৌখিক সাক্ষাৎকারের জন্য। নিজ জেলার উপপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তরে নেয়া হবে মৌখিক সাক্ষাৎকার। সাক্ষাৎকারের সময় ও অন্যান্য তথ্য মোবাইলে জানিয়ে দেয়া হবে। তবে সাক্ষাৎকারের দিন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূলকপি এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে। সুযোগ পাওয়া প্রার্থীদের অধিদপ্তরের নির্ধারিত কেন্দ্রে নির্ধারিত সময়ে দক্ষ প্রশিক্ষক দিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে।
-
আছে ভাতা ও আবাসন সুবিধা
সুযোগ পাওয়া প্রশিক্ষণার্থীরা প্রতিদিনের উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি ১৫০ টাকা হারে প্রশিক্ষণ ভাতা বা যাতায়াত ভাতা পাবেন। সব মিলিয়ে এক মাসে প্রায় চার হাজার টাকা ভাতাবাবদ পাওয়া যাবে। তবে প্রার্থীদের যথাসময়ে উপস্থিতি বাধ্যতামূলক। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে আসন খালি থাকা সাপেক্ষে ১৫ জনকে বিনা খরচে আবাসান সুবিধা দেয়া হবে। আবাসন সুবিধাপ্রাপ্তদের থাকা ও খাওয়ার সমস্ত খরচ বহন করবে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃপক্ষ। সুযোগ পাওয়া প্রশিক্ষণার্থীদের সংশ্লিষ্ট কেন্দ্রের বিধিবিধান অবশ্যই মেনে চলতে হবে।
-
কর্মসংস্থান দেশে-বিদেশে
প্রশিক্ষণ নেয়ার পর দক্ষতা অর্জন করতে পারলে গাড়ি চালনায় কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান প্রতি বছরই গাড়িচালক পদে কর্মী নিয়োগ দেয়। তাতেও সুযোগ মিলবে অনেকের। তাছাড়া ব্যক্তিগতভাবেও অনেকের কাজ করার সুযোগ রয়েছে। উবার, রেন্ট-এ কার বা ব্যক্তিমালিকানাধীন প্রাইভেট কার চালিয়েও আয় করার সুযোগ রয়েছে। এ ছাড়া গাড়িচালনায় দক্ষতা অর্জনের পর অনেকে মধ্যপ্রাচ্যে গিয়েও কাজে যুক্ত হতে পারবেন। দেশের বেশকিছু মানবসম্পদ রপ্তানিকারী প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতারসহ অন্যান্য দেশে ট্যাক্সিক্যাব চালনার জন্য দক্ষ চালক পাঠায়। এতেও ভালো বেতনে কাজের সুযোগ মিলতে পারে।
-
যোগাযোগ
ভর্তি ও প্রশিক্ষণের জন্য যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট প্রার্থীর নিজ নিজ জেলার উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে। উক্ত ঠিকানায় নির্ধারিত তারিখের মধ্যে যোগাযোগ করে প্রার্থীরা দরকারি সব তথ্যাদি জানতে পারবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে এবং আবেদন ফরম পেতে এখানে ক্লিক করুন।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কারখানাসমূহের অধীনে পরিচালিত স্কুল ও কলেজসমূহে সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা ৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।
-
পদের নাম: সহকারী শিক্ষক
বিভাগ ও পদের সংখ্যা: মান-২টি, বাংলা-৬টি, ইংরেজি-১০টি, গণিত-৭টি, পদার্থবিদ্যা-২টি, জীববিজ্ঞান-৪টি, রসায়ন-৩টি, সাধারণ বিজ্ঞান-৩টি, সামাজিক বিজ্ঞান-৫টি, হিসাববিজ্ঞান-১টি, ব্যবসায় শিক্ষা-৪টি, ইসলাম ধর্ম-২টি, হিন্দু ধর্ম-২টি, অর্থনীতি-১টি, আইসিটি / কম্পিউটার শিক্ষা-৭টি, ইতিহাস-১টি, গার্হস্থ অর্থনীতি-২টি, চারু / কারু-১টি, শারীরিক শিক্ষা-২টি
বেতন গ্রেড: ১১
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক / সমমান
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
-
২০২২ সালের ৫ জুলাই প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।
আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে প্রতি পদের জন্য ৫০০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।
অনলাইনে আবেদন করতে সমস্যা হলে টেলিটক মোবাইল থেকে ১২১ নম্বরে অথবা যেকোনো অপারেটর থেকে ০১৫০০-১২১১২১ অথবা [email protected] মেইলে যোগাযোগ করা যাবে। মেইলের সাবজেক্টে প্রতিষ্ঠানের নাম, পোস্ট, ইউজার আইডি এবং কন্টাক্ট নম্বর উল্লেখ করতে হবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন:
মন্তব্য