ক্যামেরাম্যান পদে জনবল নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। আগ্রহী প্রার্থীকে ১৫ জুনের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
-
পদের নাম: ক্যামেরাম্যান / ফটোগ্রাফার
পদের সংখ্যা: ১টি
বেতন গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: ফটোগ্রাফিতে ডিপ্লোমা
বয়স: ১৮ থেকে ৩০ বছর
-
২০২২ সালের ১ মে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।
ফরম পূরণের পর পরীক্ষার ফি বাবদ ৬০০ টাকা জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন:৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলেছেন চাকরিপ্রার্থীরা।
তাদের দাবি, ত্রুটিপূর্ণ আসন বিন্যাসের কারণে ৪৪তম বিসিএসের প্রিলিতে যোগ্য প্রার্থীরা বাদ পড়েছে। তাই আরও বেশিসংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবি জানান তারা।
রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি করা হয়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে মানববন্ধনে কর্মসূচির একজন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. শরীফুল বলেন, ‘৪৪তম বিসিএসে ত্রুটিপূর্ণ আসন বিন্যাসের কারণে যোগ্য প্রার্থীরা বাদ পড়েছে। ভালো নম্বর পেয়েও প্রিলিতে উত্তীর্ণ হতে পারেনি। কিছু শিক্ষার্থী ছিল, যারা অসাধু উপায় অবলম্বন করে পাশাপাশি সিটে বসেছে, দেখে দেখে লিখে আমাদের চেয়ে বেশি নম্বর পেয়েছে এবং প্রিলিতে উত্তীর্ণ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যেহেতু অনিয়ম করে অনেকেই বেশি নম্বর পেয়েছে, তাই এবার কাট মার্কস অনেক বেশি। এ জন্য আরও বেশিসংখ্যক (অন্তত ১৫ হাজার) শিক্ষার্থীকে লিখিত পরীক্ষার সুযোগ দেয়ার জন্য দাবি জানাই।’
গত ২২ জুন ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে পিএসসি। এতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ৭০৮ জন।
কোন ক্যাডারে কত নিয়োগ
এই বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ হবে শিক্ষা ক্যাডারে। এ ক্যাডারে ৭৭৬ জনকে নিয়োগ দেয়ার কথা রয়েছে।
এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২৫০, পুলিশে ৫০, পররাষ্ট্রে ১০, আনসারে ১৪, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহাহিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) পদে ৩০, সহকারী কর কমিশনার পদে ১১, সহকারী নিবন্ধক (সমবায়) পদে ৮ ও সহকারী সুপারিনটেনডেন্ট/ট্রাফিক (রেলওয়ে) নিবন্ধক পদে ৭ জনকে নিয়োগ দেয়া হবে।
একই সঙ্গে তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা পদে ১, সহকারী পরিচালক (অনুষ্ঠান) পদে ৭, সহকারী বার্তা নিয়ন্ত্রক পদে ২, সহকারী পোস্টমাস্টার পদে ২৩, সহকারী নিয়ন্ত্রক (বাণিজ্য) পদে ৬, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (পরিবার পরিকল্পনা) পদে ২৭ এবং সহকারী খাদ্য নিয়ন্ত্রক পদে ৩ জনকে নিয়োগ দেয়া হবে।
প্রফেশনাল ক্যাডারে রেলপথ মন্ত্রণালয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী পদে ১, সহকারী যন্ত্র প্রকৌশলী পদে ৮, সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী পদে ৬, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক পদে ১, সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী পদে ২ (তথ্য) ও সহকারী বন সংরক্ষক পদে ৫ জনকে নিয়োগ দেয়া হবে।
আরও পড়ুন:ম্যানেজার পদে জনবল নিতে যাচ্ছে কারকুস ট্রেড। আগ্রহী প্রার্থীকে ২০ জুলাইয়ের মধ্যে অনলাইনে অথবা ই-মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।
-
পদের নাম: ম্যানেজার
পদের সংখ্যা: ৫টি
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এইচএসসি
বেতন: আলোচনাসাপেক্ষ
চাকরির ধরন: ফুলটাইম
বয়স: ১৮ থেকে ৩৫ বছর
প্রার্থীর ধরন: নারী প্রার্থী
-
প্রার্থীকে কম্পিউটারে অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। কর্মস্থল নারায়ণগঞ্জের ফতুল্লা।
বছর শেষে বেতন পর্যালোচনা করা হবে।
ই-মেইল: [email protected]
আনলাইনে আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।
সরাসরি যোগাযোগ: ০১৭৪৯১০৯৯৮৫, ০১৬০১০৫৫৫৬৬
বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।
আরও পড়ুন:মেডিক্যাল অফিসার পদে জনবল নিয়োগ দিতে যাচ্ছে এইচটিআই করপোরেশন। আগ্রহী প্রার্থীকে ৩০ জুনের মধ্যে ই-মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।
-
পদের নাম: মেডিক্যাল অফিসার
পদের সংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
অভিজ্ঞতা: সর্বনিম্ন ২ বছর
বয়স: সর্বনিম্ন ২৫ বছর
প্রার্থীর ধরন: শুধু নারী প্রার্থী
-
নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে রোগীর চিকিৎসা প্রদান এবং সংশ্লিষ্ট সব ডিভাইস পরিচালনা করতে হবে। লাইভ চিকিৎসা পদ্ধতি করতে সক্ষম হতে হবে। রোগীর যত্নের কৌশলগুলোর বিশেষীকরণ করা ও রোগীর মূল্যায়ন ক্ষমতা থাকতে হবে।
ডার্মাটোলজি ক্ষেত্রে এবং এসথেটিক চিকিৎসায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারেন।
বছর শেষে বেতন পর্যালোচনা করা হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: [email protected]
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।
আরও পড়ুন:নীলফামারী জেলা জজ আদালতের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আগ্রহী প্রার্থীকে ১৪ জুলাইয়ের মধ্যে ডাকে অথবা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।
-
১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ২টি
বেতন গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি / সমমান
বয়স: ১৮ থেকে ৩০ বছর
-
২. পদের নাম: জারিকারক
পদের সংখ্যা: ৩টি
বেতন গ্রেড: ১৯
বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি / সমমান
বয়স: ১৮ থেকে ৩০ বছর
-
৩. পদের নাম: অফিস সহায়ক
পদের সংখ্যা: ৪টি
বেতন গ্রেড: ২০
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
বয়স: ১৮ থেকে ৩০ বছর
-
৪. পদের নাম: নৈশ প্রহরী
পদের সংখ্যা: ১টি
বেতন গ্রেড: ২০
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
বয়স: ১৮ থেকে ৩০ বছর
-
২০২২ সালের ৩০ জুন প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্রের সঙ্গে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট যুক্ত করতে হবে।
এ ছাড়া নিজ ঠিকানাসংবলিত প্রয়োজনীয় ডাকটিকিট যুক্ত ৯ X ৪ ইঞ্চি মাপের একটি ফেরত খাম দিতে হবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন:খাগড়াছড়ি জেলা ও দায়রা জজের কার্যালয় এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজের কার্যালয়ে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আগ্রহী প্রার্থীকে ২০ জুলাইয়ের মধ্যে ডাকে অথবা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।
-
জেলা ও দায়রা জজ কার্যালয়ের জন্য
-
১. পদের নাম: স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ১টি
বেতন গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান
বয়স: ১৮ থেকে ৩০ বছর
-
২. পদের নাম: বেঞ্চ সহকারী
পদের সংখ্যা: ১টি
বেতন গ্রেড: ১৫
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান
বয়স: ১৮ থেকে ৩০ বছর
-
৩. পদের নাম: অফিস সহায়ক
পদের সংখ্যা: ৬টি
বেতন গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
বয়স: ১৮ থেকে ৩০ বছর
-
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের জন্য
-
১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ১টি
বেতন গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান
বয়স: ১৮ থেকে ৩০ বছর
-
২. পদের নাম: বেঞ্চ সহকারী
পদের সংখ্যা: ১টি
বেতন গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান
বয়স: ১৮ থেকে ৩০ বছর
-
৩. পদের নাম: অফিস সহায়ক
পদের সংখ্যা: ৬টি
বেতন গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান
বয়স: ১৮ থেকে ৩০ বছর
-
২০২২ সালের ২০ জুলাই প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরম পেতে এখানে ক্লিক করুন।
১ ও ২ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ৫০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে ১-২১০৮-০০০০-২৬৮১ নম্বর কোডে জমা দিয়ে চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ দেয়া হবে না।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন:পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ রিসার্চ শীর্ষক প্রকল্পে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ১৪ জুলাইয়ের মধ্যে রেজিস্টার্ড ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।
-
১. পদের নাম: রিসার্চ অফিসার
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
পদের সংখ্যা: ১টি
সর্বসাকুল্যে বেতন: ৩৫৬০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
অভিজ্ঞতা: ১ বছর
-
২. পদের নাম: অফিস সাপোর্টিং স্টাফ
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
পদের সংখ্যা: ১টি
সর্বসাকুল্যে বেতন: ১৫৮৫০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
অভিজ্ঞতা: ৩ বছর
-
৩. পদের নাম: সিকিউরিটি গার্ড
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
পদের সংখ্যা: ১টি
সর্বসাকুল্যে বেতন: ১৫৮৫০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
অভিজ্ঞতা: ৩ বছর
-
২০২২ সালের ১৪ জুলাই প্রার্থীর বয়স উল্লেখিত সীমার মধ্যে হতে হবে।
প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরম পেতে এখানে ক্লিক করুন।
খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে।
চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের টিএ / ডিএ দেয়া হবে না।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন:বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের কাজ শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। আগামী রোববার থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু হবে, যা চলবে ৩১ জুলাই পর্যন্ত।
বৃহস্পতিবার এনটিআরসিএ পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছানের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ের এমপিও ক্যাটাগরির শিক্ষকের শূন্য পদের ই-রিকুইজিশনের জন্য এ বিজ্ঞপ্তি জারি করা হলো। নন-এমপিও পদের জন্য শূন্য পদের চাহিদা সংক্রান্ত ই-রিকুইজিশন পরে গ্রহণ করা হবে।
তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যেসব শূন্য পদের ই-রিকুইজিশন করা হয়েছে, তা বাদ দিয়ে আগামী ৩০ জুন যেসব এমপিওভুক্ত পদ শূন্য হবে, সেসব পদের ই-রিকুইজিশনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের অনুরোধ করা হয়েছে।
তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় নিয়োগের সুপারিশের পর যেসব এমপিওভুক্ত পদে শিক্ষক যোগদান করে অন্য কোথাও চলে গেছেন, সেসব পদের বিপরীতেও ই-রিকুইজেশনে করতে হবে।
যেভাবে তথ্য পাঠাতে হবে
প্রতিষ্ঠানপ্রধানরা তাদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে http://ngi.teletalk.com.bd লিংকে অথবা এনটিআরসিএ এর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ই-রিকুইজিশন সেবা বক্সের ই-রিকুইজিশন লগ ইন অপশনে ক্লিক করবেন। এরপর ই-রিকুইজিশন প্ল্যাটফর্মে ঢুকে অনলাইন ফরমটি পূরণ করে কেবল এমপিওভুক্ত শূন্য পদের ই-রিকুইজেশন পাঠাবেন।
অনলাইন ফরমটি পূরণের সময় এনটিআরসিএর ওয়েবসাইটে প্রদর্শিত ই-রিকুইজিশনসংক্রান্ত নির্দেশিকাটি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
প্রতিষ্ঠানপ্রধানরা কর্তৃক অনলাইনে ই-রিকুইজিশন দাখিলের পর সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং পরে জেলা শিক্ষা অফিসার তাদের নিজ নিজ ইউজার আইডি ব্যবহার করে ই-রিকুইজিশন প্ল্যাটফর্মে ঢুকবেন এবং প্রতিষ্ঠানপ্রধানদের পাঠানো তালিকাটি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে অনলাইনে সাবমিট করবেন।
আরও পড়ুন:
মন্তব্য