মেরিনারদের অনুভূতিগুলো একসময় কেমন যেন ভোঁতা হয়ে যায়! ঠিক যায় না, যেতে বাধ্য হয়।
বাড়ির প্রিয়জনদের ছেড়ে জাহাজে আসার কষ্টের অনুভূতির উল্টো দিকে আবার থাকে জাহাজে জয়েন করার আনন্দ। একইভাবে জাহাজে ৬/৯ মাস থাকার পর ভাসমান এই লৌহ কারাগারে গড়ে ওঠা পরিবারকে ছেড়ে আসার সময় যোগ হয় বাড়ি ফেরার সুখানুভূতি!
সুখ-দুঃখ, আনন্দ-বেদনার এই সহাবস্থান আমাদের হয়তো একসময় অনুভূতিহীন-নির্বিকার করে দেয়। জাহাজে একটানা ৬/৯ মাস একটি পরিবারের মতো আমরা সবাই মিলেমিশে থাকি। একজনের প্রয়োজনে আরেকজন হাত বাড়িয়ে দিই। কে কোন দেশের, ধর্মের বা বর্ণের সেটার কোনো গুরুত্ব এখানে নেই। তখন জাহাজই আমাদের পৃথিবী, কাজই ধর্ম, আর সবার পরিচয় একটাই- মেরিনার!
প্রথম জাহাজে একটানা সাড়ে ১৫ মাস একটি পরিবারের অংশ হয়েছিলাম। সবাই যেন ভাই-ভাই! কত শত ঘটনা, সুখস্মৃতি, কত গভীর ভালোবাসা-আন্তরিকতা সবার সঙ্গে সবার। সেই ভালোবাসা-আন্তরিকতা এখনও অটুট!
এতটাই আন্তরিকতা যে, জাহাজ থেকে নেমে কারও কারও বাড়িতেও গিয়েছিলাম! কিন্তু সবাই মেরিনার হওয়ায় অনেকের সঙ্গেই সে সময় আর দেখা হয়নি। আমি যখন মাটিতে তারা তখন ছিলেন অন্য জাহাজে।
আমার প্রথম জাহাজ বাংলাদেশি ফ্ল্যাগের 'ট্রান্সওশান প্রোগ্রেস' পরিবারে ছিলেন কাউসার স্যার (ভাবী, ফাতিহা আর ফাজরী), আশরাফ স্যার, জাভিদ স্যার, শাহরিয়ার স্যার (ভাবী ও তানহা), আব্দুর রহমান স্যার, সালাহউদ্দিন রিয়াদ স্যার, জাহিদ স্যার, সাজেদ স্যার, আরিফ স্যার, মাজহারুল স্যার, মাসুদ স্যার, ঘানার চিফ অফিসার, পাকিস্তানের ক্যাপ্টেন কামাল আইয়ুব স্যার, ব্যাচমেট মাসুক-আরিফ-ফাহাদ, জুনিয়র জুবায়ের আর কবির, কামরুল ভাই, হিমু ভাই, শিমুল ভাই, এমদাদ-সুজন-রফিক-আনোয়ার-মান্নান-ফারুক সাহেবসহ আরও অনেকে।
এর পরের জাহাজে প্রায় ১৬ মাস কাটিয়েছি ভিন্ন এক পরিবারের সঙ্গে। নতুন করে গড়ে উঠেছিল আন্তরিক সম্পর্ক। ফিলিপিনো সংখ্যাগরিষ্ঠ এ পরিবারের বেশির ভাগ সদস্যদের নামই আমাদের পক্ষে উচ্চারণ করা খানিকটা কঠিন। অ্যালেরিয়া, ন্যাচারাল, ডেনিস সাবাডুকুইয়া, মানানগান, গুজমান, আম্পারো, লেনডিও, সুয়ান, সলিটো, নালডোজা, রুসভেল্ট, অ্যালান ডিওনিও, মার্ক, যোসেফ, জেসি, রোনেল, লাবোস, তামায়ো, বিবি বয়, এলিপিও, উলডিং, মামুন, আজহার, কায়েস, শংকর, শাহরুক।
এর পরের জাহাজে আবার আরেকটি নতুন পরিবার, আবার নতুন নতুন অভিজ্ঞতা, সুখ-দুঃখের মিশ্র অনুভূতি। এভাবে একে একে পাঁচটি জাহাজে পাঁচটি ভিন্ন ভিন্ন পরিবারকে পেয়েছি-হারিয়েছি। আগামীতেও এভাবে পাওয়া আর হারানোর খেলা চলতে থাকবে, যতদিন সমুদ্রের জলে বন্দি থাকছি।
অবশ্য বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে আজীবনের জন্য কাউকে হারাইনি। ঈদ, ক্রিসমাস, নিউ ইয়ার, দীপাবলির মতো উৎসবের সময় ফেলে আসা পরিবারের সদস্যদের সঙ্গে এখনও কুশল বিনিময় হয়।
কিছুদিন পর ষষ্ঠ জাহাজের পরিবার ছেড়ে নিজের ঘরের পরিবারের কাছে ফিরব। আবার সেই আনন্দ-বেদনার মিশ্র অনুভূতি। জানি না একসময়ে এ মিশ্র অনুভূতি আর থাকবে কি না। হয়তো একসময় শুধু বাড়িতে ফেরার আনন্দ আর বাড়ি ছাড়ার কষ্টই কাজ করবে। তবে আমি চাই, আজীবন এ অনুভূতি বেঁচে থাকুক।
অনুভূতি-ভালোবাসাগুলো টিকে থাকুক আমার ডাঙার এবং জলের উভয় পরিবারের জন্যই।
লেখক: এক্স-ক্যাডেট, বাংলাদেশ মেরিন একাডেমি (৪৭তম ব্যাচ)
আরও পড়ুন:তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিনের নিয়োগ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুই সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করার প্রজ্ঞাপন জারি করা হয়।
আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রোবেদ আমিনকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত জানানো হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেয়ার কথাও প্রজ্ঞাপনে জানানো হয়।
ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের তিন দিন পর ৮ আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নেয় ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এরপরই আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সব সচিবকে সরানোর সিদ্ধান্ত নেয় সরকার। এর ধারাবাহিকতায় দুই সচিবকে ওএসডি করা হলো বলে মনে করা হচ্ছে।
এদিকে গত ১৮ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক ডা. রোবেদ আমিনকে নিয়োগের ২৫ দিনের মাথায় চিকিৎসকদের টানা আন্দোলনের মুখে বৃহস্পতিবার তাকে সরানোর সিদ্ধান্ত দেয় মন্ত্রণালয়।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, ‘অধ্যাপক ডা. নাজমুল হোসেন, মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব অর্পণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
আরও পড়ুন:বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বিশ্ববিদ্যালয়টির পুরকৌশল বিভাগের অধ্যাপক।
একই দিনে বুয়েটে উপ-উপাচার্যও নিয়োগ দেয়া হয়েছে। এই পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদেরকে সংশ্লিষ্ট পদে নিয়োগ দেও হয়। এতে সই করেছেন উপ-সচিব মোছা. রোখছানা বেগম।
উপাচার্যকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১-এর ১১(১) এবং (২) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানকে বুয়েটের উপাচার্য পদে নিয়োগ দেয়া হলো।
তাকে নিয়োগের শর্তে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে। আগামী চার বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে যে কোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন।
তাছাড়া উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী তিনি অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক তিনি ক্যাম্পাসে অবস্থান করবেন।
প্রথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে দ্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি (সংশোধিত) অ্যাক্ট, ২০০১-এর ৩ নং অনুচ্ছেদে সন্নিবেশিত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি অর্ডিন্যান্স, ১৯৬১-এর ১২ (এ) ধারা অনুযায়ী অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীকে বুয়েটের উপ-উপাচার্য পদে নিয়োগ দেয়া হলো।
তিনি আগামী চার বছর এ পদে দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে যে কোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন।
আরও পড়ুন:বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল হামিদুল হককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের আর্মি অ্যাক্ট সেকশন-১৮, আর্মি অ্যাক্ট (রুলস) ১২ (১), আর্মি রেগুলেশন্স (রুলস) ৭৮ (সি), ২৫৩ (সি) (ii), ২৬১, সংশোধিত আর্মি রেগুলেশন্স (রুলস) ২৬২ (৪) ও ২৬৯ (এ), আর্মি রেগুলেশন্স (ইনস্ট্রাকশন্স) ১৬৮ (বি) এবং কমপেনডিয়াম অব মিলিটারি পেনশন-১৯৮১ এর বিধি-৯ (কে) অনুসারে প্রশাসনিক ব্যবস্থার আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি থেকে ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ প্রদান করা হলো।
এই আদেশ জারির তারিখ থেকে ১৫ দিনের মধ্যে উক্ত কর্মকর্তাদের অবসর কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে বরখাস্ত এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
চট্টগ্রামে ১৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৩০ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ও পাঁচজন জেলার বিভিন্ন থানার ওসি।
পুলিশ সদর দপ্তর থেকে রোববার এই বদলির আদেশ জারি হয়।
জানা গেছে, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ১৩ ওসির মধ্যে খুলশী থানার কবিরুল ইসলাম ও কর্ণফুলী থানার জহির হোসেনকে পিবিআই, চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর ও পাহাড়তলী থানার কেপায়েত উল্লাহকে টুরিস্ট পুলিশ; কোতোয়ালির এসএম ওবায়দুল হক, আকবরশাহ থানার গোলাম রব্বানী, চকবাজার থানার ওয়ালী উদ্দিন আকবর ও হালিশহর থানার কায়সার হামিদকে নৌ-পুলিশে এবং পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা, সদরঘাট থানার ফেরদৌস জাহান, ডবলমুরিং থানার ফজলুল কাদের পাটোয়ারী, বন্দর থানার মনজুর কাদের মজুমদার ও ইপিজেড থানার মোহাম্মদ হোছাইনকে সিআইডিতে বদলি করা হয়েছে।
জেলার ১৭ পরিদর্শকের মধ্যে রয়েছেন- সীতাকুণ্ড থানার কামাল উদ্দিন, ভুজপুর থানার মো. কামরুজ্জামান, রাঙ্গুনিয়া থানার চন্দন কুমার চক্রবর্ত্তী, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার মীর্জা মো. হাছান ও জোরারগঞ্জ থানার আব্দুল্লাহ আল হারুন।
তাদের মধ্যে কামাল উদ্দিন, মীর্জা হাছান ও আব্দুল্লাহ আল হারুনকে সিআইডি এবং কামরুজ্জামান ও চন্দন কুমার চক্রবর্ত্তীকে পিবিআইতে বদলি করা হয়েছে।
অন্যদের মধ্যে গত ২ সেপ্টেম্বর প্রত্যাহার হওয়া ফটিকছড়ি থানার ওসি মীর নুরুল হুদা, হাটাহাজারি থানার মো. মনিরুজ্জামান, মিরসরাই থানার সহিদুল ইসলামকে পিবিআই; রাউজান থানার জাহিদ হোসেন ও বাঁশখালী থানার তোফায়েল হোসেনকে টুরিস্ট পুলিশে; আনোয়ারা থানার ওসি মোল্লা জাকির হোসেনকে রেল পুলিশে বদলি করা হয়েছে।
এছাড়া পটিয়া থানার ওসি জসীম উদ্দিন, চন্দনাইশের ওবায়দুল ইসলাম, সাতকানিয়ার মিজানুর রহমান, বোয়ালখালী থানার আছহাব উদ্দিন, সন্দ্বীপ থানার কবির হোসেনকে সিআইডিতে বদলি করা হয়েছে।
এদিকে থানা থেকে আসামি পালানোর ঘটনায় সোমবার প্রত্যাহার হওয়া লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলামকেও সিআইডিতে বদলি করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের ১১ সেপ্টেম্বরের মধ্যে তাদের ছাড়পত্র নিয়ে বদলি করা ইউনিটে যোগ দিতে বলা হয়েছে।
আরও পড়ুন:বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হয়েছেন নাট্যনির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এই নাট্য ব্যক্তিত্ব ১৯৭৮ সালে ভারতের ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮৯ সালে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ ওয়ারউইক থেকে থিয়েটার আর্টস থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে অর্জন করেন পিএইচডি ডিগ্রি।
ড. সৈয়দ জামিল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা। ৩০ বছরের বেশি সময় ধরে এই বিভাগেই তিনি শিক্ষকতা করছেন।
ইংরেজিতে প্রকাশিত তার আলোচিত বইয়ের মধ্যে রয়েছে- ‘অচিনপাখি ইনফিনিটি; ইনডিজেনাস থিয়েটার ইন বাংলাদেশ’, ‘ইন প্রেইজ অফ নিরঞ্জন; ইসলাম থিয়েটার অ্যান্ড বাংলাদেশ’, ‘রিডিং এগেইনস্ট দ্য ওরিয়েন্টালিস্ট গ্রেইন; পারফর্মেন্স অ্যান্ড পলিটিকস এন্টুইনড উইথ আ বুড্ডিস্ট স্ট্রেইন এবং এপ্লাইড থিয়েট্রিক্স; এসেস ইন রিফিউসাল’।
মঞ্চনাটক, প্রায়োগিক মঞ্চনির্দেশনা, লোককথা ও সংস্কৃতি অধ্যয়নের ওপর ড. জামিল আহমেদের লেখা ষাটটিরও বেশি একাডেমিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে বাংলা, ইংরেজি, ফরাসি, নরওয়েজিয়ান, রাশিয়ান, চীনা ও কোরিয়ান ভাষায়।
নাট্যজন সৈয়দ জামিল আহমেদ ১৯৫৫ সালের ৭ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেছেন। ১৯৭১ সালে ষোলো বছর বয়সে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন।
আরও পড়ুন:অধস্তন আদালতের ২২৪ বিচারককে বদলি, পদায়ন ও প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ছয়জনকে জেলা ও দায়রা জজ এবং যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে ২৩ জনকে পদোন্নতি দেয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে সোমবার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়াও আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. গোলাম রব্বানীকে আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগে মো. গোলাম রব্বানী সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ রুহুল আমীনকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
বদলি হওয়া বিচারকদের মধ্যে জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৫২জন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৪৮ জন (তাদের মধ্যে দুজন প্রেষণে), যুগ্ম জেলা জজ পদপদমর্যাদার ৯ জন, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১১৪ জন এবং একজনকে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দারের স্বাক্ষরে এসব প্রজ্ঞাপন জারি করা হয়। বদলি ও পদায়নের প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
বদলি ও পদায়নকৃত এসব বিচারকদের প্রজ্ঞাপনে উল্লেখিত নির্দিষ্ট সময় ও পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা কিংবা প্রজ্ঞাপনে উল্লিখিত জেলা ও দায়রা জজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া প্রশিক্ষণ/ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ/ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন:বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) হলেন লেখক ও অধ্যাপক ড. মোহাম্মদ আজম।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলা একাডেমি আইন, ২০১৩ এর ধারা ২৬ (২) এবং ধারা ২৬ (৩) অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আজমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।
মোহাম্মদ আজমের জন্ম ১৯৭৫ সালের ২৩ আগস্ট নোয়াখালীর হাতিয়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। এরপর তিনি বাংলা ভাষার উপনিবেশায়ন ও বিউপনিবেশায়ন নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
ড. মোহাম্মদ আজম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত।
তার রচিত উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে- ‘বাংলা ও প্রমিত বাংলা সমাচার’, ‘নির্বাচিত কবিতা: সৈয়দ আলী আহসান’ (সম্পাদিত), ‘কবি ও কবিতার সন্ধানে’।
আরও পড়ুন:
মন্তব্য