× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

google_news print-icon

টুইটারে ভুল তথ্য শনাক্তের নতুন ফিচার ‘বার্ডওয়াচ’

টুইটারে-ভুল-তথ্য-শনাক্তের-নতুন-ফিচার-বার্ডওয়াচ

ভুল তথ্য শনাক্তকরণের একটি নতুন ফিচার তৈরি করছে টুইটার। ‘বার্ডওয়াচ’ নামে নতুন এই ফিচারটির বৈশিষ্ট্য গত আগস্ট মাসের শুরুতে প্রকাশ করা হয়। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে,এই ফিচারের সাহায্যে ক্ষতির কারণ হতে পারে বা বিভ্রান্তিমূলক টুইট সম্পর্কে একে অপরকে সতর্ক করবে।

টুইটারে প্রথম এই বার্তাটি প্রকাশ করেন এইচ / টি টেক ক্রাঞ্চের প্রকৌশলী জেন মাঞ্চুন ওয়াং।

শুক্রবার, টুইটার নতুন ফিচারের নামটি নিশ্চিত করেছে। বার্ডওয়াচ কী করবে (বা কমপক্ষে চেষ্টা করবে) তা নিয়ে সামাজিক মিডিয়া বিশেষজ্ঞদের মাঝে নানা জল্পনা শুরু হয়েছে।

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের খবর,বার্ডওয়াচ’ ফিচারটি যুক্ত হবে টুইটার ফিডে, যার সাহায্যে ব্যবহারকারীরা ভুল তথ্যের ব্যাপারে জানাতে পারবেন টুইটার কর্তৃপক্ষকে। এ সময় ব্যবহারকারীরা নোট লিখতে পারবেন ভুল তথ্যের ব্যাপারে, যা টুইটার বিবেচনা করে পদক্ষেপ নেবে।

এ প্রসঙ্গে টুইটার বিস্তারিত কিছু না জানালেও নতুন এই ফিচার ভুল তথ্যের ব্যাপারে লড়াই করতে সক্ষম বলে মনে করে টুইটার।

সোশ্যাল মিডিয়া কনসালট্যান্ট ম্যাট নাভারা ফিচারের স্ক্রিনশটগুলি বিস্তারিত দেখিয়েছেন।

টুইটারের পণ্য বিভাগের প্রধান ক্যাভন বেকপুর বলেছেন যে তিনি শিগগিরই বার্ডওয়াচের পরিকল্পনা সম্পর্কে আরও বিস্তারিত জানাবেন।"

আরও পড়ুন

প্রযুক্তি
This feature of Windows can save you a lot of time

উইন্ডোজের এই ফিচার আপনার অনেক সময় বাঁচিয়ে দিতে পারে

উইন্ডোজের এই ফিচার আপনার অনেক সময় বাঁচিয়ে দিতে পারে গ্রাফিক্স: নিউজবাংলা
সমস্যার সমাধান পেতে হলে আপনাকে উইন্ডোজের স্টার্ট মেন্যুতে গিয়ে সার্চ করতে হবে ‘ক্লিপবোর্ড সেটিংস’।

কম্পিউটারে কাজ করতে গিয়ে অনেক সময় আমরা কোনো কিছু কপি করে পেস্ট করতে ভুলে যাই। আগেরটার বদলে অন্য একটা কপি করে ফেলি। এতে আগের কপি করা আইটেমটা হারিয়ে যায়।

এই সমস্যার সমাধান পেতে হলে আপনাকে উইন্ডোজের স্টার্ট মেন্যুতে গিয়ে সার্চ করতে হবে ‘ক্লিপবোর্ড সেটিংস’।

উইন্ডোজের এই ফিচার আপনার অনেক সময় বাঁচিয়ে দিতে পারে

সেখান থেকে ‘ক্লিপবোর্ড হিস্টোরি’ সচল করে দিতে হবে। এরপর থেকে আপনি যা কিছু কপি করবেন তার মধ্যে সর্বোচ্চ ২৫টি আইটেম আপনার উইন্ডোজের ক্লিপবোর্ড হিস্ট্রিতে সংরক্ষণ থাকবে।

উইন্ডোজের এই ফিচার আপনার অনেক সময় বাঁচিয়ে দিতে পারে

আপনি ‘windows+ v’ চাপতে পারেন এবং আপনার পছন্দমতো জায়গাতে পেস্ট করতে পারেন।

উইন্ডোজের এই ফিচার আপনার অনেক সময় বাঁচিয়ে দিতে পারে

আরও পড়ুন:
ইন্টারনেট ব্রাউজারের গতি বাড়ানোর উপায়
জাতীয় পরিচয়পত্র সংশোধন করবেন যেভাবে

মন্তব্য

প্রযুক্তি
Debate over Grameenphones home management post

গ্রামীণফোনের ‘ঘর সামলাই, ব্যবসাও সামলাই’ পোস্ট নিয়ে বিতর্ক

গ্রামীণফোনের ‘ঘর সামলাই, ব্যবসাও সামলাই’ পোস্ট নিয়ে বিতর্ক গ্রামীণফোনের ফেসবুকে করা পোস্টটি ছড়িয়ে পড়েছে
পোস্টে লেখা হয়েছে, ‘গৎবাঁধা চাকরির গণ্ডিতে থাকতে চাননি তিনি।স্বাধীনভাবে কাজ করতে, উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন ফোয়ারা ফেরদৌস। ফেসবুকে পটের বিবি নামে পেইজ খুলে শুরু করেন ব্যবসা।’

নারী উদ্যোক্তা ফোয়ারা ফেরদৌসকে নিয়ে ‘ঘর সামলাই, ব্যবসাও সামলাই’ শিরোনামে দেয়া মোবাইল ফোন অপারেটরের গ্রামীণফোনের একটি পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই পোস্টের পক্ষে-বিপক্ষে কথা বলছেন অনেকে।

গ্রামীণফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে রোববার পোস্টটি দেয়ার পরপরই শেয়ার হতে থাকে এটি। নানা ক্যাপশন যোগ করে বা ছবি দিয়ে এ নিয়ে লিখেছেন ফেসবুক ব্যবহারকারীরা।

ফেসবুকে ওই নারী উদ্যোক্তার একটি ছবি দিয়ে গ্রামীণফোনের পোস্টে তার দু পাশে লেখা হয়েছে ‘ঘর সামলাই, ব্যবসাও সামলাই’।

পোস্টে লেখা হয়েছে, ‘গৎবাঁধা চাকরির গণ্ডিতে থাকতে চাননি তিনি। স্বাধীনভাবে কাজ করতে, উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন ফোয়ারা ফেরদৌস। ফেসবুকে পটের বিবি নামে পেইজ খুলে শুরু করেন ব্যবসা।’

এতে লেখা হয়েছে, ‘একদিকে সংসার সামলে, অন্যদিকে সামলেছেন ব্যবসা। শুধু তিনিই না, তার এ উদ্যোগে ঘুরে দাঁড়িয়েছেন অনেকেই। বন্ধ হতে যাওয়া ৩০ বছরের পুরোনো ব্লকের কারখানা চালু হয়েছে আবারও! কে বলে মেয়েরা ব্যবসা বোঝে না!’

কেউ বলেছেন, চাকরি নারীর নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। এর সঙ্গে ঘরও সামলাতে হবে বলে পোস্টে যে বক্তব্য দেয়া হয়েছে তা ঠিক নয়। আবার পোস্টটিকে ইতিবাচক বলেছেন কেউ কেউ।

গ্রামীণফোনের পোস্ট করা ছবি শেয়ার করে অর্জয়িতা রিয়া লিখেছেন, ‘কোনো মেয়ে যদি ব্যবসার সঙ্গে সঙ্গে ঘরও সামলায়, এর মানে এই না যে তাদের হাজবেন্ডদেরকে গ্রামীণফোন ঘর সামলাতে নিষেধ করছে।

‘যারা বিজ্ঞাপনটার সমালোচনা করছেন, তাদের কথা শুনলে মনে হয় ঘর সব নারীরা না, পুরুষেরা সামলাচ্ছে। বিজ্ঞাপনে এরকম বলা হলে বরং মিথ্যা প্রচারণা হবে। গ্রামীণফোনকে ধন্যবাদ তারা এই প্রচলিত মিথ্যাচারটা করেনি।’

তিনি আরও লিখেছেন, ‘যা হওয়া দরকার, করপোরেট হাউজগুলো সেগুলো যেন হচ্ছে বা হয়েছে সেভাবে দেখায়। এই মিথ্যাচারের প্রভাবেই আপনাদের মধ্যেও ধারণা হয়েছে যে পুরুষগুলি খুব ঘর সামলাচ্ছে। বাস্তবতা বুঝতে শিখুন। যা বাস্তবে নাই, বিজ্ঞাপনের ওপর তার দায় চাপাবেন না।’

আঁখি ভদ্র লিখেছেন, ‘একটু খেয়াল রাখবেন, বিজ্ঞাপনের ভাষার কারণে ব্যক্তি ফোয়ারা ফেরদৌস-এর ওপর যেন কাঁদা না ছিটে। শী ইজ আ স্টার। প্রচুর প্রচুর মেয়ে তাকে দেখে সাহস করেছে ব্যবসায় উদ্যগী হতে। তিনি পেরেছেন। তবে বিজ্ঞাপনের ভাষার সাথে আমিও একমত নই।’

তামান্না সেতু লিখেছেন, ‘বরং তাদের (পুরুষ) কাজ তাদের সামলাতে দিন। আপনারটা আপনি সামলান।’

উদিসা ইসলাম লিখেছেন, ‘ঘরও কিন্তু সামলাইতে হবে-মোড়ল গ্রামীণফোনে কইসে।’

শাশ্বতী বিপ্লব লিখেছেন, ‘ঘর তো সামলাইতেই হইবো। সাথে স্বামীও। না সামলাইলে ব্যবসাটা সামলানোর অনুমতি পাইবেন না। ঘর সামলানোর ক্লান্তি নিয়া ব্যবসা সামলাইবেন।’

এ বিষয়ে জানতে চাইলে ফোয়ারা ফেরদৌস নিউজবাংলাকে বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। গ্রামীণফোন পোস্ট দিয়েছে, তাদের বক্তব্য নিতে পারেন।’

গ্রামীণফোনের সঙ্গে এ ব্যাপারে ফোন ও ফেসবুকে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন:
গ্রামীণ-বাংলালিংক ‘ভার্চুয়াল যুদ্ধে ’ হতাশ রবির সিইও
নেটওয়ার্ক ফিরেছে গ্রামীণফোনে
নেটওয়ার্ক নিয়ে বিপাকে জিপি, গ্রাহক ডাকছে বাংলালিংক

মন্তব্য

প্রযুক্তি
The network has returned to Grameenphone

নেটওয়ার্ক ফিরেছে গ্রামীণফোনে

নেটওয়ার্ক ফিরেছে গ্রামীণফোনে
বৃহস্পতিবার সকাল থেকে নেটওয়ার্ক না থাকায় এই অপারেটর ব্যবহারকারীরা কোনো ধরনের সেবা নিতে পারছিলেন না। বেলা ৩টার দিকে চালু হয় এই কোম্পানির নেটওয়ার্ক।

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক আবার চালু হয়েছে; বেশ কয়েক ঘণ্টা ভোগান্তির পর স্বস্তি ফিরেছে গ্রাহকদের মধ্যে।

বৃহস্পতিবার সকাল থেকে নেটওয়ার্ক না থাকায় এই অপারেটর ব্যবহারকারীরা কোনো ধরনের সেবা নিতে পারছিলেন না। বেলা ৩টার দিকে চালু হয় এই কোম্পানির নেটওয়ার্ক।

সামাকিজ যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ব্যবহারকারীরা এ তথ্য জানিয়েছেন। তবে কর্তৃপক্ষ এ নিয়ে কোনো বক্তব্য দেয়নি এখনও।

এর আগে সকাল থেকে নেটওয়ার্ক নিয়ে ভোগান্তির কথা জানতে থাকেন অনেকে। কেউ কেউ ভিড় করেন গ্রামীণফোন সেন্টারেও।

অধিকারকর্মী লীনা পারভীন ফেসবুকে লেখেন, ‘গ্রামীণফোনের নেটওয়ার্ক/মোবাইল ডাটা সিগন্যাল নাই। কেন? জানেন কেউ? কোম্পানিটা আছে তো?’

বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সিনিয়র রিপোর্টার হিমেল মাহবুব লেখেন, ‘পৃথিবীর সবচেয়ে বাজে সার্ভিস গ্রামীণফোনের।’

ব্যবহারকারীরা তখন জানান, কারো ফোনে শুধু লেখা আসছে, ‘নট রেজিস্ট্রার অন নেটওয়ার্ক’। কারো বা সিগন্যালের জায়গায় কিছুই লেখা আসছে না। কল, ম্যাসেজ বা ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না।

এ ব্যাপারে গ্রামীণফোনের দায়িত্বশীল কারো বক্তব্য না পাওয়া গেলেও প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেয়া পোস্টে এ নিয়ে দুঃখ প্রকাশ করা হয়। এতে বলা হয়, ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হচ্ছে।

আরও পড়ুন:
নেটওয়ার্ক নিয়ে বিপাকে জিপি, গ্রাহক ডাকছে বাংলালিংক
আমরা আন্তরিকভাবে দুঃখিত: গ্রামীণফোন
গ্রামীণফোনে নেটওয়ার্ক নেই, ভোগান্তিতে গ্রাহক

মন্তব্য

প্রযুক্তি
Banglalink is calling GP customers in trouble with the network

নেটওয়ার্ক নিয়ে বিপাকে জিপি, গ্রাহক ডাকছে বাংলালিংক

নেটওয়ার্ক নিয়ে বিপাকে জিপি, গ্রাহক ডাকছে বাংলালিংক
বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে বাংলালিংকের ওই পেজে পোস্ট দিয়ে বলা হয়, ‘চলে আসুন বাংলাদেশের নিরবচ্ছিন্ন FASTEST 4G নেটওয়ার্ক বাংলালিংক-এ আর কানেক্টেড থাকুন সবসময়, সবখানে।’

নেটওয়ার্ক নিয়ে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিমকার্ড ব্যবহারকারীদের ভোগান্তিতে পড়ার খবরের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের তাদের অপারেটরের আসার আহ্বান জানিয়েছে আরেক ফোন অপারেটর বাংলালিংক।

গ্রামাীণফোনের গ্রাহকরা যখন ক্ষোভ প্রকাশ করে নানা পোস্ট দিচ্ছেন, তখন বাংলালিংক ডিজিটাল নামের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হচ্ছে, নম্বর বদল না করেই আসা যাবে এই অপারেটরে। কেউ কেউ বলছেন, এ যেন ‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ।’

বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে বাংলালিংকের ওই পেজে পোস্ট দিয়ে বলা হয়, ‘চলে আসুন বাংলাদেশের নিরবচ্ছিন্ন FASTEST 4G নেটওয়ার্ক বাংলালিংক-এ আর কানেক্টেড থাকুন সবসময়, সবখানে।’

নেটওয়ার্ক নিয়ে বিপাকে জিপি, গ্রাহক ডাকছে বাংলালিংক

মোবাইল নম্বর পোর্টাবেলিটি বা ‘এমএনপি’ করে করে নম্বর না বদলে তাদের অপারেটরে আসতে একটি ঠিকানা দেয়া হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

পোস্টের কমেন্টে ব্যবহারকারীরা লিখছেন নানা মন্তব্য। কেউ কেউ একে দেখছেন গ্রামীণফোন কোম্পানিকে খোঁচা দেয়া হিসেবে। একজন লিখেছেন, কারও পৌষ মাস,কারও সর্বনাশ! আরেকজন লিখেছেন, সুযোগ পেয়েছে আজকে।

বৃহস্পতিবার সকাল থেকে নেটওয়ার্ক নিয়ে সমস্যায় পড়েছেন গ্রামীণফোনের সিমকার্ড ব্যবহারকারীরা। ফেসবুকে এ নিয়ে পোস্ট দিচ্ছেন অনেকে। ভোগান্তির কথা বলছেন তারা। কেউ কেউ ভিড় করছেন গ্রামীণফোন সেন্টারে।

ব্যবহারকারীরা বলছেন, কারো ফোনে শুধু লেখা আসছে, ‘নট রেজিস্ট্রার অন নেটওয়ার্ক’। কারো বা সিগন্যালের জায়গায় কিছুই লেখা আসছে না। কল,ম্যাসেজ বা ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না।

নেটওয়ার্ক নিয়ে বিপাকে জিপি, গ্রাহক ডাকছে বাংলালিংক

এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে গ্রামীণফোনের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। ওয়েবসাইটে দেয়া ফোন নম্বরেও কল যায়নি। ফেসবুকের ভেরিফায়েড পেজে মেসেজ পাঠিয়েও তাদের কোনো উত্তর পাওয়া যায়নি।

তবে ফেসবুক পেজে এক পোস্টে গ্রামীণফোন জানিয়েছে, ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হচ্ছে। এ জন্য দুঃখ প্রকাশ করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:
আমরা আন্তরিকভাবে দুঃখিত: গ্রামীণফোন

মন্তব্য

প্রযুক্তি
We are sincerely sorry Grameenphone

আমরা আন্তরিকভাবে দুঃখিত: গ্রামীণফোন

আমরা আন্তরিকভাবে দুঃখিত: গ্রামীণফোন
গ্রামীণফোনের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিমকার্ড ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়ায় বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে গ্রামীণফোন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকাল থেকে নেটওয়ার্ক না থাকায় এই সিমকার্ড ব্যবহারকীরা ভোগান্তিতে পড়েন। পরে দুপুরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করা হয়।

গ্রামীণফোনের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’

আমরা আন্তরিকভাবে দুঃখিত: গ্রামীণফোন

সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই অপারেটরের নেটওয়ার্ক নিয়ে ঝামেলায় পড়ার কথা জানিয়ে পোস্ট দিচ্ছেন অনেকে। ভোগান্তির কথা বলছেন তারা। কেউ কেউ ভিড় করছেন গ্রামীণফোন সেন্টারে।

ব্যবহারকারীরা বলছেন, কারো ফোনে শুধু লেখা আসছে, ‘নট রেজিস্ট্রার অন নেটওয়ার্ক’। কারো বা সিগন্যালের জায়গায় কিছুই লেখা আসছে না। কল,ম্যাসেজ বা ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না।

এ ব্যাপারে গ্রামীণফোনের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। ওয়েবসাইটে দেয়া ফোন নম্বরে কলও যায়নি।

আরও পড়ুন:
গ্রামীণফোনে নেটওয়ার্ক নেই, ভোগান্তিতে গ্রাহক
গ্রামীণফোনের ভ্রমণ মেলা

মন্তব্য

প্রযুক্তি
A landmark step by the Supreme Court to understand the verdict

রায় বাংলায় বুঝতে সুপ্রিমকোর্টের যুগান্তকারী পদক্ষেপ

রায় বাংলায় বুঝতে সুপ্রিমকোর্টের যুগান্তকারী পদক্ষেপ সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ইংরেজি ভাষায় দেয়া রায়-আদেশ বাংলায় দেখতে সোমবার প্রযুক্তিসেবার উদ্বোধন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ছবি: নিউজবাংলা
সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ইংরেজি ভাষায় দেয়া সব রায়-আদেশ বাংলায় দেখতে প্রযুক্তিসেবা সংযোজন করা হয়েছে। এখন থেকে ওয়েবসাইটে প্রকাশিত ইংরেজি ভাষায় দেয়া সব রায়-আদেশ নিজে নিজেই বাংলায় অনুবাদ করে দেখা সম্ভব হবে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সব রায়-আদেশ বাংলা ভাষায় দেখার জন্য যুগান্তকারী পদক্ষেপ নেয়া হয়েছে। এখন থেকে যে কোনো রায় বাংলায় বুঝতে শুধু এক ক্লিকই যথেষ্ট।

সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ইংরেজি ভাষায় দেয়া সব রায়-আদেশ বাংলায় দেখতে প্রযুক্তিসেবা সংযোজন করা হয়েছে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সোমবার বিকেল ৩টায় এর উদ্বোধন করেন।

আইনজীবীসহ বিচারপ্রার্থীদের সহায়তায় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এখন থেকে ওয়েবসাইটে প্রকাশিত ইংরেজি ভাষায় প্রদত্ত সব রায়-আদেশ গুগলের প্রযুক্তির সহায়তায় আইনজীবী, বিচারপ্রার্থী বা যে কোনো ব্যক্তি নিজে নিজেই বাংলায় অনুবাদ করে দেখতে পারবেন। বুঝে নিতে পারবেন রায়ের সারমর্ম।

দেশের সর্বোচ্চ আদালতে ইংরেজি ভাষায় প্রদত্ত রায় বাংলা ভাষায় অনুবাদের এই প্রযুক্তিগত সহযোগিতা বিচারপ্রার্থী এবং সাধারণ জনগণের কাছে আদালতের রায়গুলো আরও সহজবোধ্য করে তুলবে। পাশাপাশি দেশের বিচারপ্রার্থী মানুষের বিচারে অভিগম্যতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অধিকন্তু এটা সাধারণ মানুষ ও আইন ব্যবস্থার মধ্যে ব্যবধান দূর করতেও ভূমিকা রাখবে।

নতুন এই প্রযুক্তিগত সেবা উদ্বোধনের সময় আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়াও সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোছাইনসহ সুপ্রিম কোর্টের ‘কোর্ট-প্রযুক্তি কমিটি’র সদস্য এম এম মোশেদ, আব্দুল মালেক এবং মইনউদ্দিন কাদের উপস্থিত ছিলেন।

মন্তব্য

প্রযুক্তি
Zuckerbergs verified announcement on Facebook made in exchange for money

টাকার বিনিময়ে ফেসবুকে ভেরিফায়েড, ঘোষণা জাকারবার্গের 

টাকার বিনিময়ে ফেসবুকে ভেরিফায়েড, ঘোষণা জাকারবার্গের  প্রতীকী ছবি
ওয়েবে মেটা ভেরিফায়েড মাসে ১১ দশমিক ৯৯ ডলার আর আইওএসে ১৪ দশমিক ৯৯ ডলারে শুরু হবে। অর্থাৎ বাংলাদেশি এক হাজার ২৫৭ টাকার বিনিময়ে মিলবে ফেসবুকের ব্লু ব্যাজ।

ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অ্যাকাউন্ট অর্থের বিনিময়ে ভেরিফায়েড করা যাবে বলে ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট কোম্পানি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।

ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে রোববার এই ঘোষণা দিয়েছেন তিনি।

ফেসবুকের এই প্রধান নির্বাহী জানান, ওয়েবে মেটা ভেরিফায়েড মাসে ১১ দশমিক ৯৯ ডলার আর আইওএসে ১৪ দশমিক ৯৯ ডলারে শুরু হবে। অর্থাৎ বাংলাদেশি এক হাজার ২৫৭ টাকার বিনিময়ে মিলবে ফেসবুকের ব্লু ব্যাজ।

ফেসবুকে তিনি লেখেন, চলতি সপ্তাহে আমরা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই সেবা চালু করবো। তবে শিগগিরই আরও দেশে অর্থের বিনিময়ে ব্লু ব্যাজ প্রদানের পরিষেবা চালু করা হবে।

বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন টুইটার মাসে ১১ ডলারের বিনিময়ে ব্লু টিক মিলবে বলে গত মাসে ঘোষণা দিয়েছিল। এবার ফেসবুকও একই পথে হাঁটল।

আরও পড়ুন:
ফেসবুকের কল্যাণে ৩১ বছর পর জালালের দেশে ফেরা
সব ফিরে পেলেন জাকারবার্গ
আমাদের ক্ষমা করে দেন: ফেসবুক
জাকারবার্গ: ছিলেন সম্রাট, হলেন হতদরিদ্র
ফলোয়ার হারিয়ে রিক্ত ফেসবুক ব্যবহারকারীরা

মন্তব্য

p
উপরে