× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য শিল্প ইভেন্ট উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য আফগানিস্তান ১৫ আগস্ট কী-কেন স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও যৌনতা-প্রজনন মানসিক স্বাস্থ্য অন্যান্য উদ্ভাবন প্রবাসী আফ্রিকা ক্রিকেট শারীরিক স্বাস্থ্য আমেরিকা দক্ষিণ এশিয়া সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ ইউরোপ ব্লকচেইন ভাষান্তর অন্যান্য ফুটবল অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

খেলা
Tamimds call of the rebellion to say that the Bulbul committee is illegal
google_news print-icon

বুলবুলের কমিটিকে ‘অবৈধ’ বলে বিদ্রোহের ডাক তামিমদের

বুলবুলের-কমিটিকে-অবৈধ-বলে-বিদ্রোহের-ডাক-তামিমদের

বিসিবি নির্বাচন শেষ হয়ে গেছে। তবে নাটকীয়তা শেষ হয়নি এখনও। এবার তামিম ইকবালসহ নির্বাচন বয়কট করা ক্লাব সংগঠকরা নতুন এক অধ্যায় যোগ করলেন তাতে। আমিনুল ইসলাম বুলবুলের কমিটিকে অবৈধ তকমা দিয়ে তাদের অধীনে থাকা বিদ্রোহী ৪৮টি ক্লাব দেশের ঘরোয়া ক্রিকেট থেকে সরে গেছে।

বিসিবি নির্বাচনকে ‘সমঝোতা’ এবং ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নির্বাচন পরবর্তী ক্লাবগুলোর প্রতিবাদী সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। তার মতে, যা হয়েছে তা কোনো নির্বাচনই ছিল না এবং একটি ‘অলিখিত সমঝোতা’র সঙ্গেই তিনি একমত হতে পারেননি বলেই প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন।

বিসিবি নির্বাচনের পর দেশে ফিরেই মুখ খুললেন তামিম ইকবাল। গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল। কিছু অলিখিত নিয়ম থাকে। আমি ওসব অলিখিত নিয়ম ভাঙতে চেয়েছি। সমঝোতায় একমত ছিলাম না বলেই তো বের হয়ে এসেছি।’

তিনি আরো যোগ করেন, ‘আমরা প্রথম দিন থেকেই একটি সুষ্ঠু নির্বাচন চেয়েছিলাম, দুর্ভাগ্যবশত যেটা হয়নি।’

নির্বাচনের দিনে ই-ভোটিং প্রক্রিয়া নিয়েও তীব্র সমালোচনা করেন তামিম। তিনি নিজের ভোট দেওয়া নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির কথা উল্লেখ করে বলেন, ‘খুবই হাস্যকর জিনিস দেখলাম। ৪২টির মতো ভোট পড়েছে, যার ৩৪টি ই-ভোট। অথচ এই ৩৪জন ভোটারই সেদিন ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন। যারা নির্বাচিত হয়েছেন, তারাও ই-ভোট দিয়েছেন। আপনি যদি সেন্টারে সারাদিন থাকবেনই, তাহলে ই-ভোটিংয়ের দরকার কী?’

নির্বাচনে দাঁড়ালে নিজের জয় নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী ছিলেন জানিয়ে তামিম বলেন, ‘আপনাদের কি মনে হয়, ১৫টি ক্লাব (যাদের ভোটাধিকার বাতিল হয়েছিল) না থাকলেও আমাকে কেউ ভোট দিত না? আমি দাঁড়ালে খুবই আত্মবিশ্বাসী ছিলাম যে আমি জিতব।’

তামিম আরও বলেন, ‘আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বললাম, আমি যদি ব্যক্তিগতভাবে দাঁড়াতাম, আমার পক্ষে কোনো টিম আছে, বিপক্ষে কোনো টিম আছে। তারপরও আমি সহজেই পাস করতাম। এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। কারণ, আমি এটা বিশ্বাস করি, আমরা সবাই ক্রিকেটের স্বার্থে আছি।’

নির্বাচনের ঠিক এক দিন আগে গত শনিবার ক্লাব নির্বাচন পেছানোসহ ৩টি শর্ত জানিয়েছিলেন সংগঠকরা। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছেও স্মারকলিপি গিয়েছিল তাদের পক্ষ থেকে। দাবি উঠেছিল– বিসিবির বর্তমান (বিগত) নির্বাহী পর্ষদের সময় বাড়িয়ে নির্বাচনের পুনঃতফসিল, বিকল্প হিসেবে অ্যাডহক কমিটির কাছে দায়িত্ব দেওয়া ও পুনঃনির্ধারিত সময়ে নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোটগ্রহণ করা।

তবে তাদের এই হুমকি পাত্তা না দিয়ে গেল ৬ অক্টোবর নির্বাচন হয়। সেখানে সভাপতি হিসেবে নির্বাচিত হন আমিনুল। তারই প্রতিবাদ হিসেবে আজ ঘরোয়া ক্রিকেটের বয়কটের ডাক দিয়েছেন সংগঠকরা। বিদ্রোহী ক্লাবগুলোর পক্ষ থেকে এই ঘোষণা দেন মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা একই কথা বলতে বলতে ক্লান্ত। আমাদের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে ৬ তারিখের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে। এই বয়সে আমরা বহু সরকার দেখেছি, বিতর্কিত নির্বাচন দেখেছি, রাতের ভোট এবং দিনে কারচুপি দেখেছি। সব কিছুকে ছাপিয়ে সবার সামনেই এবারের (বিসিবি নির্বাচনে) ভোট হলো। আমরা সুষ্ঠু ভোট চেয়েছিলাম। আমাদের কথা যেহেতু তাদের কানে পৌঁছায়নি, সেজন্য আমরা আসন্ন সব প্রতিযোগিতা বর্জন করব।’

তিনি আরও বলেন, ‘আজ থেকে ক্রিকেট সৌন্দর্য হারিয়েছে। আপনারা যদি এভাবে চলতে চান আমরা ক্রিকেট খেলব না। একই বিষয় জেলা ক্রিকেটের ক্ষেত্রেও। এখানে জেলা প্রতিনিধি আছেন রেদওয়ান ভাই। আমরা জেলা পর্যায় থেকেও ক্রিকেট বর্জন করব এবং আমরা ঐক্যবদ্ধ থাকব। আপনারা যারা ক্লাব প্রতিনিধি আছেন কাউকে যদি হুমকি দেওয়া হয়, ষড়যন্ত্রের ফাঁদে ফেলা হয় তবুও আমরা ঐক্যবদ্ধ থাকব। আপাতত ক্রিকেট বন্ধ থাকবে। আমরা ঘোষণা দিচ্ছি।’

এদিকে নির্বাচনের আগে লিগ বর্জনের হুমকি দিয়ে রেখেছিল নির্বাচনে অংশ না নেওয়া ক্লাবগুলোর একটি পক্ষ। এবার তারা জেলা–বিভাগেও ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে।

মন্তব্য

আরও পড়ুন

খেলা
Ronaldo on the list of billionaire as the worlds first footballer

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নেয়ারের তালিকায় রোনালদো

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নেয়ারের তালিকায় রোনালদো

নামের পাশে অর্জনের কমতি নেই। মাঠের পারফরম্যান্স দিয়ে অহরহ পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার মাঠের বাইরে আরেকটি বড় অর্জনে নাম তুলেছেন তিনি।

এখনো ফুটবল খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নেয়ারের তালিকায় নাম লিখিয়েছেন রোনালদো।

‘সিআর সেভেনের’ সম্পদের হিসাব অর্থনীতিবিষয়ক সংস্থা ব্লুমবার্গের বিলিয়নেয়ার ইনডেক্স থেকে জানা গেছে। ব্লুমবার্গের বিলিয়নেয়ার ইনডেক্সের হিসাব অনুযায়ী রোনালদোর মোট সম্পদের পরিমাণ এখন ১.৪ বিলিয়ন ডলার।

দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন রোনালদো। আজন্ম স্বপ্ন বিশ্বকাপ বাদে ফুটবলে জেতা যায় এমন সব পুরস্কারই জিতেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

বিলিয়নেয়ারের খাতায় নাম লেখাতে তাকে সহায়তা করেছে আল নাসরের সঙ্গে তার সর্বশেষ চুক্তি। গত জুনের চুক্তি ৪০০ মিলিয়ন ডলার বলে জানা গেছে। এর বাইরে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড আরমানি ও নাইকের সঙ্গে রোনালদোর চুক্তি রয়েছে।

বিলিয়নেয়ারের আগে অ্যাথলেটদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ের কীর্তিও নিজের দখলে রেখেছেন রোনালদো।

শুধু কি আর্থিক দিক, গোল-ম্যাচ খেলার দিক দিয়েও সবার ওপরে তিনি। সবমিলিয়ে পেশাদার ক্যারিয়ারে ৯৪৬ গোল নিয়ে এখন হাজার গোলের স্বপ্ন পূরণের পথে আছেন।

বয়স ৪০ হওয়ায় তার পরিবার থামতে বললেও হাজারতম গোল না করে থামবেন না রোনালদো। সম্প্রতি এমনটাই জানিয়েছেন পর্তুগালের কিংবদন্তি। সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার বলেছেন, ‘মানুষ, বিশেষ করে আমার পরিবারের লোকজন বলে, এখন তোমার থামার সময় হয়েছে।

তুমি সব কিছু করেছ। কেনো তুমি হাজার গোল করতে চাও? আমি নিশ্চিত যখন শেষ করব তখন তা (হাজার গোল) পূরণ করব। আমি সর্বস্ব নিংড়ে দিয়েছি। জানি আমার হাতে খুব বেশি সময় নেই। তবে যা রয়েছে সেটাই উপভোগ করার চেষ্টা করব।’

গত মঙ্গলবার আরেকটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন রোনালদো। পুরস্কারটির নাম ‘দ্য পর্তুগাল ফুটবল গ্লোবস’। অনুভূতি জানানোর সময় বলেছেন, ‘এটি ক্যারিয়ার শেষের পুরস্কার নয়। এটাকে আমি দেখি বছরের পর বছর প্রচেষ্টা, ডেডিকেশন ও অ্যাম্বিশনের স্বীকৃতি। আমি জিততে পছন্দ করি এবং তরুণ প্রজন্মকে সহায়তা করতে। তারাও আমাকে এই প্রতিযোগিতা চালিয়ে যেতে সহায়তা করছে। আমার এখনো খেলাটির প্রতি প্যাশন রয়েছে।’

মন্তব্য

খেলা
Argentinas match is not being in Chicago because of protests

বিক্ষোভের কারণে শিকাগোতে হচ্ছে না আর্জেন্টিনার ম্যাচ

বিক্ষোভের কারণে শিকাগোতে হচ্ছে না আর্জেন্টিনার ম্যাচ

বিশ্বকাপ বাছাইপর্বের লড়াই শেষে দলগুলো এখন প্রস্তুতি নিচ্ছে বিশ্বকাপের। অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপকে সামনে রেখে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই দুই প্রীতি ম্যাচের একটির ভেন্যুতে এসেছে পরিবর্তন।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১১ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ও ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। ভেনেজুয়েলা ম্যাচটি হবে মায়ামির হার্ডরক স্টেডিয়াম। আর পুয়ের্তো রিকোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলার কথা ছিল শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে। কিন্তু শিকাগোতে চলমান বিক্ষোভের কারণে পুয়ের্তো রিকোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচটির ভেন্যু পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল। তার বরাত দিয়ে আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যমও এ খবর জানিয়েছে।

শিকাগোতে বর্তমানে অভিবাসী দমন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। হামলা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপসহ স্থানীয় নেতাদের গ্রেপ্তার করা নিয়ে শহরে উত্তেজনা ছড়িয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতেই ম্যাচটি স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচটির সম্ভাব্য নতুন ভেন্যু হতে পারে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির মাঠ চেজ স্টেডিয়াম। বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়নরা মায়ামিতেই অনুশীলন করছে।

এদিকে, এই দুই ম্যাচে দলের সেরা তারকা লিওনেল মেসি খেলবেন কি না তা এখনো নিশ্চিত নয়। কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, কোনো খেলোয়াড়ের সামান্য চোটের ঝুঁকিও তিনি নিতে চান না। তার মূল লক্ষ্য দলের বেঞ্চের শক্তি পরীক্ষা করা এবং প্রথমবারের মতো ডাক পাওয়া তরুণদের পরখ করে দেখা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমরা মেসির সঙ্গে কথা বলব। কাউকে নিয়েই ঝুঁকি নেওয়ার সুযোগ নেই। যারা শতভাগ ফিট, কেবল তারাই খেলবে।’

মন্তব্য

খেলা
Tabit Auwal found the place on the important committee of FIFA

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পেলেন তাবিথ আউয়াল

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পেলেন তাবিথ আউয়াল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালকে ফিফার একটি গুরুত্বপূর্ণ কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মনোনীত হয়েছেন ফিফা ফুটবল টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটিতে।

এই কমিটি ফুটবলের ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা রাখে। প্রযুক্তি, নতুন উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ফুটবলকে আরও উন্নত করার কাজ করে এই কমিটি। তাবিথ আউয়ালের সঙ্গে বাহরাইন, রুয়ান্ডা, কানাডা, হংকং, নিউজিল্যান্ড, মালয়েশিয়া ও স্কটল্যান্ডের সদস্যরাও রয়েছেন এই কমিটিতে।

কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আইসল্যান্ডের থরভালদুর অরলিগসন। আর ভেনেজুয়েলার হোর্হে গিমেনেজ থাকছেন সহসভাপতির দায়িত্বে।

এদিকে, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণকেও ফিফার আরেকটি কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মনোনীত হয়েছেন ফিফা ইউথ গার্লস কম্পিটিশন কমিটিতে। এই কমিটি বিশ্বের বিভিন্ন দেশের মেয়েদের ফুটবল প্রতিযোগিতা আয়োজন ও যুব ফুটবলারদের উন্নয়ন নিয়ে কাজ করে।

কিরণ যোগ দিচ্ছেন ইয়েমেন, কঙ্গো, উত্তর কোরিয়া, কম্বোডিয়া, পেরু, ইরান, নেপাল, জাম্বিয়া, আরুবা, আমেরিকান সামোয়া, গ্রেনাডা ও লাটভিয়ার প্রতিনিধিদের সঙ্গে।

যদিও মাহফুজা আক্তার কিরণ আগেও ফিফার কমিটির সদস্য ছিলেন, তাবিথ আউয়ালের জন্য এটি প্রথমবারের মতো ফিফার কোনো বৈশ্বিক কমিটিতে অন্তর্ভুক্তি।

মন্তব্য

খেলা
Chahal opened his mouth on the allegations of the alien

ধনশ্রীর পরকীয়ার অভিযোগে মুখ খুললেন চাহাল

ধনশ্রীর পরকীয়ার অভিযোগে মুখ খুললেন চাহাল

প্রাক্তন স্ত্রী ধনশ্রী ভার্মার পরকীয়ার অভিযোগের জবাবে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। এক সাক্ষাৎকারে চাহাল বলেন, ‘এই অভিযোগগুলো ‘পুরোপুরি ভিত্তিহীন ও ক্লান্তিকর’ এবং তার জীবনের অতীত অধ্যায়কে টেনে এনে বিতর্ক সৃষ্টি করা অযৌক্তিক।’

সম্প্রতি রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এ ধনশ্রী দাবি করেন, বিয়ের মাত্র দুই মাসের মধ্যেই চাহাল তার প্রতারণা করেছিলেন। এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

সেই অভিযোগের প্রতিক্রিয়ায় চাহাল হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘আমি একজন খেলোয়াড়, আমি প্রতারণা করি না। যদি কেউ দুই মাসের মধ্যেই প্রতারণা করত, তাহলে সম্পর্কটা চার বছর টিকত নাকি? আমার কাছে এই অধ্যায় শেষ। আমি আমার জীবনে এগিয়ে গেছি, অন্যদেরও তাই করা উচিত।’

চাহাল আরো বলেন, ‘আমাদের বিয়ে ছিল প্রায় চার-সাড়ে চার বছরের।

যদি শুরুতেই প্রতারণা হতো, তাহলে সম্পর্ক চলত না। আমি আগেই বলেছি, আমি অতীত ভুলে গেছি। কিন্তু কেউ কেউ এখনো সেখানে আটকে আছে। তারা যা খুশি করতে পারে। আমি এসব নিয়ে চিন্তিত নই।’

এই প্রসঙ্গে এটিই তার শেষ মন্তব্য বলেও জানান চাহাল। ‘আমি এই অধ্যায় চিরতরে শেষ করেছি। কেউ কিছু বললেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, কিন্তু সত্য একটাই—যারা আমার কাছের মানুষ, তারা সেটা জানেন। আমার জন্য এই অধ্যায় শেষ, আমি আর কখনো এ বিষয়ে কিছু বলতে চাই না।’

বর্তমানে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত উন্নতিতেই মনোযোগ দিচ্ছেন ৩৫ বছর বয়সী এই স্পিনার। ‘আমি এখন আমার জীবন আর খেলাতেই মনোযোগ দিতে চাই,’— বলেন চাহাল।

২০২০ সালের ডিসেম্বরে চাহাল ও ধনশ্রীর বিয়ে হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তারা বিবাহবিচ্ছেদের আবেদন করেন, যা ২০২৫ সালের শুরুর দিকে আদালতের মাধ্যমে চূড়ান্ত হয়।

মন্তব্য

খেলা
Saif Hassan the one day debut

এবার ওয়ানডে অভিষেক সাইফ হাসানের

এবার ওয়ানডে অভিষেক সাইফ হাসানের

আন্তর্জাতিক ক্রিকেটের জার্সিটা প্রথম গায়ে তুলেছিলেন সেই করোনাপূর্ব যুগে, ২০২০ সালে। সেই সাইফ হাসানের ওয়ানডে অভিষেক হচ্ছে এবার। প্রথমবারের মতো পঞ্চাশ ওভারের ফরম্যাটে মাঠে নামতে চলেছেন তিনি।

তবে এই সাইফ হাসান অবশ্য দুমাস আগেও দলে ছিলেন না। নেদারল্যান্ডস সিরিজ দিয়ে দলে ফেরেন। এরপর আফগানিস্তান ম্যাচ দিয়ে এশিয়া কাপের দলে জায়গা পাওয়া। এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। শ্রীলঙ্কা আর ভারতের বিপক্ষে দুই ফিফটিতে দলে জায়গা পাকা করে নিয়েছিলেন। এরপর আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজেও করেছেন দারুণ এক ফিফটি। তারই ফলশ্রুতিতে এবার ওয়ানডে দলেও ডাক পড়ল তার।

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী মিরাজ। শুরুতে ব্যাটিং করেছে বাংলাদেশ।

এই ম্যাচে টপ অর্ডার ব্যাটার সাইফ হাসানের ওয়ানডে অভিষেক হয়েছে। তিনি এশিয়া কাপ দিয়ে টি-২০ দলে ফেরেন। এশিয়া কাপের পর আফগানদের বিপক্ষে টি-২০ সিরিজে ভালো করার পুরস্কার পেলেন ওয়ানডেতে।

মন্তব্য

খেলা
Flying Barsa suddenly on the ground why

উড়তে থাকা বার্সা হঠাৎ কেন মাটিতে

উড়তে থাকা বার্সা হঠাৎ কেন মাটিতে

গেল মৌসুমে লিগ শিরোপা পুনরুদ্ধার করলেও কাতালানরা জয় করতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। নতুন মৌসুমে লিগ শিরোপা জয়ের পাশাপাশি ইউরোপের শ্রেষ্ঠ মুকুট পড়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেন ইয়ামাল-পেদ্রি-রাফিনিয়ারা। দুর্দান্ত শুরু করে লা লিগার পয়েন্ট টেবিলেও বসেছিলেন হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তবে তা বেশিক্ষণ স্থায়ী ছিল না। এক ম্যাচ পরই হারাতে হলো শীষস্থান।

চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে পিএসজির কাছে হারের পর সবশেষ গত রোববার রাতে সেভিয়ার বিপক্ষে মাঠে নামে কাতালানরা। ম্যাচে ৪-১ গোলে হারে টেবিলে দুইয়ে নেমে আসে কাতালানরা। লেভানন্দোভস্কির পোনাল্টি মিস এবং স্বাগতিকদের হাই-লাইন ডিফেন্সের কাছে পরাস্ত হয় ফ্লিক বাহিনী।

অন্যদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে আবেগে ভেসেছে এস্তাদিও র্যামন সানচেজ-পিজুয়ানের পুরো গ্যালারি। ২০১৫ সালের পর লা লিগায় বার্সার বিপক্ষে প্রথম জয় পেয়েছে সেভিয়া। এছাড়াই কাতালানদের সেভিয়ার বিপক্ষে নিজেদের সবচেয়ে বড়ও জয়ও এটি। অন্যদিকে গত রোববার রাতে হারের মধ্যে দিয়ে লা লিগায় ১৯ ম্যাচ পর হারের স্বাদ পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এমন হাতাশাজনক দিনেও রেকর্ড গড়েছে বার্সা। কাতালান ক্লাব সবশেষ প্রতিযোগিতাপূর্ণ ৪৫ ম্যাচে টানা গোল করার কৃর্তি গড়েছে। ৪৫ ম্যাচে ১২৭ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ইয়ামাল-রাফিনিয়া। এর আগে ১৯৪২ সালের নভেম্বর থেকে ১৯৪৪ সালের ফেব্রুয়ারির মধ্যে একই সময় ১৩৯টি গোল করেছিল বার্সা।

উড়তে থাকা বার্সার হটাৎ এমন ছন্দপতন কেন, এমন সমস্যার সবচেয়ে বড় কারণ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ইনজুরি এবং অতিরিক্ত আত্মবিশ্বাস। ইয়ামাল, রাফিনিয়া, গাভি, গার্সিয়ার মতো খেলোয়াড়রা আছেন ইনজুরিতে। এছাড়া বার্সার সমর্থকদের মতোই খেলোয়াড়রাও বর্তমানে নিজেদের বিশ্বের সেরা ক্লাব মনে করেন। তবে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ইনজুরি কাতালানদের বাস্তবতা মনে করিয়ে দিচ্ছে।

তবে জার্মান মাস্টারমাইন্ড হ্যান্সি ফ্লিক মনে করে, এমন কষ্টদায়ক ম্যাচ মৌসুমের বাকি সময়ের জন্য অনুপ্রেরণা জোগাবে। তিনি বলেন, ‘আজকের এই কষ্ট আমাদের বাকি মৌসুমের জন্য অনুপ্রেরণা দেবে। আমরা একটি অবিশ্বাস্য ক্লাবের হয়ে খেলি এবং সমর্থকদের কষ্ট বুঝি। কিন্তু আমাদের সামনে তাকাতে হবে এবং প্রতিটি শিরোপার জন্য লড়াই চালিয়ে যেতে হবে।’

এছাড়া সেভিলার বিপক্ষে হারের কারণ নিয়ে বার্সা বস বলেন, ‘প্রথমার্ধে আমরা সমাধান খুঁজে পাইনি। দ্বিতীয়ার্ধ আমরা ভালো খেলেছি; কিন্তু সেভিয়া সুযোগ কাজে লাগিয়েছে। এই হারের পর আমাদের একসঙ্গে থাকা জরুরি। আন্তর্জাতিক বিরতির পর আমরা আবারও প্রতিটি শিরোপার জন্য লড়াই করব।’ আন্তর্জাতিক বিরতি কাটিয়ে ১৮ অক্টোবর জিরোনার বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরছে কাতালানরা।

মন্তব্য

p
উপরে