লিওনেল মেসির পাসের জাদুতে জয়ের পথে ফিরেছে ইন্টার মিয়ামি। গত শনিবার ফোর্ট লডারডেলে নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতেছে তারা। এই জয়ে দুই ম্যাচের জয়খরা কাটিয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে তৃতীয় স্থানে ওঠে এসেছে মিয়ামি। তাদের পয়েন্ট এখন ৫৯, দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটির চেয়ে মাত্র তিন পয়েন্ট কম।
ভেজা মাঠে কঠিন পরিবেশেও ম্যাচটা পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছিলেন মেসি। গোল করতে না পারলেও তিনি তিনটি অ্যাসিস্ট দিয়ে দলকে এগিয়ে নেন। তাতেই তিনি গড়ে ফেলেছেন রেকর্ড। চলতি মৌসুমে ৪১তম গোল অবদান রাখলেন তিনি। মেজর লিগ সকারে এক মৌসুমে ৪০ বা তার বেশি গোল অবদান রাখা দ্বিতীয় খেলোয়াড় এখন মেসি।
মিয়ামির হয়ে জোড়া গোল করেছেন জর্দি আলবা ও তাদেও আলেন্দে। বিপরীতে নিউ ইংল্যান্ড হেরেছে শেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই।
মেসির প্রথম অ্যাসিস্ট আসে ম্যাচের ৩২তম মিনিটে। দারুণ এক থ্রু পাসে তাদেও আলেন্দেকে গোলের সুযোগ করে দেন তিনি। আলেন্দে গোলরক্ষক ম্যাট টার্নারকে পরাস্ত করে জালে বল পাঠান। প্রথমার্ধের শেষ দিকে মেসির কাছ থেকে পাওয়া বলেই গোল করেন আলবা। ফলে বিরতির আগেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি।
দ্বিতীয়ার্ধে নিউ ইংল্যান্ড ফিরে আসার চেষ্টা করেছিল। ৫৯ মিনিটে কার্লেস গিলের পাস থেকে ডর টুরজেম্যান গোল করলে ব্যবধান কমে ২-১ হয়। তবে মেসি তাতে কোনো সুযোগ দেননি। মাত্র এক মিনিট পর মাঝমাঠ থেকে শুরু করে নিজেই আক্রমণ সাজান তিনি। তার দারুণ পাস থেকে আবারও গোল করেন আলেন্দে।
এর তিন মিনিট পর টেলাসকো সেগোভিয়ার পাস থেকে আলবা করেন নিজের দ্বিতীয় গোল। তাতেই জয় নিশ্চিত হয়ে যায় মিয়ামির।
এই ম্যাচে মেসির পারফরম্যান্স তাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। কার্লোস ভেলার পর মেজর লিগ সকারে এক মৌসুমে ৪০ বা তার বেশি গোল অবদান রাখা দ্বিতীয় খেলোয়াড় এখন এই আর্জেন্টাইন মহাতারকা।
এই হ্যাটট্রিক দিয়ে তিনি মিয়ামির হয়ে ১০০ গোলে অবদান রাখলেন। ৬৬ গোল করেছেন তিনি, এই ম্যাচের পর তার অ্যাসিস্টের সংখ্যা দাঁড়াল ৩৪-এ। এই মাইলফলক তিনি ছুঁয়ে ফেলেছেন মোটে ৮০ ম্যাচ খেলেই।
এবার মেসির সামনে নতুন রেকর্ড। এক মৌসুমে সবচেয়ে বেশি গোল অ্যাসিস্টের কীর্তি কার্লোস ভেলার। সে রেকর্ডটা ছুঁতে হলে আরও ৮ গোলে অবদান রাখতে হবে তাকে।
আরও একটা রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন মেসি। আর ৫ অ্যাসিস্ট হলেই চলতি শতাব্দীতে প্রথম খেলোয়াড় হিসেবে ছোবেন ৪০০ অ্যাসিস্টের মাইলফলক, আর ১০ গোল করালেই ছাড়িয়ে যাবেন ইতিহাসের সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড। ৪০৪ অ্যাসিস্ট নিয়ে এই রেকর্ড এখন ফেরেঙ্ক পুশকাসের দখলে।
আসছে নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। পূর্ণাঙ্গ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। বিসিবি সূত্রে জানা গেছে, সফর শুরু হবে আগামী ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট দিয়ে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়, মিরপুর শেরইবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, আগামী ১৯ নভেম্বর থেকে।
টেস্ট সিরিজ শেষেই সাদা বলের লড়াইয়ে নামবে দুই দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচ হবে আগামী ২৭ নভেম্বর, দ্বিতীয়টি ২৯ নভেম্বর এবং শেষ ম্যাচ ২ ডিসেম্বর। বর্তমানে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ, যেখানে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ ইতোমধ্যেই নিজেদের করে নিয়েছে জাকের আলীরা। এই সিরিজে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার সামনে মুশফিকুর রহিম। সব ঠিক থাকলে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় টেস্টে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি।
ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বার্সেলোনার সঙ্গে আর্লিং হালান্ডের সম্ভাব্য ট্রান্সফার গুজব উড়িয়ে দিয়েছেন। গার্দিওলার মতে, নরওয়েজিয়ান স্ট্রাইকার ‘পরিষ্কারভাবে বোঝে’ যে এমন কিছু করবেন না যা তিনি অর্জন করতে চান না।
হালান্ড সম্প্রতি ২০৩৪ সাল পর্যন্ত ম্যান সিটির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন, যা বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনাকে প্রায় অসম্ভব করে তোলে। এই মৌসুমে হালান্ড ৮ ম্যাচে ১১ গোল করেছেন এবং ক্লাবের হয়ে আরও সাফল্য পেতে মুখিয়ে আছেন।
বার্সেলোনা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে হালান্ডকে টপ ট্রান্সফার টার্গেটে রেখেছেন। কাতালান ক্লাবের পরিকল্পনা ছিল ২৫ বছর বয়সি তারকাকে লামিনে ইয়ামাল ও পেদ্রির সঙ্গে মিলিয়ে একটি শক্তিশালী দল গড়ে তোলা, কিন্তু হালান্ডের সিটির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি এ পরিকল্পনাকে কঠিন করে তুলেছে। গার্দিওলা হালান্ডের বুদ্ধিমত্তা ও উচ্চাকাঙ্ক্ষা উল্লেখ করে বলেছেন, ‘আমি মনে করি আর্লিং এমন কিছুতে সই করবে না যা সে অর্জন করতে চায় না। এটা নিশ্চিত।
তবে ফুটবলে কী হবে, কেউ জানে না। আমার জানা অনুযায়ী আমাদের সঙ্গে তার দীর্ঘ চুক্তি আছে, সে ভালো খেলছে এবং অনেক গোল করছে।’ তিনি বার্সেলোনার আগ্রহও স্বীকার করেছেন এবং বলেছেন, ‘আপনি কি এমন কোনো ক্লাবের নাম বলতে পারেন যারা আর্লিং হালান্ডকে পেতে স্বপ্ন দেখছে না? আমি বোঝতে পারি বার্সেলোনা তাকে চায়, এবং বিশ্বের সব ক্লাব চায়। যদি সে আমাদের সঙ্গে না থাকত, সিটির জন্যও এটি স্বপ্নের ব্যাপার হতো।’
গার্দিওলা নিশ্চিত করেছেন যে হালান্ডের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ ইতিহাদে কাটবে এবং তিনি ক্লাবকে দেশীয় ও ইউরোপীয় শীর্ষে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাবেন।
গেল মাসে কোমরের ইনজুরি থাকা শর্তেও ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বুলগেরিয়া এবং তুরস্কের বিপক্ষে পেইনকিলার খাইয়ে লামিনে ইয়মালকে ৯০ মিনিট করে খেলিয়েছেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে। এমন সহজ প্রতিপক্ষের বিপক্ষে দলের গুরুত্বপূর্ণ সদস্যকে পুরো ম্যাচ খেলানোর কারণে তখন হ্যান্সি ফ্লিক ফুয়েন্তের কঠোর সমালোচনা করেছেন। সেই সঙ্গে জাতীয় দলের কোচ খেলোয়াড়দের যত্ন নেন না বলেও অভিযোগ করেছিলেন এই জার্মান মাস্টারমাইন্ড।
ফিফা উইন্ডো শেষেও সেই ইনজুরিতে ভুগেছিলেন ইয়ামাল। ক্লাবের হয়ে মিস করেছেন চারটিতে ম্যাচ। যদিও সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজির বিপক্ষে খেলেছিলেন ইয়ামাল। তবে তিনি যে এখনো ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। যার কারণে বার্সার তরফ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের জন্য ইয়ামালকে ছাড়বে না ক্লাব।
আগামী ১২ অক্টোবর জর্জিয়া এবং ১৫ অক্টোবর বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে স্পেন। এই দুই ম্যাচের জন্য গত শুক্রবার লামিনে ইয়ামালকে নিয়ে ২৬ সদস্যদের দল ঘোষণা করেছে স্পেন ফুটবল অ্যাসোসিয়েশন। এর পরই বার্সোলোনা এক বিবৃতি প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘পিএসজির বিপক্ষে খেলার পর লামিনে ইয়ামালের কুঁচকির সমস্যা ফিরে এসেছে। যার কারণে তিনি সেভিয়ার বিপক্ষে ম্যাচটি মিস করবেন এবং সুস্থ হয়ে মাঠে ফিরতে তার ২-৩ সপ্তাহ লাগবে বলে অনুমান করা হচ্ছে।’ সেই সঙ্গে আগামী ২৬ অক্টোরব ‘এরো ক্লাসিকোতে’ ইয়ামালকে পাওয়া যাবে কি না, সেটা নিয়েও রয়েছে শঙ্কা।
বুন্দেসলিগায় রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বায়ার্ন মিউনিখ। গত শনিবার রাতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৩-০ গোলে হারিয়ে লিগে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। চলতি মৌসুমে সব মিলিয়ে এটি বায়ার্নের টানা দশম জয়।
ডয়চে ব্যাংক পার্কে ম্যাচের শুরুতেই লুইস দিয়াজের গোলে লিড নেয় বায়ার্ন। সার্জে জিনাব্রির ক্রসে মাত্র ১৫ সেকেন্ডেই গোল করেন দিয়াজ। চলতি মৌসুমের সবচেয়ে দ্রুততম গোল এটি। তারপর ২৭ মিনিটে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন দূরপাল্লার নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন। এই গোলের মাধ্যমে বুন্দেসলিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে মৌসুমের প্রথম ছয় ম্যাচে ১১ গোলের কীর্তি গড়েন কেইন। চলতি মৌসুমে সব মিলিয়ে তার গোলসংখ্যা হলো ১০ ম্যাচে ১৮।
দ্বিতীয়ার্ধে ফ্রাঙ্কফুর্টের জ্যাঁ মাতেও বাহোয়া একবার জালে বল জড়ালেও রিতসু দোয়ানের হাত ব্যবহারের কারণে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) গোলটি বাতিল করেন। ৮৪ মিনিটে দিয়াজের দ্বিতীয় গোল নিশ্চিত করে বায়ার্নের টানা দশম জয়। এই জয়ে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বায়ার্ন। আরেক ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড ১-১ গোলে লাইপজিগের সঙ্গে ড্র করায় চার পয়েন্টে এগিয়ে গেল বাভারিয়ানরা। আন্তর্জাতিক বিরতির পর দেখা হবে লিগের শীর্ষ দুই দল বায়ার্ন ও ডর্টমুন্ডের।
চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে বড় ধাক্কা খেল ব্রাজিল। রামন মেনেজেসের নেতৃত্বে তিন ম্যাচে দুই হার ও এক ড্র নিয়ে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে পাঁচবারের সাবেক চ্যাম্পিয়ন ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল।
১৯৭৭ সালে ফিফা যুব চ্যাম্পিয়নশিপ হিসেবে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এবার ২০তমবারের মতো অংশ নেয় ব্রাজিল। আগের ১৯ আসরে দলটি পাঁচবার চ্যাম্পিয়ন ও চারবার রানার্সআপ হয়েছিল। এর আগে সবচেয়ে খারাপ ফল এসেছিল ২০০৭ সালে, যখন দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় দলটি। এবার সেটিও ছাড়িয়ে গ্রুপ পর্বেই চতুর্থ হয়ে বিদায় নিতে হলো সেলেসাওদের।
গ্রুপের প্রথম ম্যাচে মেক্সিকোর সঙ্গে ২-২ ড্র এবং মরক্কোর কাছে ২-১ ব্যবধানে হেরে সান্তিয়াগোতে গত শনিবার স্পেনের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না ব্রাজিলের সামনে। দুই দলের জন্যই ম্যাচটি ছিল ‘ডু অর ডাই’।
ম্যাচের ৪৭তম মিনিটে ইকার ব্রাভোর একমাত্র গোলে স্পেন এগিয়ে যায় এবং সেই গোলেই জয় পায় স্পেন। তবে জয় পেলেও তাদেরও পরের পর্বে ওঠা এখনো নিশ্চিত হয়নি। ২৪ দলের এই আসরে ৬ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের পাশাপাশি সেরা চার তৃতীয় স্থানধারী দল পরের পর্বে খেলবে। স্পেন আপাতত সেই তালিকায় অপেক্ষায় রয়েছে।
গ্রুপ থেকে মরক্কো ও মেক্সিকো যথাক্রমে ৬ ও ৫ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। ফলে বিদায়ের সুর বাজল ব্রাজিলের জন্য।
অন্যদিকে, ‘ডি’ গ্রুপে থাকা আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল দুর্দান্ত ফর্মে রয়েছে। কিউবাকে ৩-১ ও অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারানোর পর গত শনিবার রাতে ইতালিকে ১-০ ব্যবধানে হারিয়ে তারা গ্রুপসেরা হয়েছে।
আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটার সাইফ হাসান। এছাড়া দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
চলমান টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ওয়ানডে দলে জায়গা পেলেন ২৬ বছর বয়সি সাইফ। অন্যদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলা দল থেকে ইনজুরির কারণে বাদ পড়েছেন নিয়মিত ওপেনার লিটন দাস। পারফরম্যান্সের কারণে জায়গা হয়নি আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনের।
দুবাইয়ে চলমান টি-টোয়েন্টি সিরিজ শেষে সেখানেই ওয়ানডে সিরিজের জন্য দলের সঙ্গে যোগ দেবেন ক্রিকেটাররা। তবে ওয়ানডে স্কোয়াডে থাকা পাঁচ ক্রিকেটার- অধিনায়ক মিরাজ, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও নাহিদ রানা শনিবার রাতেই আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। ওপেনার নাঈম শেখ এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে দলের সঙ্গে থাকা সৌম্য সরকারের ভিসা সংক্রান্ত জটিলতা থাকায় তাদের যাত্রা বিলম্বিত হচ্ছে।
আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।
১৬ সদস্যের বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
মন্তব্য