আজ বিশ্বকাপের ২২তম ম্যাচে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান পরস্পরের মুখোমুখি হচ্ছে। দুই দলেরই নিজেদের পঞ্চম ম্যাচ এটি।
টানা দুই ম্যাচ হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ আফগানদের বিপক্ষে জয় ছাড়া বিকল্প ভাবছে না পাকিস্তান। অন্যদিকে গত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের হতাশা কাটিয়ে উঠতে চাইবে আফগানিস্তান। ফলে পাকিস্তান ও আফগানিস্তানের ম্যাচটিতে তুমুল লড়াই জমে উঠবে বলে আশা করা হচ্ছে।
চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় দুই দলের ম্যাচটি শুরু হবে। এ ম্যাচের চলতি ধারাবিবরণী সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার।
বিশ্বকাপে নিজেদের শুরুটা দুরন্ত ছিল পাকিস্তানের। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়ে পরপর দুই জয় তুলে নেয় বাবর আজমের দল, কিন্তু এরপর দুই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও অস্ট্রেলিয়ার কাছে হেরে হতাশায় পুড়ছে পাকিস্তানিরা। বোলারদের ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে ৬২ রানে হার মানে তারা।
এ পর্যন্ত চার ম্যাচ খেলে দুটি জয়ে চার পয়েন্ট অর্জন করে পাকিস্তান। পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে পাকিস্তান। সেমিফাইনালে খেলতে হলে সামনের ম্যাচগুলোতে জয় তুলে নেয়া ছাড়া বিকল্প নেই তাদের। গত চার ম্যাচের মধ্যে শেষ তিনটিতে পাকিস্তানের বোলারদের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। তাদের বিশ্বসেরা বোলিং লাইনআপের বিপক্ষে শ্রীলঙ্কা ৯ উইকেটে ৩৪৪ রান করে।
পাকিস্তানি বোলারদের ওপর তাণ্ডবলীলা চালিয়ে ৯ উইকেটে ৩৬৭ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। আরেক ম্যাচে পাকিস্তানের ছুড়ে দেয়া ১৯২ রানের টার্গেট স্পর্শ করতে ১৮৩ বল খেলতে হয় ভারতকে। এতে বোলারদের ব্যর্থতা ফুটে উঠেছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে রানবন্যার ম্যাচে ৫ উইকেট শিকার করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান দলের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। টুর্নামেন্টে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৯ উইকেট শিকার করেন তিনি, কিন্তু তার ইকোনমি ছয়ের ওপরে। আফ্রিদির মতো হাসান আলিরও ইকোনমি ছয়ের ওপর। ইকোনমি সাত টপকে গেছেন হ্যারিস রউফ। নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন দলের প্রধান স্পিনার শাদাব খানও। সাড়ে ছয় ইকোনমিতে মাত্র দুই উইকেট শিকার করেন তিনি।
স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের ইকোনমি ছয়ের নিচে হলেও তার শিকার মাত্র দুই উইকেট। সামনের ম্যাচে জয় পেতে হলে বোলারদের ভালো পারফরম্যান্স দেখাতে হবে।
পাকিস্তান দলের কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন বলেছেন, তাদের দলের বোলাররা বিশ্বমানের। গত ম্যাচগুলোয় তারা নিজেদের সেরাটা দিয়ে খেলতে না পারলেও অচিরেই ঘুরে দাঁড়াবে দলটি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের দিকেই দৃষ্টি তাদের।
আফগানিস্তান শক্ত প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। কেননা তারা ইংল্যান্ডের মতো দলকে মাটিতে নামিয়ে দিয়েছে। পাকিস্তানকেও হারানোর সামর্থ্য আছে আফগানদের। এই সামর্থ্যের প্রমাণ বিশ্বকাপের মঞ্চে দিয়েছে তারা। পাকিস্তানকে জিততে হলে সব বিভাগে তাদের সেরাটা দিয়েই খেলতে হবে। এ লক্ষ্য নিয়েই মাঠে নামবে পাকিস্তান। এমনটাই জানিয়েছেন তাদের কোচ ব্র্যাডবার্ন।
এদিকে বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে আফগানদের মিশন শুরু হয়। এরপর ভারতের কাছেও হেরেছে তারা। টানা ম্যাচে হারলেও আত্মবিশ্বাস হারায়নি তারা। নিজেদের তৃতীয় ম্যাচে বিশ্ব ক্রিকেটকে চমকে দেয় আফগানরা। আফগানিস্তানের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে অসহায় আত্মসমর্পণ করে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, কিন্তু এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি তারা।
পাকিস্তানকে হারিয়ে আরেকটি ‘আপসেট’ দেখাতে মরিয়া রশিদ, মুজিব, নবিরা। পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের লক্ষ্য তাদের।
আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ জানান, ওয়ানডে ক্রিকেটে এখনও পাকিস্তানের বিপক্ষে জিততে পারেননি তারা। এ জন্য পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে আফগানরা। পাকিস্তানকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই মানছে আফগানিস্তান।
গুরবাজ আরও জানান, পাকিস্তানের বোলাররা সেরা ফর্মে নেই, কিন্তু এসব নিয়ে চিন্তিত নন তারা। পাকিস্তান ভয়ংকর দল, তবে তাদের মোকাবিলা করতে প্রস্তুত আফগানযোদ্ধারা।
অতীর পরিসংখ্যানে দেখা যায়, এ পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে সাতবার পরস্পরের মুখোমুখি হয় পাকিস্তান ও আফগানিস্তান। এর মধ্যে সবগুলো ম্যাচেই জয় পায় পাকিস্তান। গত আগস্টে ওয়ানডেতে সর্বশেষ দেখা হয়েছিল দুই দলের।
শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের কাছে এক উইকেটে হেরে জয়বঞ্চিত হয় আফগানিস্তান।
অন্যদিকে বিশ্বকাপে মাত্র একবারই দেখা হয় পাকিস্তান-আফগানিস্তানের। গত বিশ্বকাপ আসরে ওই ম্যাচে পাকিস্তানকে হারানোর সুযোগ তৈরি করেছিল আফগানরা। এটি তাদের জন্য বড় অনুপ্রেরণা জোগাবে।
আরও পড়ুন:বাংলাদেশে আগামী ১১ জুলাই থেকে মাঠে গড়াবে নারীদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ, চলবে ২১ জুলাই পর্যন্ত। ঘরের মাঠে আয়োজিত চার দলের এই টুর্নামেন্টকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘোষিত দলে বেশিরভাগ খেলোয়াড়েরই জাতীয় দলে অভিষেক হয়েছে। তবে দলে এমন কিছু অভিজ্ঞ মুখও রয়েছেন, যারা জাতীয় দলের হয়ে ইতোমধ্যেই একাধিক ম্যাচ খেলেছেন।
এই টুর্নামেন্টের জন্য ঘোষিত দলে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আফঈদা খন্দকার প্রান্তি। চলতি বছর থেকেই তিনি জাতীয় দলেরও অধিনায়কত্ব করছেন।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রত্যেকটি ম্যাচই গড়াবে বসুন্ধরা স্পোর্টস অ্যারেনায়। বাংলাদেশ ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভুটান, নেপাল ও শ্রীলঙ্কা।
বাংলাদেশ দল- স্বর্ণা রানি মণ্ডল, নবিরন খাতুন, জয়নব বিবি, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, রানি বাহাদুর, স্বপ্না রানি, ঐশী খাতুন, তৃষ্ণা রানি, মোছা. সাগরিকা, উমেলা মারমা, বালা মাহাতো, রুপা আক্তার, বন্না খাতুন, মুঙ্কি আখতার, কানম আক্তার, রুমা আক্তার, পুজা দাস, সিনহা জাহান, শান্তি মারদি, নাদিয়া আক্তার, মিলি আক্তার ও ফেরদৌসি আক্তার।
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় জন্ম নিয়েছে এক বিস্ময়কর আকৃতির গরুর বাছুর যার রয়েছে পাঁচটি পা! উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর গারালিয়া পাড়া গ্রামের কৃষক মো. শাহিন মিয়ার বাড়িতে গত শনিবার (০৫ জুলাই) সন্ধ্যায় এ ব্যতিক্রমী বাছুরটির জন্ম হয়।
কৃষক শাহিন মিয়া জানান, তার গাভীটি স্বাভাবিকভাবেই বাছুর প্রসব করে। তবে কিছুক্ষণ পর তিনি দেখতে পান, বাছুরটির সামনের অংশে রয়েছে একটি অতিরিক্ত পা। বাছুরটি তিনটি পায়ের ওপর ভর দিয়ে স্বাভাবিকভাবেই চলাফেরা করছে, যা পরিবার ও এলাকাবাসীর জন্য এক নতুন অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে।
অদ্ভুত গঠনের এই বাছুরটিকে এক নজর দেখতে ইতোমধ্যে আশপাশের গ্রামের মানুষ ভিড় করছেন শাহিন মিয়ার বাড়িতে। কেউ কেউ মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। রুবেল মিয়া নামে একজন বলেন, এলাকায় এধরনের কোন ঘটনা আগে দেখি নাই, আমরা এই গরুর ঘটনা দেখে হতভম্ব।
দর্শনার্থীদের মধ্যে থাকা স্থানীয় বাসিন্দা মো. মুক্তার হোসেন বলেন, আমি জীবনে কখনও এমন কিছু দেখিনি। বিষয়টা একেবারেই অবিশ্বাস্য।
এ বিষয়ে গোপালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোর্শেদ জানান, এটি সম্ভবত জেনেটিক মিউটেশনের ফল। যদিও ঘটনাটি অত্যন্ত বিরল, তবে যদি বাছুরটির অন্য কোনো শারীরিক জটিলতা না থাকে, তাহলে অতিরিক্ত পা তার স্বাভাবিক স্বাস্থ্যের বড় কোনো ক্ষতি করবে না।
টাঙ্গাইল জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.শহিদুল ইসলাম বলেন, এই গরুটির ক্ষেত্রে জেনেটিক মিউটেশনের ফল। তবে বাছুরটি স্বাভাবিক ভাবে বড় হলে কোন সমস্যা দেখা দিবেনা। এই ধরনের ঘটনা বিরল।
মিয়ানমারের মাটিতে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরেছেন নারী ফুটবলাররা। ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। এই ইতিহাস সারা জীবন গৌরব করার মতো। মিয়ানমার থেকে বাংলাদেশ নারী ফুটবল দল গত শনিবার গভীর রাতে ঢাকায় ফিরে। ওই রাতেই আড়াটায় হাতিরঝিলে এম্পিথিয়েটারে নিয়ে গিয়ে সংবর্ধনা দিয়েছে বাফুফে।
সবার ধারণা ছিল, বাফুফে নারী ফুটবলারদের জন্য সারপ্রাইজ রেখেছে। টানা তিনটা কঠিন ম্যাচ খেলেছেন ফুটবলাররা, ক্লান্ত ছিলেন তারা। তার ওপর ভ্রমণ ক্লান্তি খেলোয়াড়দের চেপে ধরেছিল। কিন্তু খেলোয়াড়দের মনের মধ্যে একটা আশা তৈরি হয়েছিল-বাফুফে বড় কোনো ঘোষণা দেবে। কিন্তু তা না করে একটা ফুলের তোড়া তুলে দিয়েছে। খেলোয়াড়রা হতাশ হয়েছেন।
প্রকাশ না করলেও তারা নানাভাবে ইনিয়ে বিনিয়ে বলেই দিয়েছেন ‘একটা ফুলের তোড়া দেওয়ার জন্য রাতের ঘুমটা নষ্ট না করলে কী হতো। ফুলের তোড়া বাফুফে ভবনেও দেওয়া যেত। আমরা শুনেছিলাম আমাদের সারপ্রাইজ দেবে। আমরা সারপ্রাইজ হয়েছি ফুলের তোড়া পেয়ে। বাফুফে আমাদের কিছু দিতে চায়; সেটিও ঘোষণা করেনি। তাহলে এত রাতে আমাদের খালপাড়ে (হাতিরঝিল) নেওয়ার দরকার কী ছিল।’
ঢাকায় ফিরে খেলোয়াড়রা বিভিন্ন বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে আফসোসের কথা প্রকাশ করেছেন। হতাশ হয়েছেন। কবে দেবে তার কোনো ঠিক নেই। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর ৯ মাস পেরিয়ে গেলেও বাফুফের ঘোষিত দেড় কোটি টাকা আজও পায়নি। বাফুফে ঘোষণা দিয়েছিল তারা নিজেরা পুরস্কার দেবে। হয়নি। এশিয়ান কাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করার পর সময় নিয়ে, পরিকল্পনা করে সংবর্ধনা দেওয়া যেত। সরকারের সঙ্গে কথা বলে বড় পরিসরে সংবর্ধনার আয়োজন করা যেত। তা না করে তড়িঘড়ি করে সংবর্ধনার আয়োজন। ফুটবলারদের ঢাকায় ১ ঘণ্টার মধ্যে সংবর্ধনা দেওয়া কতটা জরুরি ছিল। একটা ফুলের তোড়া তুলে দিতে গিয়ে বাফুফেকে এখন ২০ লাখ টাকা গুনতে হচ্ছে বলে বাফুফে সূত্রে জানা গেছে। বাফুফের একটি সূত্রের দাবি, হাইভোল্টেজ এবং কে-স্পোর্টস নামের প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছিল বাফুফে। ২০ লাখ টাকার বিল পেয়ে বাফুফে চুপ মেরে যায়। পরশু বেতন দেওয়া হয়েছে ফুটবলারদের।
এমএলএসে দারুণ ফর্মে আছেন লিওনেল মেসি। টানা চার ম্যাচে করলেন দুটি করে গোল। তার জোড়া গোলে জিতেছে ইন্টার মায়ামি।
মেজর লিগ সকারে (এমএলএস) সেরা ছন্দে আছেন লিওনেল মেসি। সর্বশেষ তিন ম্যাচে জোড়া গোলের পর নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষেও জোড়া গোল করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ইন্টার মায়ামির ২-১ গোলে জয়ের এই ম্যাচে রেকর্ডও গড়েছেন মেসি।
এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করলেন মেসি। গত মে মাসে মন্ট্রিয়লের বিপক্ষে শুরু হয় মেসির গোলের এই যাত্রা। এরপর কলম্বাস, আবার মন্ট্রিয়ল এবং সর্বশেষ নিউ ইংল্যান্ডের বিপক্ষে দুটি গোল করলেন। তাতে লিগে টানা পাঁচ ম্যাচে অপরাজিত মেসির দল। জয় চারটিতে, ড্র একটি।
মন্ট্রিয়ল ও কলম্বাসের বিপক্ষে ম্যাচের পর মেসিরা ক্লাব বিশ্বকাপে অংশ নেন। যেখানে মেসি চার ম্যাচে একটি গোল করলেও পিএসজির বিপক্ষে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় তার দল ইন্টার মায়ামি।
এমএলএসে মেসির গোল সংখ্যা ১৫ ম্যাচে ১৪টি। গোলদাতাদের তালিকায় দ্বিতীয় মেসি ন্যাশভিলের স্যাম সারিজের চেয়ে মাত্র দুই গোল পিছিয়ে। যদিও সারিজ মেসির চেয়ে ৬ ম্যাচ বেশি খেলেছেন। দুটি গোলই করেছেন ম্যাচের প্রথমার্ধে। জিলেট স্টেডিয়ামে ম্যাচের ২৭তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে বাঁপায়ের শটে প্রথম গোলটি করেন। এরপর ৩৮তম মিনিটে সের্হিও বুসকেটসের লম্বা পাস ধরে দারুণ এক শটে নিজের দ্বিতীয় গোলটি পেয়েছেন।
ইন্টার মায়ামির অভিজ্ঞ গোলরক্ষক অস্কার উস্তারিও এদিন জয়ে বড় ভূমিকা রেখেছেন। ৬টি গুরুত্বপূর্ণ সেভ করেছেন এই গোলরক্ষক। তবে নিউ ইংল্যান্ডের স্প্যানিশ মিডফিল্ডার কার্লেস গিল ৭৯তম মিনিটে একটি গোল শোধ করেন।
এই জয়ে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সে ষষ্ঠ স্থান থেকে পঞ্চম স্থানে ওঠে এসেছে। তাদের পয়েন্ট ৩৫, শীর্ষে থাকা সিনসিনাটির চেয়ে ৭ পয়েন্ট কম। তবে মায়ামি তাদের চেয়ে তিন ম্যাচ কম খেলেছে।
ম্যাচ জেতানো ৩৮ বছর বয়সি মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ হাভিয়ের মাচেরানো। ম্যাচ শেষে বলেছেন, ‘আমি সব সময়ই বলি, লিওনেল (মেসি) বিশেষ খেলোয়াড়। আমার দৃষ্টিতে ফুটবলের ইতিহাসেই সেরা। এই বয়সেও ও যেভাবে খেলছে, সেটা অবিশ্বাস্য। অনেক বছর আগে যা কল্পনাও করা যেত না, আজ সে মাঠে সেটা করে দেখাচ্ছে। আমরা ভাগ্যবান, মেসিকে আমাদের দলে পেয়েছি।’
দুটি সাফজয়ী দলের সদস্য অ্যাটাকিং মিডফিল্ডার সানজিদা আক্তার কোচিং কোর্স করছেন। মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) শুরু হয়েছে এএফসি বি-কোচেস লাইসেন্স কোচিং।
এতে অংশ নিচ্ছেন সানজিদা, শিউলি আজিমসহ পাঁচ নারী ফুটবলার। সব মিলিয়ে ২৪ জন কোচ কোর্সে অংশ নিচ্ছেন।
ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করে জাতীয় দলের বাইরে রয়েছেন সানজিদা। খেলছেন ভুটান নারী লিগে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে।
এখন খেলা নেই। তাই কোচিং কোর্স করছেন। সানজিদার কথা, ‘ভুটানে আমার খেলায় দীর্ঘ বিরতি। বাফুফের সঙ্গে যোগাযোগ করেছি কোর্স করার জন্য। আমাকে অনুমোদন দেওয়ায় কোর্সটি করতে এসেছি।’
এই মিডফিল্ডার জানালেন, খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে আসতে চান। সে কারণেই এই কোর্সে আসা। তিনি যোগ করেন, ‘কতদিন আর খেলব। তাই কোর্স করে রাখছি। সামনে কোচিং পেশায় আসতে পারি। তখন এই কোর্স কাজে দেবে।’
২০১৬ এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন দলের সদস্য সানজিদা ২০২২-২৪ দুই সাফ চ্যাম্পিয়ন দলে ছিলেন। ভারতের ইস্টবেঙ্গলের হয়েও খেলেছেন। বি-লাইসেন্স কোচিং কোর্সের ফি ৫০ হাজার টাকা।
নারী ফুটবলারদের কোচিংয়ে উৎসাহিত করতে তাদের কাছ থেকে অর্ধেক ফি নেওয়া হয়েছে। এবারের বি-লাইসেন্সের প্রথম অংশ ৭-১৭ জুলাই ও দ্বিতীয় অংশ ১৯-২৭ আগস্টে অনুষ্ঠিত হবে। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু ইনস্ট্রাক্টর হিসেবে কোর্স পরিচালনা করছেন।
ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মধ্যে সামনের সারিতেই থাকবে আইপিএল। অর্থবিত্ত, ব্র্যান্ড ভ্যালু ও নানা সুযোগ-সুবিধা মিলিয়ে ভারতীয় এই প্রতিযোগিতার ধারেকাছে নেই অন্য কোনো লিগ। দিন দিন আইপিএলের সেই অর্থমূল্য আরও বেড়েই চলেছে। টুর্নামেন্টটির ব্যবসায়িক মূল্য ১২.৯ শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছে আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট ব্যাংক হুলিহান লোকি। যা পৌঁছেছে ১৮.৫ বিলিয়ন মার্কিন ডলারে।
এছাড়া টাটা গ্রুপ আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে তাদের চুক্তি ২০২৮ পর্যন্ত বাড়িয়েছে- ৫ বছরের এই চুক্তির মূল্য ৩০০ মিলিয়ন ডলার (ভারতীয় মূল্যে যা প্রায় ২ হাজার ৫০০ কোটি রুপি)। ২০২৫ আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল বিরাট কোহলি-রজত পাতিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্বভাবতই তাই বেঙ্গালুরু ব্র্যান্ড ভ্যালুতেও শীর্ষে ওঠে গেছে। বর্তমানে ফ্র্যাঞ্চাইজিটির ব্র্যান্ড ভ্যালু ২৬৯ মিলিয়ন ডলার, যা গত বছর ছিল ২২৭ মিলিয়ন ডলার।
ব্যবসায়িক মূল্যের দিক থেকে বেঙ্গালুরুর পরেই অবস্থান মুম্বাই ইন্ডিয়ান্সের। দুইয়ে থাকা হার্দিক-রোহিতদের দলটি গত বছরের ২০৪ মিলিয়ন ডলার থেকে বেড়ে এবার হয়েছে ২৪২ মিলিয়ন ডলার। এবার চেন্নাই সুপার কিংসের অবস্থান তিনে নেমে গেছে, তাদের বাজার মূল্য ২৩৫ মিলিয়ন ডলার। এক বছরের মধ্যে সবচেয়ে বেশি ব্র্যান্ড ভ্যালু বেড়েছে পাঞ্জাব কিংসের। সর্বশেষ আসরে দারুণ ফর্মে থাকা দলটি যদিও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। শ্রেয়াস আইয়ারের এই দলের ব্র্যান্ড ভ্যালু ৩৯.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪১ মিলিয়ন ডলারে।
অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে গত আসরে ফাইনাল খেললেও শিরোপা ছুঁতে পারেনি বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। এ বছরে হাই পারফরম্যান্সের জায়গায় ‘এ’ দলকে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী আগস্টে ১১ দল নিয়ে আয়োজিত হতে যাওয়া টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নর্দার্ন টেরিটরির আঞ্চলিক ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ ‘এ’ দল ছাড়াও টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে খেলবে পাকিস্তান শাহীনস, নেপাল, অ্যাসিটি কমেট, অ্যাডিলেড স্ট্রাইকার্স, দ্য কিংসমেন, হোবার্ট হারিকেন্স, মেলবোর্ন রেনেগেডস, পার্থ স্কোচার্স ও মেলবোর্ন স্টারস। যদিও সবার সঙ্গে সবার খেলার সুযোগ নেই। গ্রুপ পর্বে প্রতিটি দলই ছয়টি করে ম্যাচ খেলবে।
পাকিস্তান শাহীনস, নেপাল, পার্থ স্কচার্স, নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, মেলবোর্ন স্টারস এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে বিসিবির প্রতিনিধিরা। আগামী ১৪ আগস্টে পর্দা উঠবে টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট। উদ্বোধনী দিনেই মাঠে নামবে পাকিস্তান শাহীনসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল।
আগামী ১৬ আগস্ট বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ নেপাল। পরদিন অর্থাৎ ১৭ আগস্ট বাংলাদেশের প্রতিনিধিদের প্রতিপক্ষ বিগ ব্যাশের পার্থ স্কচার্স। ১৯ আগস্ট বাংলাদেশের ম্যাচ স্বাগতিক নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের সঙ্গে। ২১ আগস্ট প্রতিপক্ষ বিগ ব্যাশের আরেক দল মেলবোর্ন স্টারস। বাংলাদেশের সবগুলো ম্যাচই হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টা)।
গ্রুপ পর্বে শেষ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে লড়বে বাংলাদেশের প্রতিনিধিরা। বাংলাদেশ সময় দুপুর ২টায় খেলতে নামবে তারা। পয়েন্ট টেবিলের সেরা চার দল সুযোগ পাবে সেমিফাইনালে। সেরা চার পেরিয়ে আসা সেরা দুই দল ফাইনাল খেলবে আহামী ২৪ আগস্ট।
মন্তব্য