কাতার বিশ্বকাপে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুইবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ফ্রান্স। চলতি আসরের ফাইনাল ম্যাচটি পরিচালনা করবেন পোল্যান্ডের রেফারি সাইমন মারসিনিয়াক।
ফিফা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, রোববারের ম্যাচটি পরিচালনা করবেন পোলিশ এই রেফারি। আর তাতেই প্রথম কোনো পোলিশ রেফারি বিশ্বমঞ্চের শিরোপা নির্ধারণী ম্যাচ পরিচালনা করবেন।
৪১ বছর বয়সী মারসিনিয়াক ২০১৩ সাল থেকে ফিফার তালিকাভুক্ত রেফারি। ২০০৯ সালে পোল্যান্ডের লিগ ম্যাচ পরিচালনার মধ্য দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়।
কাতার বিশ্বকাপে গ্রুপপর্বে ফ্রান্স ও ডেনমার্কের ম্যাচের পর রাউন্ড অফ সিক্সটিনের আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার ম্যাচটির দায়িত্বেও তিনি ছিলেন। ফ্রান্স-ডেনমার্ক ম্যাচে তিনটি এবং আর্জেন্টিনা-অস্ট্রেলিয়ার মধ্যকার লড়াইয়ে তিনি দুটি হলুদ কার্ড দেখান।
২০১৮ সালের বিশ্বকাপে মারসিনিয়াক দায়িত্ব পালন করেন আর্জেন্টিনা-আইসল্যান্ডের ম্যাচে। ওই ম্যাচে আলবিসেলেস্তেদের পক্ষে একটি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন তিনি।
সে পেনাল্টি থেকে গোল করতে পারেননি লিওনেল মেসি। একই বছর ইউয়েফা সুপার লিগে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের ফাইনাল ম্যাচেটিও তিনি পরিচালনা করেছিলেন।
শিরোপা নির্ধারণী ম্যাচটিতে মারসিনিয়াকের সহকারী হিসেবে থাকছেন তার স্বদেশি পাভেল সোকোলনিৎসকি ও টমাস লিস্তকিয়েভিচ।
চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচে ঘটেছে রেফারি বিতর্ক। আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস ম্যাচে একটি লাল কার্ড ও ১৭টি হলুদ কার্ড দেখিয়ে ইতিহাস গড়েন স্পেনের রেফারি মাতু লাহোজ। ওই ম্যাচে দুই পক্ষের অভিযোগের পর তাকে বাড়ি পাঠিয়ে দেয় ফিফা।
পর্তুগাল ও মরক্কোর ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন এক আর্জেন্টাইন। তাকে নিয়েও সমালোচনা করেছেন পর্তুগালের পেপে, ব্রুনো ফার্নান্দেজ ছাড়াও অনেকে।
অন্যদিকে প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার ম্যাচের রেফারির বিষয় নিয়ে সমালোচনা করেন দলটির তারকা ফরওয়ার্ড লুকা মডরিচ।
চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের পর বিতর্কহীন মারসিনিয়াককে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত কতটা সফল হয়, সেটাই দেখার অপেক্ষা।
আরও পড়ুন:Polish 🇵🇱 referee Szymon Marciniak will officiate the World Cup final between Argentina 🇦🇷 and France 🇫🇷 on Sunday, December 18.
— Usher Komugisha (@UsherKomugisha) December 15, 2022
He was also in charge of:
Nov 26: France 🇫🇷 2-1 🇩🇰 Denmark
Dec 3: Argentina 🇦🇷 2-1 🇦🇺 Australia pic.twitter.com/3ltzN9qTUP
যার হাত ধরে ইতিহাস ইতিহাস গড়েছিল বাংলাদেশের নারী ফুটবল দল সেই গোলাম রব্বানী ছোটন এবার দায়িত্ব ছাড়ছেন।
জাতীয় নারী দলের সফল এই কোচ শুক্রবার দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন।
এক এক করে অবসরের যাচ্ছেন নারী ফুটবল দলের সদস্যরা। শুক্রবার সর্বশেষ গেছেন সাফজয়ী দলের অন্যতম স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না।
গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘আমি আর এ মাসটা আছি। আগামী মাস থেকে নারী দলের দায়িত্বে আর থাকছি না।’
তিনি বলেন, গত সাত-আট বছর অক্লান্ত পরিশ্রম করেছি। পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবনে সময় দিতে পারিনি। আমার বিশ্রাম দরকার।
বাংলাদেশের নারী ফুটবল দলের সহকারী কোচ, প্রধান কোচ হিসেবে কাজ করেছেন ছোটন। এক যুগ ধরে দায়িত্বে ছিলেন তিনি।
ছোটনের নেতৃত্বেই ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫, ২০১৮ সালে সাফ অনূর্ধ্ব-১৮, ২০২১ সালে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।
আরও পড়ুন:আর্সেনালের সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তিবদ্ধ হয়েছেন বুকায়ো সাকা। চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত আর্সেনালেই থাকছেন সাকা।
প্রিমিয়ার লিগের ক্লাব সূত্র এই ঘোষণা দিয়ে জানিয়েছে ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে সাকা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এএফপির বরাতে বাসসের প্রতিবেদনে এসব জানানো হয়।
ইংল্যান্ডের এই ফরোয়ার্ড এবারের মৌসুমে আর্সেনালের জার্সিতে চমক দেখিয়ে ১৪ গোল এবং ১১টি অ্যাসিস্ট করেন।
গত দুই মৌসুমে প্রিমিয়ার লিগে প্রতিটি ম্যাচেই তিনি আর্সেনালকে প্রতিনিধিত্ব করেন।
২১ বছর বয়সী সাকা ধীরে ধীরে নিজেকে আর্সেনালের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছেন।
তিনি বলেন, ‘আমি মনে করি একজন সেরা খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে হলে যা কিছু প্রয়োজন, তার সবই আমি এখানে পেয়েছি। এ কারণেই এখানে থাকতে পেরে আমি খুশি। ভবিষ্যতেও এখানে থাকতে চাই। সত্যিকার অর্থেই আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে অনেক বড় কিছু অর্জন করতে পারব।’
আরও পড়ুন:ফুটবল বিশ্বকাপ আয়োজনে আগ্রহী সৌদি আরব। দেশটিতে ২০৩০ বা ২০৩৪ সালেই বিশ্ববাসীকে জড়ো করার পরিকল্পনা করা হচ্ছে।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খালিফা জানান সৌদি আরব বিশ্বকাপ আয়োজনের সামর্থ্য রাখে। খুব শিগগিরই আরবের মাটিতে আরেকটি বিশ্ব আসর বসাতে তৎপরতা চলছে। খবর বাসসের।
সিরিয়া ও লেবানন সফরে গিয়ে সোমবার বৈরুতে সাংবাদিকদের কাছে বাহরাইনের শেখ সালমান বলেন, ‘আমি মনে করি আয়োজনের সব যোগ্যতা সৌদি আরবের আছে, কিন্তু আমাদের সঠিক সময় বেছে নিতে হবে, সেটা হতে পারে ২০৩০ কিংবা ২০৩৪। তবে ২০৩৪ সালে হলে বেশী ভাল হবে। আমরা ওই দিকে তাকিয়ে রয়েছি। তবে পরিস্থিতি অনুকুলে থাকে ২০৩০ সালেই আমরা প্রস্তুত।’
২০৩০ সালের বিশ্বকাপের জন্য স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে একটি এবং আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে ও প্যারাগুয়ে মিলে আরও একটি বিডে অংশ নেয়ার আগ্রহ জানিয়েছে।
গত সেপ্টেম্বরে মিশরীয় যুব ও ক্রীড়ামন্ত্রী মুহাম্মদ ফাওজির পক্ষে এক মুখপাত্র জানান, বিশ্বকাপ আয়োজনে সৌদি আরব ও গ্রীস যৌথ বিডে অংশ নিতে চায়।
এদিকে সৌদি ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুরকি আল ফয়সাল ফেব্রুয়ারিতে বার্তা সংস্থা এএফপিকে জানান, তার দেশ এখনও প্রার্থীতার জন্য কোনো ফাইল জমা দেয়নি, তবে সবকিছুই সম্ভব।
এএফসি জানায়, তারা কন্টিনেন্টাল ফেডারেশন ও ফিফার সঙ্গে সমন্বয় করছে। যে কোনো দেশের সঙ্গে যৌথ বিডে যাবার জন্য সব ধরনের সমঝোতার বিষয়টিও বিবেচনা করছে, যাতে শিগগির একটি ফাইল উপস্থাপন করা যায়।
অন্তত ৯০ ভাগ সফলতা নিশ্চিত করেই সবকিছু করতে চায় সংস্থ্যাটি।
তাদের মতে, ৪৭টি ভোট তারা নিশ্চিত। বিশ্বকাপের স্বাগতিক হতে হলে ১১০ ভোটের প্রয়োজন হয়।
২০২৬ এএফসি উইমেন্স কাপ, ২০২৭ সালে প্রথমবারের মতো এশিয়ান কাপ, ২০৩৪ সালে এশিয়ান গেমস ও ২০২৯ সালে এশিয়ান উইন্টার গেমস সৌদি আরবে অনুষ্ঠিত হবে।
জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে ফমূর্লা ওয়ান রেস, স্প্যানিশ সুপার কপা, গল্ফ টুর্নামেন্ট ও বক্সিং টাইটেল বাউটস।
জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল কিনে নিয়েছে সৌদি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।
অপরদিকে ২০২৬ বিশ্বকাপে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে।
আসরটি আরও বৈশ্বিক করতে প্রথমবারের মত ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বিশ্বকাপ হবে।
এশিয়ায় দুইবার বিশ্বকাপ আয়োজিত হয়। ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে যৌথভাবে এবং ২০২২ সালে কাতার আয়োজন করে মরুভূমির সক্ষমতা বিশ্বের দরবারে তুলে ধরে।
আরও পড়ুন:আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার প্রয়াত দিয়েগো ম্যারাডোনার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টি হ্যাকিংয়ের শিকার হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় আইডি নিয়ন্ত্রণে নিয়ে নানা ধরনের পোস্ট দেয়া হচ্ছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
উদ্ভট এমন কাণ্ডে বেশ বিব্রত বিশ্বজুড়ে ম্যারাডোনার ভক্তরা। এর প্রেক্ষাপটে ম্যারাডোনার স্বজনরা বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রায় ১ কোটি ২০ লাখ অনুসারী থাকা ফেসবুক আইডি হ্যাক করার পর প্রথমেই হ্যাকাররা লেখেন, ‘তোমরা নিশ্চয়ই জানো, আমার মৃত্যুর খবরটা ঠিক না।’ এরপর বেশ কয়েকটি পোস্ট দেয়া হয়।
একটি পোস্টে বলা হয়, ‘স্বর্গে কোনো কোক নেই, শুধু পেপসি।’ আরেক পোস্টে লিওনেল মেসির দীর্ঘজীবন কামনা করা হয়।
ম্যারাডোনার পরিবারের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, দিয়েগো ম্যারাডোনার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট সাইবার আক্রমণের শিকার হয়েছে।
কারা এবং কী কারণে ম্যারাডোনার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে তা এখনও জানা যায়নি।
সর্বকালের সেরা ফুটবলারদের অন্যতম ডিয়েগো ম্যারাডোনা ২০২০ সালের ২৫ নভেম্বর মারা যান। হার্ট অ্যাটাকে ৬০ বছর বয়সে মৃত্যু হয় বিশ্বনন্দিত এই ফুটবল মহাতারকার।
আরও পড়ুন:১৫ পয়েন্ট না হলেও ১০ পয়েন্ট ঠিকই কাটা গেল ইতালিয়ান ক্লাব ইউভেন্তুসের। এর ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ তো দুরের কথা, ইউরোপা লিগ এমনকি উয়েফা কনফারেন্স লিগে স্থান পাওয়া নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
দলবদলের চুক্তি সম্পর্কিত নানা অনিয়মের অভিযোগে নতুন একটি শুনানির পর সেরি আ’তে চলতি মৌসুমে দলটির ১০ পয়েন্ট কেটে নেয়ার রায় দিয়েছে ইতালির একটি ক্রীড়া আদালত।
সোমবার স্থানীয় সময় রাত পৌনে ৯টায় এমপোলির সঙ্গে খেলা চলছিল ইউভেন্তুসের। ম্যাচটিতে এমপোলির কাছে ৪-১ গোলে হারে মাস্সিমিলিয়ানো আলেগ্রির দল। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে এ রায়ের খবর আসে বলে গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়।
এ মামলায় ২০২৩ সালের জানুয়ারি মাসে এক রায়ে প্রথমে ১৫ পয়েন্ট কেটে নেয়া হয় ‘তুরিনের বুড়ি’দের; সাথে করা হয় জরিমানা। সে সময় পয়েন্ট টেবিলের দশম অবস্থানে নেমে যায় তারা। তবে এপ্রিলে ইতালির শীর্ষ ক্রীড়া আদালত রায়টি পর্যালোচনা করতে বললে আবারও চ্যাম্পিয়ন্স লিগের স্পট ফিরে পায় তারা। পর্যালোচিত রায়ে জরিমানাও স্থগিত করা হয়। এরপর দারুণ খেলে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে উঠে আসে।
কিন্তু মৌসুমের শেষ সময়ে ১০ পয়েন্ট কাটা এই শাস্তির ফলে পয়েন্ট টেবিলের সপ্তম অবস্থানে নেমে গিয়েছে ইউভেন্তুস। এতে আগামী মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতায় খেলা নিয়ে অনিশ্চয়তায় পড়ে গেছে দলটি।
ইতালির লিগ ‘সেরি আ’ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ ৪ দল পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করে। পঞ্চম দল ইউরোপা লিগ ও ষষ্ঠ দল উয়েফা কনফারেন্স লিগে প্রতিযোগিতা করার সুযোগ পায়। ৫৯ পয়েন্ট নিয়ে ইউভেন্তুসের অবস্থান এখন সপ্তম।
তবে এতকিছুর পরও ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার সম্ভাবনা একেবারে হাতছাড়া হয়ে যায়নি তাদের।
৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ অবস্থানে রয়েছে এসি মিলান। ৬১ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে আতালান্তা ও ৬০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে রোমা। একটু খেয়াল করলে দেখা যায়, চতুর্থ অবস্থানে অর্থাৎ, চ্যাম্পিয়ন্স লিগের শেষ স্পটে থাকা এসি মিলানের চেয়ে ইউভেন্তুসের পয়েন্ট ব্যবধান ৫, আতালান্তা ও রোমার সঙ্গে পয়েন্ট ব্যবধান মাত্র ২ ও ১।
ইউভেন্তুসের হাতে এখনও দুই ম্যাচ রয়েছে যার একটি এসি মিলান ও অপরটি উদিনিসের সঙ্গে। রোববার (২৮ মে) এসি মিলানের সঙ্গে যদি জিততে পারে, তাহলে তাদের সঙ্গে ইউভেন্তুসের ব্যবধান কমে আসবে দুইয়ে। সে সঙ্গে আতালান্তা ও রোমা যদি শেষ দুই ম্যাচে পয়েন্ট হারায়, আর ইউভেন্তুস পরের দুই ম্যাচই জেতে, তাহলে হয়ত ইউরোপা লিগ বা কনফারেন্স লিগে আগামী মৌসুমে দেখা যেতে পারে ‘ওল্ড লেডি’দের।
আরও পড়ুন:জমকালো উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৩’। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস (বিএবি)-এর উদ্যোগে প্রথমবারের মতো এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে শনিবার আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএবি’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএবি ও এফবিসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ও শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৩ আয়োজক কমিটির সদস্য সচিব ড. চৌধুরী নাফিজ সরাফাত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৩ আয়োজক কমিটির চেয়ারম্যান একেএম নুরুল ফজল বুলবুল, বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসারবৃন্দ, বিএবি’র সদস্য ব্যাংকগুলোর চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অংশগ্রহণকারী দলের খেলোয়াড়সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আর্মি স্টেডিয়ামকে রঙিন সাজে সাজানো হয়। উদ্বোধনী আয়োজনে ছিল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩৪টি ব্যাংক দলের মার্চপাস্ট, দর্শনীয় ডে-লাইট ফায়ারওয়ার্কস এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর আগে ৬ মে ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৩’-এর লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় ৩৩টি ব্যাংক দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন:লিওনেল মেসি আর তার আর্জেন্টিনা দল বাংলাদেশে আসার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। তবে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছে বিকাশ। বাংলাদেশি প্রতিষ্ঠানটির সঙ্গে আঞ্চলিক স্পনসরশিপের চুক্তি করেছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়া এ চুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বলেছেন, ‘ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা দল বাংলাদেশের মানুষের আবেগ-উচ্ছ্বাস ভরা সমর্থন পেয়েছে। বাংলাদেশেরই স্বনামধন্য ফিনটেক কোম্পানি বিকাশের সঙ্গে চুক্তি করতে পেরে আমরা খুব খুশি।’
বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কামাল কাদির আশা প্রকাশ করে বলেন, ‘এই চুক্তির সাহায্যে আমরা খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার নতুন নতুন সুযোগ খুঁজে বের করব। একইসঙ্গে বাংলাদেশের অনুপ্রেরণাদায়ী, আবেগী গল্পটাও বিশ্বকে জানানোর সুযোগ পাওয়া যাবে।’
মন্তব্য