জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে থেকে ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন ওপেনার লিটন দাস। একই সঙ্গে সিরিজ শেষ নুরুল হাসান সোহানের। এই দুই ক্রিকেটারের বদলি হিসেবে এবাদত হোসেন ও নাঈম শেখকে জিম্বাবুয়ে উড়িয়ে নিচ্ছে বিসিবি।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার সন্ধ্যা ৭টায় দেশ ছাড়বেন এই দুই ক্রিকেটার।
হারারেতে পৌঁছে সিরিজের বাকি অংশে দলের সঙ্গেই থাকবেন নাইম-এবাদত। লিটনের বদলি হিসেবে যাচ্ছেন নাঈম আর শরিফুল ইসলামের চোট নিয়ে শঙ্কা থাকায় উড়িয়ে নেয়া হচ্ছে এবাদতকে।
দেশ ছাড়ার আগে আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই পেইসার বলেন, ‘আমি বাংলাদেশ টাইগার্সের হয়ে এইচপির বিপক্ষে খেলার জন্য খুলনায় ছিলাম। ওখানে সাদা বলের জন্য গিয়েছিলাম। তাই সাদা বলের অনুশীলনটাই করে এসেছি। গতকাল রাতে কল আসে- জাতীয় দলে যোগ দিতে হবে। শুনে খুব খুশি হয়েছি।’
তিনি আরও বলেন, ‘প্রথমে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি, মাঝখানে যাচ্ছি। একটু অবাক করার মতো। ইনশা আল্লাহ দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করব। আমি অনুশীলনের মধ্যে আছি। অনুশীলনের মধ্যে না থাকলে মানসিকভাবে পিছিয়ে থাকতাম। তাই আত্মবিশ্বাস ভালো আছে।’
রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে ইতোমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে আছে জিম্বাবুয়ে।
ক্রিকেট
ইংল্যান্ড-সাউথ আফ্রিকা ৩য় দিন
বিকেল ৪টা, সনি টেন টু
ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড ২য় ওয়ানডে
রাত ১২টা, টি স্পোর্টস
ফুটবল
সেভিয়া-ভায়াদোলিদ
রাত ২টা, স্পোর্টস এইটিন-ওয়ান
আরও পড়ুন:
ক্রিকেট
প্রথম ওয়ানডে
জিম্বাবুয়ে-ভারত
দুপুর সোয়া ১টা, সনি সিক্স।
দ্বিতীয় ওয়ানডে
নেদারল্যান্ডস-পাকিস্তান
বিকেল ৩টা, টি স্পোর্টস/ইউটিউব।
লর্ডস টেস্ট, দ্বিতীয় দিন
ইংল্যান্ড-সাউথ আফ্রিকা
বিকেল ৪টা, সনি টেন ২।
দ্বিতীয় ওয়ানডে
বাংলাদেশ ‘এ’ বনাম ওয়েস্ট ইন্ডিজ ‘এ’
সন্ধ্যা সাড়ে ৭টা, ইউটিউব/উইন্ডিজ ক্রিকেট।
ফুটবল
অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ ফুটবল
ফ্রান্স-সাউথ কোরিয়া
সকাল ৮টা, টি স্পোর্টস।
অন্যান্য
টেনিস
সিনসিনাটি মাস্টার্স
রাত ৯টা, স্পোর্টস ১৮-১।
এশিয়ান ট্যুর গলফ
ইন্টারন্যাশনাল সিরিজ কোরিয়া
বেলা সোয়া ১১টা, ইউরোস্পোর্ট।
তুরস্কের কোনিয়াতে ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরে আর্চারি কম্পাউন্ড নারী টিম ইভেন্টে রৌপ্য জিতেছে বাংলাদেশ। রিকার্ভ টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশের পুরুষ ও নারী দল।
বুধবার অনুষ্ঠিত কম্পাউন্ড নারী টিম ইভেন্টের ফাইনালে তুরকিয়ের ২২৯-২২২ পয়েন্টে হেরেছে রোকসানা আক্তার, শ্যামলী রায় ও পুষ্পিতা জামানের বাংলাদেশ দল।
রিকার্ভ দলগত ইভেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ৬-০ সেটে জয়লাভ করে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, রোমান সানা ও সাগর ইসলামকে নিয়ে গঠিত বাংলাদেশ দল। এর আগে সেমিফাইনালে তারা হারে ইন্দোনেশিয়ার কাছে।
নারীদের দলগত রিকার্ভের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৬-২ সেটে জয় নিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও বিউটি রায়ের বাংলাদেশ দল।
সিনসিনাটি মাস্টার্সের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন সেরিনা উইলিয়ামস। মঙ্গলবার তিনি ইউএস ওপেন বিজয়ী ব্রিটিশ টিনএজার এমা রাদুকানুর কাছে ৬-৪, ৬-০ গেমে সরাসরি হেরে হয়ে বিদায় নেন। এর মাধ্যমে বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেলেন সেরিনা।
গত সপ্তাহে সেরিনা ইঙ্গিত দিয়েছিলেন এ বছরের ইউএস ওপেনের পর তিনি টেনিসকে বিদায় জানাতে যাচ্ছেন। পরাজয়ের পর সাংবাদিকদের কিছু না বলেই তড়িঘড়ি করে কোর্ট ত্যাগ করেন ৪০ বছর বয়সী সেরিনা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও তিনি উপস্থিত ছিলেন না।
২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সেরিনার বিপক্ষে এটাই হয়তো রাদুকানুর শেষ ম্যাচ। মঙ্গলবার রাতে দুই সেটের শুরুতে ব্রেক পয়েন্ট অর্জন করেন রাদুকানু। সেটা থেকে আর ফিরতে পারেননি সেরিনা।
ম্যাচ শেষে রাদুকানু বলেন, ‘প্রথম পয়েন্ট থেকে শেষ পয়েন্ট পর্যন্ত আমি বেশ নার্ভাস ছিলাম। সেরিনা একজন বিপদজনক খেলোয়াড়। যে কোনো পরিস্থিতিত ম্যাচে ফিরে আসার যোগ্যতা তার আছে। আমাকে সবসময় ম্যাচে নজর রাখতে হয়েছে।’
২০১৪ ও ২০১৫ সালে সিনসিনাটি মাস্টার্স বিজয়ী সেরিনা এ বছর চতুর্থ ম্যাচে কোর্টে নামলেন। ইনজুরির কারনে দীর্ঘদিন বিশ্রামে থাকার পর উইম্বলডনের মাধ্যমে কোর্টে ফিরেছিলেন অভিজ্ঞ এ তারকা। গত বছর সেপ্টেম্বরে বাছাই খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শুরু করা ব্রিটিশ রাদুকানু গত বছর এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিলেন।
ক্রিকেট
প্রথম ওয়ানডে
ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড
রাত ১২টা, ইউটিউব/টি স্পোর্টস
লর্ডস টেস্টের প্রথম দিন
ইংল্যান্ড-সাউথ আফ্রিকা
বিকেল ৪টা, সনি টেন ২।
ফুটবল
অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ ফুটবল
ব্রাজিল-কোস্টারিকা
সকাল ৮টা, টি স্পোর্টস।
ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ
প্লে-অফ প্রথম লেগ
রাত ১টা, সনি টেন ২।
অন্যান্য
টেনিস
সিনসিনাটি মাস্টার্স
রাত সাড়ে ৯টা, স্পোর্টস ১৮-১।
তুরকিয়ের কোনিয়াতে চলমান ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরের রিকার্ভ এককে হেরে গেছেন বাংলাদেশের দুই তারকা আর্চার দিয়া সিদ্দিকী ও রোমান সানা। ফলে একক থেকে পদক জয়ের আর কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের।
রিকার্ভ নারী এককের এলিমিনেশন রাউন্ডের কোয়ার্টার ফাইনালে দিয়া সিদ্দিকী ৭-৩ সেটে স্বাগতিক আর্চার আনাগোই ইয়াসেমিন ইসেমের কাছে হেরে গেছেন। ছেলেদের এককের এলিমিনেশন রাউন্ডে কোয়ার্টার ফাইনালে রোমান সানা ৬-০ সেটে হেরে গেছেন উজবেকিস্তানের উনগালভ ওজোদবেকের কাছে।
এছাড়া কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছেন বাংলাদেশ দলের অন্য দুই আর্চার মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও সাগর ইসলাম।
রুবেল তুরকিয়ের এ কে সামেটের কাছে ৬-০ সেটে পরাজিত হয়েছেন। আর সাগর ৭-১ সেটে হেরে যান স্বাগতিক আর্চার আজোজ মেটের কাছে।
নারীদের কম্পাউন্ড বিভাগে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফলে, সেখান থেকে অন্তত একটি পদক নিশ্চিতভাবেই পাচ্ছে বাংলাদেশ।
ক্রিকেট
নেদারল্যান্ডস বনাম পাকিস্তান - ১ম ওয়ানডে
বিকাল ৩টা, টি স্পোর্টস
ফুটবল
চ্যাম্পিয়নস লিগ বাছাইপর্ব
রাত ১টা, সনি টেন টু
আরও পড়ুন:
মন্তব্য