সবশেষ নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদকে হারিয়ে আন্তর্জাতিক বাউটে জয় পেয়েছিলেন বাংলাদেশের বক্সার সুর কৃষ্ণ চাকমা। সেই ধারাবাহিকতায় ডাক পেয়েছিলেন বার্মিংহামে বাংলাদেশের হয়ে কমনওয়েলথ গেমসে।
আগের রাতে পতাকা বহন করা এ বক্সারের রিংয়ের লড়াইয়ে নামার কথা ছিল ফিজির এরিয়া রকবুলির সঙ্গে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে রিংয়ে দাঁড়াতেই পারলেন না সুর কৃষ্ণ চাকমা। ছিটকে গেলেন মেডিক্যাল টেস্ট করতে গিয়ে। এর আগে ২০১৪ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসের প্রথম রাউন্ডে বাদ পড়েছিলেন এ বক্সার।
গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করার কথা ছিল ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তের। বাংলাদেশ থেকে এমন প্রস্তুতি নিয়েই যুক্তরাজ্য যান মাবিয়া। সেখানে গিয়ে জানতে পারেন উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে দেশের পতাকা একজন নয়, বহন করতে হবে দু’জনকে। যে কারণে বক্সার সুর কৃষ্ণ চাকমাকে সুযোগ দেয় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
বার্মিংহামের মাস্টনগ্রিনে ন্যাশনাল এক্সিভিশেন সেন্টারের চার নম্বর হলে লড়াইয়ে নামার কথা সুর কৃষ্ণের। দুই দিন সেখানে অনুশীলন করে রিংয়ে নামার প্রস্তুতিও নিয়েছিলেন সুর কৃষ্ণ। ফিজির প্রতিপক্ষের বিপক্ষে জয়ের আশাও করছিলেন তিনি। মেডিক্যাল টেস্টে দেখা গেছে তার রক্তচাপ বেশি। ফলে গেমস কর্তৃপক্ষ তাকে আনফিট ঘোষণা করে।
এ বিষয়ে বাংলাদেশে দলের চিকিৎসক শফিকুর রহমান বলেন, ‘আসলে এটা ওর দুর্ভাগ্য। ইভেন্টের দিন সকালে রুটিন মেডিক্যাল চেক-আপে ওর উচ্চ রক্তচাপ ধরা পড়ে। এরপর ১৫-২০ মিনিট বিশ্রাম দিয়ে ফের পরীক্ষা করলেও প্রেসার বেশি আসে বলে ওকে খেলতে অনুমতি দেয়নি কর্তৃপক্ষ।
‘এর এক ঘণ্টা পর থেকেই ওর প্রেসার কমতে শুরু করে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। তবে গেমসের নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের আগে মেডিক্যাল টেস্ট উত্তীর্ণ হতে হয়। সেটা তিনি করতে পারেননি।’
আক্ষেপ নিয়ে সুর কৃষ্ণ বলেন, 'ঘুম থেকে উঠে নাস্তা করে মেডিক্যাল টেস্ট যখন দেই, তখন কোনো সমস্যা হয়নি। অথচ প্রেশার মেপে ডাক্তাররা বেশি পায়। দ্বিতীয়বারের পরীক্ষাতেও বেশি আসলে আমাকে খেলার অনুমতি দেয়নি। এর কিছুক্ষণ পরেই আমার প্রেশার স্বাভাবিক হয়ে যায়।’
এটাকে দুর্ভাগ্য হিসেবে আখ্যা দিয়ে দেশের একমাত্র প্রফেশনাল বক্সিংয়ে শিরোপা জেতা এই বক্সার বলেন, ‘কোনো নার্ভাসনেস কাজ করেনি আমার মধ্যে। গতরাতে ভালো ঘুম না হওয়ার কারণেই হয়তো এমনটা হয়েছে।’
এদিকে জিমন্যাস্টিকসে আশার আলো দেখিয়েছেন আলী কাদের হক। নিউজিল্যান্ড প্রবাসী এই জিমন্যাস্ট বাছাই পর্বে নিজের বিভাগে ১৩.৭ স্কোর তুলেছেন। সর্বোচ্চ যেখানে ১৪। মূল পর্বে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে তার।
অপর দুই প্রতিযোগী সাইদ আহমেদ রাফি ও শিশির আহমেদ প্রত্যাশা পূরণ করতে পারেননি।
সাঁতারের পুল থেকে অবশ্য আসেনি ভালো খবর। স্যান্ডওয়েলের অ্যাকুয়াটিক সেন্টারে ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে চার নম্বর হিটে বাংলাদেশের সাঁতারু মাহমুদুন নবী নাহিদ আটজনের মধ্যে হয়েছেন অষ্টম।
হিটেই বাদ পড়া বাংলাদেশের এ সাঁতারু ১০০ মিটার বাটারফ্লাইয়ে পুলে নামবেন ১ আগস্ট। মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে দুই নম্বর হিটে নামা মরিয়ম আক্তার নিজের হিটে সাত জনের মধ্যে পঞ্চম হয়েছেন।
আরও পড়ুন:তুরস্কের কোনিয়াতে ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরে আর্চারি কম্পাউন্ড নারী টিম ইভেন্টে রৌপ্য জিতেছে বাংলাদেশ। রিকার্ভ টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশের পুরুষ ও নারী দল।
বুধবার অনুষ্ঠিত কম্পাউন্ড নারী টিম ইভেন্টের ফাইনালে তুরকিয়ের ২২৯-২২২ পয়েন্টে হেরেছে রোকসানা আক্তার, শ্যামলী রায় ও পুষ্পিতা জামানের বাংলাদেশ দল।
রিকার্ভ দলগত ইভেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ৬-০ সেটে জয়লাভ করে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, রোমান সানা ও সাগর ইসলামকে নিয়ে গঠিত বাংলাদেশ দল। এর আগে সেমিফাইনালে তারা হারে ইন্দোনেশিয়ার কাছে।
নারীদের দলগত রিকার্ভের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৬-২ সেটে জয় নিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও বিউটি রায়ের বাংলাদেশ দল।
সিনসিনাটি মাস্টার্সের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন সেরিনা উইলিয়ামস। মঙ্গলবার তিনি ইউএস ওপেন বিজয়ী ব্রিটিশ টিনএজার এমা রাদুকানুর কাছে ৬-৪, ৬-০ গেমে সরাসরি হেরে হয়ে বিদায় নেন। এর মাধ্যমে বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেলেন সেরিনা।
গত সপ্তাহে সেরিনা ইঙ্গিত দিয়েছিলেন এ বছরের ইউএস ওপেনের পর তিনি টেনিসকে বিদায় জানাতে যাচ্ছেন। পরাজয়ের পর সাংবাদিকদের কিছু না বলেই তড়িঘড়ি করে কোর্ট ত্যাগ করেন ৪০ বছর বয়সী সেরিনা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও তিনি উপস্থিত ছিলেন না।
২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সেরিনার বিপক্ষে এটাই হয়তো রাদুকানুর শেষ ম্যাচ। মঙ্গলবার রাতে দুই সেটের শুরুতে ব্রেক পয়েন্ট অর্জন করেন রাদুকানু। সেটা থেকে আর ফিরতে পারেননি সেরিনা।
ম্যাচ শেষে রাদুকানু বলেন, ‘প্রথম পয়েন্ট থেকে শেষ পয়েন্ট পর্যন্ত আমি বেশ নার্ভাস ছিলাম। সেরিনা একজন বিপদজনক খেলোয়াড়। যে কোনো পরিস্থিতিত ম্যাচে ফিরে আসার যোগ্যতা তার আছে। আমাকে সবসময় ম্যাচে নজর রাখতে হয়েছে।’
২০১৪ ও ২০১৫ সালে সিনসিনাটি মাস্টার্স বিজয়ী সেরিনা এ বছর চতুর্থ ম্যাচে কোর্টে নামলেন। ইনজুরির কারনে দীর্ঘদিন বিশ্রামে থাকার পর উইম্বলডনের মাধ্যমে কোর্টে ফিরেছিলেন অভিজ্ঞ এ তারকা। গত বছর সেপ্টেম্বরে বাছাই খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শুরু করা ব্রিটিশ রাদুকানু গত বছর এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিলেন।
ক্রিকেট
প্রথম ওয়ানডে
ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড
রাত ১২টা, ইউটিউব/টি স্পোর্টস
লর্ডস টেস্টের প্রথম দিন
ইংল্যান্ড-সাউথ আফ্রিকা
বিকেল ৪টা, সনি টেন ২।
ফুটবল
অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ ফুটবল
ব্রাজিল-কোস্টারিকা
সকাল ৮টা, টি স্পোর্টস।
ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ
প্লে-অফ প্রথম লেগ
রাত ১টা, সনি টেন ২।
অন্যান্য
টেনিস
সিনসিনাটি মাস্টার্স
রাত সাড়ে ৯টা, স্পোর্টস ১৮-১।
তুরকিয়ের কোনিয়াতে চলমান ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরের রিকার্ভ এককে হেরে গেছেন বাংলাদেশের দুই তারকা আর্চার দিয়া সিদ্দিকী ও রোমান সানা। ফলে একক থেকে পদক জয়ের আর কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের।
রিকার্ভ নারী এককের এলিমিনেশন রাউন্ডের কোয়ার্টার ফাইনালে দিয়া সিদ্দিকী ৭-৩ সেটে স্বাগতিক আর্চার আনাগোই ইয়াসেমিন ইসেমের কাছে হেরে গেছেন। ছেলেদের এককের এলিমিনেশন রাউন্ডে কোয়ার্টার ফাইনালে রোমান সানা ৬-০ সেটে হেরে গেছেন উজবেকিস্তানের উনগালভ ওজোদবেকের কাছে।
এছাড়া কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছেন বাংলাদেশ দলের অন্য দুই আর্চার মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও সাগর ইসলাম।
রুবেল তুরকিয়ের এ কে সামেটের কাছে ৬-০ সেটে পরাজিত হয়েছেন। আর সাগর ৭-১ সেটে হেরে যান স্বাগতিক আর্চার আজোজ মেটের কাছে।
নারীদের কম্পাউন্ড বিভাগে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফলে, সেখান থেকে অন্তত একটি পদক নিশ্চিতভাবেই পাচ্ছে বাংলাদেশ।
ক্রিকেট
নেদারল্যান্ডস বনাম পাকিস্তান - ১ম ওয়ানডে
বিকাল ৩টা, টি স্পোর্টস
ফুটবল
চ্যাম্পিয়নস লিগ বাছাইপর্ব
রাত ১টা, সনি টেন টু
আরও পড়ুন:ইংলিশ প্রিমিয়ার লিগ
লিভারপুল-ক্রিস্টাল প্যালেস
রাত ১.০০টা
সরাসরি স্টার স্পোর্টস সিলেক্ট ২
স্প্যানিশ লা লিগা
অ্যাথলেটিক বিলবাও-মায়োর্কা
রাত ৯.৩০ মিনিট
সরাসরি স্পোর্টস ১৮-১ এসডি
গেতাফে-অ্যাটলেটিকো মাদ্রিদ
রাত ১১.৩০ মিনিট
সরাসরি স্পোর্টস ১৮-১ এসডি
মেয়েদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ
যুক্তরাষ্ট্র-নেদারল্যান্ডস
ভোর ৫.০০টা
সরাসরি টি স্পোর্টস
ফ্রান্স-কানাডা
সকাল ৮.০০টা
সরাসরি টি স্পোর্টস
আরও পড়ুন:ফুটবল
অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ ফুটবল
কোস্টারিকা-স্পেন
সকাল ৮টা, টি স্পোর্টস।
ঘানা-জাপান
রাত ১১টা, টি স্পোর্টস।
সাউথ কোরিয়া-নাইজেরিয়া
রাত ২টা, টি স্পোর্টস।
নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র
সোমবার ভোর ৫টা, টি স্পোর্টস।
ইংলিশ প্রিমিয়ার লিগ
ওয়েস্টহাম-নটিংহাম
সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১।
চেলসি-টটেনহাম
রাত ৯টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১।
বুন্দেসলিগা
মাইনৎস-ইউনিয়ন বার্লিন
সন্ধ্যা ৭টা, সনি টেন ২।
বায়ার্ন মিউনিখ-ভলফসবুর্গ
রাত সাড়ে ৯টা, সনি টেন ২।
লা লিগা
আলমেরিয়া-রিয়াল মাদ্রিদ
রাত ২টা, স্পোর্টস ১৮-১ এসডি।
কাদিজ-সোসিয়েদাদ
রাত সাড়ে ৯টা, স্পোর্টস ১৮-১ এসডি।
ভ্যালেন্সিয়া-জিরোনা
রাত সাড়ে ১১টা, স্পোর্টস ১৮-১ এসডি।
অন্যান্য
এশিয়ান ট্যুর গলফ, ইন্টারন্যাশনাল সিরিজ সিঙ্গাপুর
সকাল সাড়ে ১০টা, ইউরোস্পোর্ট।
মন্তব্য