অলিম্পিকের পর বিশ্বের অন্যতম বড় ক্রীড়াযজ্ঞ কমনওয়েলথ গেমস। এবারের কমনওয়েলথ গেমসের আয়োজক ইংল্যান্ড। বুধবার রাতে জমকালো আয়োজনে কমনওয়েলথ গেমসের ২২তম আসরের পর্দা উঠেছে। প্রায় ৩০ হাজার দর্শক নিয়ে আলেক্সান্ডার স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের আসর। চলবে আগামী ১১ দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের হয়ে পতাকা বহন করেন এস এ গেমসে স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার।
অনুষ্ঠানে অন্যতম চমক ছিলেন শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। বিশ্ববাসীকে খেলাধুলার মাধ্যমে বন্ধুত্ব স্থাপনের বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন তিনি। তাছাড়া শিক্ষার প্রতি গুরুত্ব তুলে ধরেন এ নোবেল বিজয়ী।
অনুষ্ঠানের আরও একটি অন্যতম চমক ছিল প্রায় ১০ মিটার লম্বা ষাঁড়ের আগমন। কৃত্রিম এই ষাঁড়ের আগমনের মধ্য দিয়ে বার্মিংহাম ও কমনওয়েলথের সংস্কৃতির দিকটি তুলে ধরা হয়। সাংস্কৃতিক আয়োজনের দায়িত্বে ছিলেন ওয়েব সিরিজ পিকি ব্লাইডার্সের প্রতিষ্ঠাতা স্টিভেন নাইট।
এবারের কমনওয়েলথ গেমসের বার্তা, সামাজিক পরিবর্তন। ক্রীড়াবিদদের উৎসাহিত করা হয়েছে, যাতে তারা সমাজের গুরুত্বপূর্ণ ইতিবাচক দিকগুলো পরিবর্তনে অংশগ্রহণ করেন।
বার্মিংহামে এবার ৭২টি দেশের পাঁচ হাজারের বেশি ক্রীড়াবিদ অংশ নেবেন নিজেদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের জন্য। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ। গেমসে বাংলাদেশ অংশ নেবে ৭ ডিসিপ্লিনে।
মাঠের লড়াইয়ে শুক্রবার প্রথম দিনে বাংলাদেশ নামছে চার ডিসিপ্লিনে; লড়বে বাংলাদেশের ১২ অ্যাথলেট। প্রথম দিনেই দুই ইভেন্টে নামবে বাংলাদেশ।
আন্তর্জাতিক পরিমণ্ডলে কমনওয়েলথ গেমস বাংলাদেশকে দিয়েছে অন্যরকম পরিচিতি। যদিও শ্যুটারদের কল্যাণে দেশের এই পরিচিতি। কমনওয়েলথে এ পর্যন্ত পাওয়া আটটি পদকের সবই এনে দিয়েছেন শ্যুটাররা।
১৯৯০ অকল্যান্ড কমনওয়েলথ গেমসে দুই শ্যুটার আতিকুর রহমান ও আব্দুস সাত্তার নিনি ১০ মিটার এয়ার পিস্তল দ্বৈত ইভেন্টের ফাইনালে ফেভারিট অস্ট্রেলীয় জুটিকে হারিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন। কমনওয়েলথ গেমসের ইতিহাসে দেশ পায় প্রথম পদকের দেখা।
বাংলাদেশের আরেক সম্ভাবনাময় খেলা আরচারিও জায়গা পায়নি ১৯টি খেলার তালিকায়। নারী ক্রিকেটের স্বপ্ন বাছাইয়েই সমাধি হয়ে গেছে।
বিশেষ করে জিমন্যাস্ট আলী কাদের হক ও যুক্তরাজ্য প্রবাসী স্প্রিন্টার ইমরানুরকে নিয়ে আশা দেখছেন অ্যাথলেটিক্স ফেডারেশনের কর্তারা। এ ছাড়া হাইজাম্পে মাহফুজুর রহমান ও উম্মে হাফসারাও আশা দেখাচ্ছেন।
দুই বড় ইভেন্ট অ্যাথলেটিক্স ও সাঁতার ছাড়াও ভারোত্তোলন, জিমন্যাস্টিকস, কুস্তি, বক্সিং ও টেবিল টেনিসে থাকবে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব।
এই সাত ডিসিপ্লিনের মধ্যে শুক্রবার চারটিতে নামছে বাংলাদেশ। বক্সিয়ে মো. হোসেন আলী, সুর কৃষ্ণ চাকমা ও সেলিম হোসেন রিংয়ে দাঁড়াবেন। এদের মধ্যে হোসেন আলী ৬৩.৫-৬৭ কেজি ওজন শ্রেণিতে, সুর কৃষ্ণ ৬০-৬৩ কেজিতে এবং ৫৪-৫৭ সেলিম হোসেন লড়াই করবেন। এনইসি হলের ৪ নম্বর ফ্লোরে হবে বক্সিং।
বাস্তবতার নিরিখে বক্সার সুর কৃষ্ণ চাকমা বলেন, ‘এসব আসরে ভালো করতে হলে যেসব সুযোগ-সুবিধা দরকার তার ধারে-কাছে নেই আমরা। সত্যি বলতে আমরা এটাকে আমাদের অভিজ্ঞতা অর্জনের মঞ্চ হিসেবে ধরে নিয়ে রিংয়ে দাঁড়াব। চেষ্টা করব নিজেদের সর্বোচ্চটা দেয়ার। এরপর যদি কিছু হয়।’
গেমসের মূল ভেন্যু বার্মিংহামের আলেকজান্ডার স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানের কারণে সকালেই অনুশীলন সেরেছে বাংলাদেশের অ্যাথলেটরা।
সকালে অনুশীলনের ভেন্যু থেকে আক্ষেপ করে ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত বলেন, ‘গোলকোস্ট কমনওয়েলথ গেমসে আমি ষষ্ঠ হয়েছিলাম। এবার তার চেয়ে ভালো করার সম্ভাবনা কম।’
১ আগস্ট ৬৪ কেজি ওজন শ্রেণিতে লড়বেন মাবিয়া।
দলগত ইভেন্টের পাশে আলী কাদের লড়াই করবেন ফ্লোর এক্সারসাইজ ও ভল্টিং টেবিলে। এই আসরে তার এই দুই ইভেন্টের দিকেই তাকিয়ে বাংলাদেশ।
পুরুষ টেবিল টেনিসে দলগত ইভেন্টে শনিবার লড়াই শুরু করবেন মোহতাসিন আহমেদ, রামহীম লিয়ন বর্ম, রিফাত মাহমুদ ও মুফরাদুল কায়ের হামজা। সাঁতারে প্রথম দিনে ৫০ মিটার ব্যাটারফ্লাইয়ে মাহমুদুন নবী নাহিদ ও ৫০ মিটার ব্রেস্টস্টোকে পুলে নামবেন মরিয়ম আক্তার।
আরও পড়ুন:About last night 😍 #B2022 pic.twitter.com/dY2V8fOreG
— Birmingham 2022 (@birminghamcg22) July 29, 2022
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
অ্যাস্টন ভিলা-এভারটন
বিকেল সাড়ে পাঁচটা, স্টার স্পোর্টস সিলেক্ট ১।
ম্যান সিটি-বোর্নমাউথ
রাত ৮টা, স্টার স্পোর্টস ৩, সিলেক্ট ১।
আর্সেনাল-লেস্টার
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২।
ব্রেন্টফোর্ড-ম্যানচেস্টার ইউনাইটেড
রাত সাড়ে ১০টা, স্টার স্পোর্টস ৩, সিলেক্ট ১।
লা লিগা
সেলতা ভিগো-এস্পানিওল
রাত ৯টা, এমটিভি।
ভায়াদোলিদ-ভিয়ারিয়াল
রাত ১১টা, এমটিভি।
বার্সেলোনা-রায়ো ভায়েকানো
রাত ১টা, এমটিভি।
বুন্দেসলিগা
লেভারকুসেন-অগসবুর্গ
সন্ধ্যা সাড়ে ৭টা, সনি টেন ২।
শালকে-মগ্লাডভাখ
রাত সাড়ে ১০টা, সনি টেন ২।
ওয়েস্ট ইন্ডিজ এ-দলের বিপক্ষে দুটি চার দিনের টেস্ট ম্যাচের প্রথমটি ড্র করেছে সফরকারী বাংলাদেশ এ-দল। ব্যাটিং বিপর্যয়ের কারণে পূর্ণ ৫ দিনের ম্যাচ হলে হয়তো হার নিয়েই দ্বিতীয় ম্যাচ খেলতে হতো বাংলাদেশের।
দ্বিতীয় ম্যাচে একই পরিস্থিতিতে রয়েছে বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে রক্ষা পেতে যাচ্ছে অধিনায়ক মিঠুনের দল। ম্যাচের প্রথম দুই দিনে বৃষ্টির পেটে গেছে ৯৬ ওভার। মাঠে গড়িয়েছে ৮৪ ওভার।
ওয়েস্ট ইন্ডিজ এ-দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ এ-দলের সংগ্রহ দাঁড়িয়েছে ১৫৭ রান।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে শুধু টিকে থাকেন সাইফ হাসান। ২১৭ বল খেলে ৬৩ রানে অপরাজিত আছেন তিনি।
এর আগে ম্যাচের প্রথম দিন খেলা হয়েছিল ৩৪ ওভার। যেখানে ১ উইকেট হারিয়ে ৬৯ রান করে মোহাম্মদ মিঠুনের দল। দ্বিতীয় দিন ৩৪ ওভার খেলে চার উইকেট হারিয়ে বাংলাদেশ এ-দল যোগ করেছে আরও ৮৮ রান।
বাংলাদেশের পক্ষে ওপেনার মাহমুদুল হাসান জয় ৪১ বলে ১৭ রান করেন। সাদমান ইসলামের ব্যাট থেকে আসে ১১৮ বলে ২৫ রান।
মিডল অর্ডারের তিন ব্যাটার ফজলে রাব্বি মাহমুদ (১৪), অধিনায়ক মোহাম্মদ মিঠুন (১৪) ও জাকির হাসান (১৫) রান করেছেন। দ্বিতীয় দিন শেষে ১৬ বলে ০ রান নিয়ে অপরাজিত রয়েছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিক।
ওয়েস্ট ইন্ডিজ এ-দলের পক্ষে ৩ উইকেট নেন কলিন আর্চিবল্ড। এ ছাড়া ১টি করে উইকেট নেন অ্যান্ডারসন ফিলিপ ও মারকিনো মাইন্ডলি।
আরও পড়ুন:ক্রিকেট
দ্বিতীয় টি-টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড
রাত সাড়ে ১২টা, টি স্পোর্টস।
দ্বিতীয় চার দিনের টেস্ট বাংলাদেশ ‘এ’-উইন্ডিজ ‘এ’
রাত ৮টা, ইউটিউব/উইন্ডিজ ক্রিকেট।
ফুটবল
নারী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল
কানাডা-সাউথ কোরিয়া
সকাল ৮টা, টি স্পোর্টস
বুন্দেসলিগা
ফ্রাইবুর্গ-ডর্টমুন্ড
রাত সাড়ে ১২টা, সনি টেন ২
লা লিগা
ওসাসুনা-সেভিয়া
রাত ১টা, স্পোর্টস ১৮-১
অন্যান্য
এশিয়ান ট্যুর গলফ
ইন্টারন্যাশনাল সিরিজ সিঙ্গাপুর
দুপুর ১২টা, ইউরোস্পোর্ট
পিঠের ইনজুরির কারণে টরন্টো মাস্টার্সের প্রথম ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন চারবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নাওমি ওসাকা। এর ফলে আসন্ন ইউএস ওপেনে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রথম রাউন্ডের ম্যাচে এস্তোনিয়ার কাইয়া কানেপির কাছে ওসাকা ৭-৬ (৭/৪), ৩-০ গেমে পিছিয়ে ছিলেন। গত সপ্তাহে ওয়াশিংটন ওপেনে রানার-আপ কানেপির বিপক্ষে নাম প্রত্যাহারের আগে ৭১ মিনিট কোর্টে ছিলেন জাপানের শীর্ষ তারকা ওসাকা। এ সময় কানেপি তিনটি ব্রেক পয়েন্ট অর্জন করেন।
ইনজুরির মাত্রা বেড়ে যাওয়ায় আর খেলা সম্ভব হয়নি ওসাকার। এ সময় তিনি বলেন, ‘ম্যাচের শুরু থেকেই পিঠে কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম। কিন্তু তারপরেও জোর করে খেলেছি। ভালো খেলার জন্য কানেপিকে অভিনন্দন। টুর্নামেন্টের বাকি সময়টার জন্য তার প্রতি শুভকামনা রইল।’
গত এপ্রিলে মায়ামি ওপেনের ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা ইগা স্ফিয়নটেকের কাছে হারের পর খেলা ৬ ম্যাচে ওসাকা জিতেছেন মাত্র দুটিতে। এর আগে ইউএস ওপেনে ৫ বছর আগে একবার দেখা হয়েছিল কানেপি ও ওসাকার। ঐ ম্যাচে জিতেছিলেন কানেপি।
ক্রিকেট
দ্বিতীয় চারদিনের টেস্ট
বাংলাদেশ ‘এ’-উইন্ডিজ ‘এ’
রাত ৮টা, ইউটিউব/উইন্ডিজ ক্রিকেট।
ফুটবল
নারী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল
কোস্টারিকা-অস্ট্রেলিয়া
সকাল ৮টা, টি স্পোর্টস।
নেদারল্যান্ডস-জাপান
রাত ২টা, টি স্পোর্টস।
ঘানা-যুক্তরাষ্ট্র
রাত ১১টা, টি স্পোর্টস।
ফ্রান্স-নাইজেরিয়া
শুক্রবার ভোর ৫টা, টি স্পোর্টস।
অন্যান্য
এশিয়ান ট্যুর গলফ, ইন্টারন্যাশনাল সিরিজ সিঙ্গাপুর
দুপুর পৌনে ১টা , ইউরোস্পোর্ট।
ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত ৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াড টুর্নামেন্ট শেষ হয়েছে। ওপেন বিভাগে বাংলাদেশ পুরুষ দল ১৮৬টি দেশের ১৮৮টি দলের মধ্যে ৬৬তম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। নারী বিভাগে বাংলাদেশ ১৬০টি দেশের ১৬২টি দলের মধ্যে ৫৬তম স্থান লাভ করেছে।
পুরুষ ও নারী দল সমানসংখ্যক ১১ রাউন্ডে অংশগ্রহণ করে দুই দলই ১২ পয়েন্ট নিয়ে এবারের অলিম্পিয়াড টুর্নামেন্ট শেষ করল।
একাদশ বা শেষ রাউন্ডের খেলায় মঙ্গলবার ওপেন বিভাগে বাংলাদেশ দল ১.৫-২.৫ পয়েন্টে ইন্দোনেশিয়ার বিপক্ষে হেরে যায়।
গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার প্রিয়াসমোরো নবেন্দ্রকে পরাজিত করলেও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ইন্দোনেশিয়ার মেঘারান্ত সুসান্তের সঙ্গে ড্র করেন।
বাংলাদেশের দুই ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও মেহেদী হাসান পরাগ ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার এরভান মোহাম্মদ ও ফিদে মাস্টার কুরনিয়াওয়ান মোহম্মদ আগুসের কাছে হেরে যান।
অন্যদিকে নারী বিভাগে বাংলাদেশের নারী দল শেষ রাউন্ডের খেলায় ৩.৫-১.৫ গেম পয়েন্টে সাউথ আফ্রিকাকে পরাজিত করে।
নারী বিভাগে বাংলাদেশের ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস ও ফিদে মাস্টার নাজরানা খান ইভা জয়ী হন সাউথ আফ্রিকার বিপক্ষে।
অন্যদিকে সাউথ আফ্রিকার নারী আন্তর্জাতিক মাস্টার ভ্যান জিল চালির্জের সঙ্গে ড্র করেন আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন।
ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস অলিম্পিয়াড থেকে নারী ফিদে মাস্টারের খেতাব পাচ্ছেন।
বাংলাদেশের হয়ে ওপেন বিভাগে অধিনায়কের দায়িত্ব পালন করেন ফিদে ইনস্ট্রাক্টর মাসুদুর রহমান মল্লিক। অন্যদিকে নারী বিভাগে অধিনায়কের দায়িত্ব পালন করেন ন্যাশনাল ইনস্ট্রাক্টর ও ফিদে মাস্টার মাহমুদা হক চৌধুরী মলি।
আরও পড়ুন:ক্রিকেট
বাংলাদেশ-জিম্বাবুয়ে তৃতীয় ওয়ানডে
দুপুর সোয়া ১টা, টি স্পোর্টস
বাংলাদেশ ‘এ’-উইন্ডিজ ‘এ’ দ্বিতীয় চারদিনের টেস্ট
রাত ৮টা, ইউটিউব/উইন্ডিজ ক্রিকেট
ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি
রাত সাড়ে ১২টা, আইসিসি টিভি
টি-টোয়েন্টি
মহারাজা ট্রফি
বিকেল সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৭টা, স্টার স্পোর্টস ২
ফুটবল
ইউয়েফা সুপার কাপ
রিয়াল মাদ্রিদ-ফ্রাঙ্কফুর্ট
রাত ১টা, সনি টেন ২
অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ ফুটবল
জার্মানি-কলম্বিয়া
রাত ১১টা, টি স্পোর্টস ও স্পোর্টস ১৮-১
নিউজিল্যান্ড-মেক্সিকো
রাত ২টা, টি স্পোর্টস ও স্পোর্টস ১৮-১
স্পেন-ব্রাজিল
ভোর ৫টা, স্পোর্টস ১৮-১
মন্তব্য