করোনা টিকা না নেয়া খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করতে দ্বিতীয়বার চিন্তা করবেন বলে জানিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির ম্যানেজার টমাস টুখেল।
টিকা না দেয়ার কারণে টুখেল চেলসির প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফরে দলে পাচ্ছেন না দুই তারকা মিডফিল্ডার এনগোলো কান্তে ও রুবেন লফটাস-চিককে। লস অ্যাঞ্জেলেসে চেলসির অনুশীলনে এই দুজন অনুপস্থিত রয়েছেন।
লাস ভেগাসে ক্লাব আমেরিকার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি শুরু করবে চেলসি। এরপর শার্লট এফসি ও আর্সেনালের বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলবে তারা।
বিশ্বজুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রিমিয়ার লিগকে সামনে রেখে খেলোয়াড়দের টিকা দেয়ার বিষয়টি আবারও সামনে চলে এসেছে। লিগের প্রায় সব ক্লাব একই সমস্যায় ভুগছে।
সে কারণে দলবদলের সময়ে টিকা দেয়া খেলোয়াড়দের নিতে আগ্রহী চেলসি ম্যানেজার। টিকা নেননি এমন খেলোয়াড়কে দলে নিতে চান না তিনি।
আমেরিকায় সংবাদমাধ্যমকে শনিবার রাতে টুখেল বলেন, ‘বিষয়টি গুরুত্বপর্ণ। এখনও অনেক খেলোয়াড় ভ্যাকসিন নেয়নি। এই মুহূর্তে বিষয়টি প্রতিদিনের জীবনের একটি অংশ হয়ে গেছে।’
টুখেল বলেন, কান্তে ও লফটাস-চিকের টিকা নেবার বিষয়টি সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত, এ বিষয়ে ক্লাব তাদের সঙ্গে জবরদস্তি করবে না।
তবে টুখেল যোগ করেন, ‘এই মুহূর্তে টিকা নেয়ার বিষয়টি স্বাভাবিক একটি সিদ্ধান্ত। প্রত্যেককে আইন মানতে হবে। পরিস্থিতি সম্পর্কে তারা জানে। সব শর্ত পূরণ করেই তাদের দলে যোগ দিতে হবে।’
এবারের দলবদলে নাপোলি থেকে চেলসিতে যোগ দেয়া ডিফেন্ডার কালিদু কুলিবালি লাস ভেগাসে সতীর্থদের সঙ্গে অনুশীলন করছেন। সেনেগালিজ এ তারকাকে চার বছরের চুক্তিতে নাপোলি থেকে ২ কোটি ৭০ লাখ ইউরোর বিনিময়ে দলে ভিড়িয়েছে চেলসি।
নতুন এ তারকাকে পেয়ে উচ্ছ্বসিত টুখেল বলেন, ‘এ চুক্তি নিয়ে আমি খুব খুশি। আমাদের দলে বেশ কিছু শক্তিশালী খেলোয়াড় রয়েছেন যাদের অভিজ্ঞতা অনেক। কুলিবালি এই দলকে আরও শক্তিশালী করে তুলবে।’
গত মৌসুমে কোনো শিরোপাই জিততে পারেনি স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা। এবারের মৌসুমে বার্সেলোনা বেশ কয়েকটি শিরোপা জিতবে বলে মনে করেন দলের তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোভস্কি।
গত বছর বার্সেলোনার পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের মতো কোনো টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি তারা। গত মৌসুমের দুঃসহ স্মৃতি ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বার্সেলোনার।
তবে লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে তারা। রায়ো ভায়েকানোর বিপক্ষে গোলশূন্য ড্র করে কাতালান ক্লাবটি।
শুরুটা ভালো না হলেও, হতাশ নন বায়ার্ন মিউনিখ থেকে ৪ বছরের চুক্তিতে বার্সেলোনায় আসা লেওয়ানডোভস্কি। এবার বার্সেলোনা শিরোপা জিতবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
লা লিগা ওয়ার্ল্ডকে বৃহস্পতিবার দেয়া এক সাক্ষাৎকারে এ পোলিশ স্ট্রাইকার বলেন, ‘দীর্ঘ সময় ধরে ট্রফি ছাড়া বার্সেলোনা। তবে শিরোপা জয়ের এখনই উপযুক্ত সময়। আমি নিশ্চিত, আমরা সেটাই করব।
‘নিশ্চিতভাবে এবার আমাদের জন্য রোমাঞ্চকর মৌসুম হবে। এটি এমন একটা মৌসুম হতে চলছে, যার শেষে সমর্থকরা খুশি থাকবেন।’
২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত জার্মানির বুন্ডেসলিগায় খেলেছেন লেওয়ানডোভস্কি। জার্মানির শীর্ষ লিগে ৩৮৪ ম্যাচে ৩১২ গোল করেন তিনি। বায়ার্ন ছেড়ে বার্সেলোনায় যোগ দেয়াটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ৩৩ বছর বয়সী এ তারকা।
তিনি বলেন, ‘এটি আমার জন্য বড় চ্যালেঞ্জ। তবে আমি প্রস্তুত। লা লিগায় খেলা আমার সব সময়ই স্বপ্ন ছিল। এখন আমি বার্সেলোনায়। এখানে আসতে পেরে আমি খুবই খুশি।’
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক বুধবার মজার ছলে টুইট করেন যে তিনি ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে আগ্রহী। ইলন মাস্ক রসিকতা করলেও এবার সত্যি সত্যি ম্যানইউ কিনতে চান ব্রিটিশ ধনকুবের স্যার জিম র্যাটক্লিফ।
ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদনে জানানো হয়েছে এ খবর। এ ছাড়া র্যাটক্লিফের মুখপাত্র দ্য টাইমস পত্রিকার কাছে এ খবরের সত্যতা স্বীকার করেছে।
জিম র্যাটক্লিফ রাসায়নিক তৈরি প্রতিষ্ঠান ইনেওসের মালিক। বর্তমানে তিনি প্রায় ১৩ বিলিয়ন পাউন্ড সম্পদের মালিক। ম্যানচেস্টার ইউনাইটেডের একজন ভক্ত তিনি।
জিম র্যাটক্লিফের মুখপাত্র বলেন, ‘যদি ম্যানচেস্টার ইউনাইটেডকে বিক্রির জন্য তোলা হয় তাহলে অবশ্যই জিম একজন সম্ভাব্য ক্রেতা। এমন কিছু সম্ভব হলে, অবশ্যই আমরা দীর্ঘমেয়াদি মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করছি।’
বিভিন্ন ব্রিটিশ সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানায় থাকা আমেরিকার গ্লেজার পরিবার ক্লাবটি পুরোপুরি বিক্রি না করলেও একটি অংশ বিক্রি করতে চায়। ইলন মাস্কের রসিকতা করে দেয়া টুইট বার্তা থেকেই তিনি মূলত নিজের আগ্রহের কথা জানিয়েছেন।
বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড রেকর্ড ২০ বার ইংল্যান্ডের লিগ চ্যাম্পিয়ন হয়েছে। তিনবার সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা ইউরোপিয়ান কাপ জিতেছে তারা।
গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে তারা ষষ্ঠ স্থানে ছিল। ওই অবস্থানে মৌসুম শেষ করায় এবার তারা চ্যাম্পিয়নস লিগে অংশ নিতে পারছে না। এ কারণে মালিকপক্ষ ও ভক্তদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:গত সপ্তাহে ইউভেন্তাসের হয়ে অভিষেক ম্যাচে উরুতে চোট পান আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দি মারিয়া। তার রেশ কাটতে না কাটতে আরও একটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা। এবার পেশির চোটে পড়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো।
দি মারিয়ার চোটের বিষয়টি নিশ্চিত করেছে ইউভেন্তাস ক্লাব সূত্র। এ ইনজুরির কারণে আর্জেন্টাইন অভিজ্ঞ তারকাকে অন্তত ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
গত সোমবার সাসুয়োলোর বিপক্ষে সেরি আর নতুন মৌসুমের প্রথম ম্যাচে ইউভেন্তাস ৩-০ গোলে জয়ী হয়। পিএসজি ছেড়ে চলতি মৌসুমে ইউভেন্তাসে আসার পর তুরিনের জায়ান্টদের হয়ে এটাই দি মারিয়ার প্রথম ম্যাচ ছিল। ম্যাচটিতে প্রথম গোলটি করেন তিনি।
তবে দ্বিতীয়ার্ধে চোটের কারণে মাঠ ছাড়তে হয় তাকে।
দি মারিয়ার পর আরেক আর্জেন্টাইন তারকাও চোট পান রোববার। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে দারুণ ছন্দে ছিলেন রোমেরো। দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচের সেরা তারকা ছিলেন তিনি। সেই ম্যাচে টটেনহ্যামের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে চেলসিকে।
ওই ম্যাচে রোমেরো চোটে পড়েন। টটেনহ্যাম জানিয়েছে এ ডিফেন্ডারের সেরে উঠতে ১০ দিন সময় লাগবে। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের ১০ তারিখে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন তিনি।
বিশ্রামে থাকাকালীন ক্লাবের জার্সিতে ৪টি লিগ ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচটি ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন না রোমেরো।
তবে, আর্জেন্টিনার জন্য সুখবর হচ্ছে দুই তারকাই বিশ্বকাপের অনেক আগে সুস্থ হয়ে উঠবেন। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুটো ফিফা প্রীতি ম্যাচে মাঠে নামবেন তারা। আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনির আশা তার আগেই সুস্থ হয়ে উঠবেন দুই তারকা।
আরও পড়ুন:কিছু সময়ের জন্য ফুটবল বিশ্বকে ভাবিয়ে তুলেছিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কেনা নিয়ে টুইট করে বেশ আলোড়ন তুলেছিলেন তিনি, তবে কয়েক ঘণ্টার ব্যবধানে এ ধনকুবের জানিয়েছেন, ম্যানইউ কেনা নিয়ে যে টুইটটি তিনি করেছেন, তা আসলে রসিকতা।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে করা টুইটে বুধবার মাস্ক লেখেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড কিনছি। আপনাদের স্বাগতম।’
টুইটারে একজন ব্যবহারকারী মাস্কের কাছে জানতে চান, ম্যানইউ কেনার ব্যাপারে তিনি সত্যিই আগ্রহী কি না।
জবাবে স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লেখেন, ‘না, টুইটারে অনেকটা সময় ধরে চলতে থাকা একটি কৌতুক এটি। আমি কোনো ক্রীড়া দল কিনছি না।’
যুক্তরাজ্যের গ্লেজার পরিবারের মালিকানাধীন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। গত বছর দেশটির সংবাদমাধ্যম দ্য ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছিল, প্রায় ৫ বিলিয়ন (৫০০ কোটি) ডলারে ক্লাবটি বিক্রি করতে প্রস্তুত গ্লেজাররা।
বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড রেকর্ড ২০ বার ইংল্যান্ডের লিগগুলোতে চ্যাম্পিয়ন হয়েছে। তিনবার সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা ইউরোপিয়ান কাপ জিতেছে ক্লাবটি।
গেল মৌসুমে একের পর এক ব্যর্থতা দেখেছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি। চলতি মৌসুমের শুরুতে দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে ম্যানইউ।
ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে ষষ্ঠ স্থানে ছিল ক্লাবটি। ওই অবস্থানে মৌসুম শেষ করায় এবার তারা এই লিগে অংশ নিতে পারছে না। এ কারণে মালিকপক্ষ ও ভক্তদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
ক্লাবটির অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালডো প্রিমিয়ার লিগ খেলতে নতুন ক্লাব খুঁজছিলেন, তবে শেষমেশ কোনো ক্লাব না পেয়ে রোনালডো চলতি মৌসুমে ম্যানইউতেই থেকে যান।
আরও পড়ুন:গেল মৌসুমে একের পর এক ব্যর্থতা দেখেছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমের শুরুতে দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে ম্যানইউ। এমন দুর্দশায় পড়া ক্লাবটিকে কেনার ইচ্ছা প্রকাশ করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বুধবার এমন ইচ্ছার কথা জানান স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
নিজ ভেরিফায়েড অ্যাকাউন্টে করা টুইটে মাস্ক লেখেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড কিনছি। আপনাদের স্বাগতম।’
এর আগে টুইটার কেনার উদ্যোগ নিয়েছিলেন ইলন মাস্ক। ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি বাতিলের পর এবার ক্রিস্টিয়ানো রোনালডোর দল ম্যানইউতে নজর দিয়েছেন এ ধনকুবের।
যুক্তরাজ্যের গ্লেজার পরিবারের মালিকানাধীন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। গত বছর দেশটির সংবাদমাধ্যম দ্য ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছিল, প্রায় ৫ বিলিয়ন (৫০০ কোটি) ডলারে ক্লাবটি বিক্রি করতে প্রস্তুত গ্লেজাররা।
ইলন মাস্কের টুইটের পর গ্লেজার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি।
বর্তমানে প্রায় ২৬ হাজার ৯০০ কোটি ডলারের মালিক মাস্ক।
বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড রেকর্ড ২০ বার ইংল্যান্ডের লিগগুলোতে চ্যাম্পিয়ন হয়েছে। তিনবার সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা ইউরোপিয়ান কাপ জিতেছে ক্লাবটি।
গেল মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্লাবটি ষষ্ঠ স্থানে ছিল। ওই অবস্থানে মৌসুম শেষ করায় এবার তারা এই লিগে অংশ নিতে পারছে না। এ কারণে মালিকপক্ষ ও ভক্তদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
ক্লাবটির অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালডো প্রিমিয়ার লিগ খেলতে নতুন ক্লাব খুঁজছিলেন, তবে শেষমেশ কোনো ক্লাব না পেয়ে রোনালডো চলতি মৌসুমে ম্যানইউতেই থেকে যান।
আরও পড়ুন:নব্বইয়ের দশকে ডিয়েগো ম্যারাডোনা পরবর্তী যুগে আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা ছিলেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। নিজের প্রজন্মের অন্যতম সেরা এ স্ট্রাইকার জাতীয় দলের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েন।
১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপের আসরে খেলেন বাতিগোলখ্যাত এ তারকা। একসময় আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের রেকর্ডও তার ছিল। পরে লিওনেল মেসি তার এ রেকর্ড ভাঙেন।
বাতিস্তুতা মনে করেন, মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এখন অনেকটাই নির্ভার। বিশ্বকাপে আলবিসেলেস্তেদের ভালো করার বিষয়ে আশাবাদী তিনি। আর্জেন্টিনার দৈনিক লা নাসিওনকে দেয়া সাক্ষাৎকারে বিশ্বকাপে ১০ গোল করা এ স্ট্রাইকার বলেন, বর্তমান স্কোয়াডের প্রতিটি খেলোয়াড়ের আলাদা দক্ষতা আছে।
বাতিস্তুতা বলেন, ‘দলের বর্তমান সব খেলোয়াড়েরই আলাদা ব্যক্তিত্ব আছে। অনেক দিন ধরে তারা কষ্ট করছে। এখন পরিস্থিতি পাল্টেছে। মেসি নিজেও এদের সঙ্গে খেলাটা উপভোগ করছে। তারা সবাই মেসির ওপর নির্ভর করে। আমি দলে থাকলে আমিও তাই করতাম।’
চারটি বিশ্বকাপ খেলেছেন মেসি। ২০১৪ সালে দলকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন আর্জেন্টিনার তালিসমান। এবারও তার ওপর ভরসা আর্জেন্টিনার। বাতিস্তুতা জানেন, মেসিকে কেমন চাপ নিতে হয়। তবে মেসি সেটা সামলে নিতে যথেষ্ট অভিজ্ঞ বলে মনে করেন তিনি।
বাতিস্তুতা বলেন, ‘সবাই তার (মেসি) কাছ থেকেই সবকিছু প্রত্যাশা করে। মেসি সর্বোচ্চ পর্যায়ে খেলে এসেছে। সে জানে কীভাবে সামলাতে হবে। সবাই যদি একসঙ্গে খেলে তাহলে কতটা দারুণ হবে ভাবুন একবার।’
আরও পড়ুন:মৌসুমের শুরু থেকে দল ছাড়তে চাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালডো। গত বছর অনেক ঘটা করে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর দল চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় জোর করেই দল বদল করতে চাচ্ছেন এ পর্তুগিজ তারকা।
কয়েক মাস ধরে ইউনাইটেড ও রোনালডোর মধ্যে এ নাটক চলছে। শুরুতে এরিক টেন হাখ রোনালডোকে ছাড়তে চাননি। রোনালডো এ মৌসুমে আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে বিশ্বাস এ ডাচ কোচের।
রোনালডো হাখের এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। লিগের প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হেরেছে ইউনাইটেড। দুই ম্যাচে রোনালডো ছিলেন নিষ্প্রভ। গোল বা অ্যাসিস্ট পাননি উল্টো তাকে বদলি হিসেবে উঠিয়ে নেয়ার পর প্রতিক্রিয়াও দেখিয়েছেন ড্রেসিং রুমে।
সব মিলিয়ে ৩৭ বছর বয়সী এ তারকার এমন আচরণে ক্ষুব্ধ টেন হাখ। ব্রিটিশ মিডিয়া জানাচ্ছে, তিনি অবশেষে সিদ্ধান্ত নিয়েছেন রোনালডোকে ক্লাব ছাড়া করার। ব্রিটিশ ক্রীড়া রেডিও টক স্পোর্টস বিষয়টি নিশ্চিত করেছে।
তবে রোনালডোকে ক্লাবছাড়া করাটা সহজ হবে না ইউনাইটেডের জন্য। একে তো তার বয়স বেশি। তার ওপর রয়েছে উচ্চ পারিশ্রমিক।
যে কারণে মৌসুমের শুরুতে একে একে রোনালডোর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পিএসজি, ইন্টার মিলান, মিলান ও আতলেতিকো মাদ্রিদের মতো ক্লাব। এমনকি নাপোলিও তাকে নিতে চায়নি।
রোনালডো ও তার এজেন্ট হোর্হে মেন্ডেসের হাতে সুযোগ কমে আসছে। পাঁচবারের ব্যালন ডরজয়ী তারকার মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগে খেলা। সে ক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হতে পারে সেল্টিকস, মার্শেই ও আরবি লাইপসিগের মতো ক্লাব। এ ছাড়া নিজ দেশ পর্তুগালের স্পোর্টিং লিসবনের কথাও ভেবে দেখতে পারেন রোনালডো।
আরও পড়ুন:
মন্তব্য