নতুন মৌসুমে বেশ জোরেশোরে দলবদলের বাজারে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ মৌসুমের ব্যর্থতা ভুলে নতুন মৌসুমে সাফল্যের পরিকল্পনা করছে তারা। তারই অংশ হিসেবে নতুন ম্যানেজার এরিক টেন হাখ বেশ লম্বা তালিকা করেছেন নতুন খেলোয়াড়ের।
এর মধ্যে অন্যতম আয়াক্স আমস্টার্ডামের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস। প্রায় এক মাস লেগে থাকার পর অবশেষে শুক্রবার আর্জেন্টাইন এ তারকার সঙ্গে চুক্তি নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক জায়ান্টরা।
ইউরোপীয় ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান লিসান্দ্রোকে দলে পেতে মোট সাড়ে ৫ কোটি ইউরো খরচ করতে হয়েছে ইউনাইটেডকে।
মার্টিনেস একই সাথে সেন্ট্রাল ডিফেন্স ও ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলতে পারেন। ইউনাইটেড অধিনায়ক হ্যারি ম্যাগুয়ারের সঙ্গী হিসেবে আগামী মৌসুমে দলের ডিফেনসকে আরও শক্ত করবেন লিসান্দ্রো এমনটাই প্রত্যাশা টেন হাখের।
দলবদলের সময় শেষ হওয়ার আগে আরও দুই বড় তারকাকে সই করাতে চায় ইউনাইটেড। বার্সেলোনা থেকে মিডফিল্ডার ফ্র্যাংকি ডি ইয়ং ও ফ্রি এজেন্ট হিসেবে থাকা ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন।
বার্সেলোনাকে ডি ইয়ংয়ের জন্য ৮ কোটি ইউরো অফার করেছে ইংলিশ ক্লাবটি। বার্সেলোনা এই অঙ্কে রাজি কিন্তু ডি ইয়ং ক্লাব ছাড়বেন না বলে সাফ জানিয়েছেন তার এজেন্ট।
আর এরিকসেনের সঙ্গে ইউনাইটেডের মৌখিক চুক্তি শেষ। আনুষ্ঠানিকভাবে সামনের সপ্তাহেই তাকে ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয়া হবে।
আরও পড়ুন:Lisandro Martínez to Manchester United, here we go! Full agreement in place between Man United and Ajax for package up to €55m. Lisandro will sign until 2027, documents now approved. 🚨🔴 #MUFC
— Fabrizio Romano (@FabrizioRomano) July 15, 2022
Deal done - meeting in Amsterday on Wednesday was the key step. Ten Hag, big factor. pic.twitter.com/qyYskmgNMU
গত মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি বার্সেলোনা। লা লিগায় তুলনামূলক ভালো করলেও লিগ শুরুর প্রথম দিকের ম্যাচগুলোতে ব্যর্থতার কারণে শেষ হাসি হাসা হয়নি স্প্যানিশ জায়ান্টদের। গত মৌসুমের ব্যর্থতা কাটিয়ে শনিবার মৌসুমের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে বার্সেলোনা।
তার আগে নিজেদের সম্পদ বিক্রি করে চার ফুটবলারকে নিবন্ধনের করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। রবার্ট লেওয়ানডোভস্কি, রাফিনিয়া, ফ্রাঙ্ক কেসিয়ে, ও আন্ড্রেস ক্রিস্টিয়ানসেনের নিবন্ধন সম্পন্ন হওয়ার বিষটি শুক্রবার রাতে নিশ্চিত করেছে লা লিগা কর্তৃপক্ষ।
বছর খানেক আগে অর্থের অভাবে মেসিকে আটকাতে না পারলেও এবার অরফাস মিডিয়ার কাছে বার্সা স্টুডিওর ২৪.৫ শতাংশ সম্পদ বিক্রি করেছ ক্লাবটি। যা থেকে প্রায় ১০০ কোটি ইউরো আয় করেছে বার্সা।
পরে এ অর্থ দিয়ে নতুন এ চার ফুটবলারকে নিবন্ধন করেছে ক্লাবটি। এ ছাড়া চুক্তি নবায়ন করা ওসমান ডেম্বেলে ও সার্জি রবার্তোর নিবন্ধন প্রক্রিয়াও সফল হয়েছে।
এর বাইরে আরও বেশকিছু খেলোয়ার দলে ভেড়ানোর পথে রয়েছে বার্সেলোনা। চেলসি থেকে স্প্যানিশ ডিফেন্ডার মার্কোস অলনসো ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বার্নার্দো সিলভাকে দলে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাবটি।
লা লিগায় নতুন মৌসুমে শনিবার রাত ১টায় নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে বার্সা মুখোমুখি হবে রায়ো ভায়েকানোর।
আরও পড়ুন:গেল মৌসুমে বর্ষসেরা ফুটবলারের মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডর জিতেছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গতবারের ব্যালন ডরসহ তিনি সব মিলিয়ে সাতবার জিতেছেন এ পুরস্কার, তবে ২০০৫ সালের পর প্রথমবার মেসির নাম নেই পুরস্কারের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকায়।
গত বছর বার্সেলোনা ছেড়ে মেসি পাড়ি জমান ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। সেখানে দলীয় ও ব্যক্তিগত পারফরম্যান্স একদমই ভালো হয়নি মেসির। মূলত এ কারণেই তালিকায় নেই মেসির নাম।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের নামও নেই সংক্ষিপ্ত তালিকায়, তবে মেসির আরেক পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপে রয়েছেন এতে। অন্যদিকে তালিকায় নাম রয়েছে ৩৭ বছর বয়সী পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালডোর। তিনি এর আগে আরও পাঁচবার জিতেছেন এ পুরস্কার।
ফুটবল সাময়িকী ফ্রান্স ফুটবল শুক্রবার রাতে ব্যালন ডরের লড়াইয়ে থাকা ফুটবলারদের নামের এ তালিকা প্রকাশ করে । এ পুরস্কারের জন্য ছয় ধাপে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন।
তালিকায় প্রত্যাশিতভাবে রয়েছেন ২০২১-২২ মৌসুমে ফর্মের চূড়ায় থাকা ফরাসি স্ট্রাইকার কারিম বেনজেমা। অন্যদিকে বেনজেমার সঙ্গে টক্কর দেবেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোভস্কি। এই দুই অভিজ্ঞের সঙ্গে জায়গা করে নিয়েছেন তরুণ প্রতিভাবান নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড।
চলতি বছরের মার্চে ব্যালন ডরের নিয়মে পরিবর্তন আনা হয়েছে। ইতোপূর্বে পুরো বছরের পারফরম্যান্স হিসাব করা হলেও চলতি বছর থেকে বিবেচনায় নেয়া হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের একটি পূর্ণাঙ্গ মৌসুমের সময়কে (এক বছরের আগস্ট থেকে পরের বছরের জুলাই পর্যন্ত)।
ব্যালন ডরের সংক্ষিপ্ত তালিকা
কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড, কারিম বেনজেমা, মোহামেদ সালাহ, ক্রিস্টিয়ানো রোনালডো, ভিনিসিয়াস জুনিয়র, জশুয়া কিমিখ, বের্নার্দো সিলভা, লুইস দিয়াস, রবার্ট লেওয়ানডোভস্কি, ফিল ফোডেন, সাদিও মানে, লুকা মদ্রিচ, থিবো কোর্তোয়া, রাফায়েল লিয়াও, ফ্যাবিনিয়ো, ক্রিস্টোফার এনকুকু, ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, রিয়াদ মাহরেজ, ক্যাসেমিরো, সন হিউং মিন, মাইক মিয়া, হ্যারি কেইন, ডারউইন নুনেজ, অ্যান্টোনিও রুডিগার, কেভিন ডি ব্রুইনা, দুসান ভ্লাহোভিচ, ভার্জিল ফন ডাইক, জোয়াও ক্যান্সেলো ও সেবাস্তিয়ান হলার।
আগামী ১৭ অক্টোবর প্যারিসে জমকালো আয়োজনে ঘোষণা করা হবে ২০২২ সালের ব্যালন ডর জয়ীর নাম।
আরও পড়ুন:ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) লিওনেল মেসির প্রথম বছরটি ভালো কাটেনি। গেল মৌসুমে নিজের পারফরম্যান্সে খরার সঙ্গে দলীয় পারফরম্যান্সও ছিল যাচ্ছেতাই। চাকরি হারিয়ে তার খেসারত দিতে হয়েছে সাবেক কোচ মরিসিও পচেত্তিনোকে।
পিএসজির নতুন কোচ ক্রিস্তোফ গলতিয়ে দারুণ আশাবাদী এই দল নিয়ে। দলের অন্যতম সেরা খেলোয়াড় মেসিকে নিয়েও তিনি দারুণ উৎসাহিত। তার প্রশংসায় ভাসছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি।
মেসি সম্পর্কে বলতে গিয়ে গলতিয়ে বলেন, ‘সে অনেক ভালো একজন মানুষ। তাকে দেখে আমি বিস্মিত না হয়ে পারি না। কারণ আপনার দারুণ রেকর্ড থাকবে, এতগুলো ম্যাচ যখন খেলবেন, এমন সব ট্রফি যখন জিতবেন, তার মানে তো এই যে আপনি একজন দারুণ খেলোয়াড়!’
তিনি যোগ করেন, ‘অনুশীলনে মেসি অনেক কিছু করার চেষ্টা করে। যখন অনুশীলনে ব্যস্ত থাকে তখন সে একেবারে গভীরে চলে যায়। তাছাড়া সতীর্থদের সঙ্গে কথা বলা থেকে শুরু করে ওর ব্যবহারও দারুণ।
‘সবসময় হাসি থাকে তার মুখে। তাছাড়া অন্য খেলোয়াড়দের জন্য সে (মেসি) সব সময় অনুপ্রেরণা। তাকে মাঠে দেখা প্রতিটি মুহূর্ত, তাকে হ্যালো বলাটা উপভোগ করি আমি। কারণ সে উদাহরণ তৈরি করে। অন্য সবার জন্য দারুণ উদাহরণ মেসি।’
মেসিকে দলে পেয়ে বেশ আনন্দিত পিএসজি কোচ গলতিয়ে। তিনি বলেন, ‘সে ক্লাব পর্যায়ে সবকিছু জিতেছে, শুধু বিশ্বকাপটা এখনও জয় করতে পারেনি। ব্যক্তিগত পুরস্কারও জিতেছে অনেক। তারপরও সে সন্তুষ্ট নয়। কারণ সে আরও অনেক দূর যেতে চায়। আমি মনে করি লিও (মেসি) যখন হাসে,দল হাসে। তাকে দলের সবাই ভালোবাসে ও সতীর্থরা তার তারিফ করে।’
গেল মৌসুমে দলবদলের বাজারে মেসি বাধ্য হয়ে বার্সেলোনা ছেড়ে যোগ দেন পিএসজিতে। ৩৪টি ম্যাচ খেলে গোল করেছেন ১১টি, অন্যকে গোল পেতে সহায়তা করেছেন ১৪টি।
আরও পড়ুন:কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের সূচি পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। সেটি সত্যি হলো। ২১ নভেম্বরের পরিবর্তে গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা উঠছে ২০ নভেম্বর।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বৃহস্পতিবার রাতে এ ঘোষণা দেয়। এই ঘোষণার পর কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ এগিয়ে এলো এক দিন।
আগের সূচি অনুযায়ী, বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল সেনেগাল ও নেদারল্যান্ডসের, তবে নতুন সূচি অনুসারে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর।
ফিফার ঘোষণার ফলে বিশ্বকাপের সময় এক দিন বেড়ে ২৯ দিন হলো।
নতুন সূচিতে উদ্বোধনী ম্যাচ বদলে গেলেও ফাইনালের দিনক্ষণ একই থাকছে। অন্য সব ম্যাচের সূচিও অপরিবর্তিত রয়েছে।
১৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়েই পর্দা নামবে এবারের আসরের।
বিশ্বকাপের সূচি বদলানোর বিষয়ে ফিফার বিবৃতিতে জানানো হয়, বিশ্বকাপের উদ্বোধনকেন্দ্রিক ঐতিহ্যকে ধরে রেখেছে ফিফা। সাধারণত উদ্বোধনী ম্যাচে খেলে থাকে স্বাগতিক বা শিরোপাধারীরা। বিষয়টি মাথায় রেখে ফিফা এ পরিবর্তন এনেছে।
আরও পড়ুন:ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দুই দল নেপাল ও কম্বোডিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেপ্টেম্বরের শেষের দিকে হবে ম্যাচ দুটি।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার র্যাঙ্কিংয়ে ২১০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৯২তম। অন্যদিকে কম্বোডিয়া ও নেপালের অবস্থান যথাক্রমে ১৭৪ ও ১৭৬তম।
র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলোর আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ তুলনামূলক কম। তাই ফিফা উইন্ডো কাজে লাগিয়ে দুটি ম্যাচ খেলার ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
কম্বোডিয়ার সঙ্গে তাদের ঘরের মাঠে ২২ সেপ্টেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ। সেখান থেকে নেপালের উদ্দেশে রওনা হবেন লাল-সবুজ জার্সিধারীরা। দক্ষিণ এশিয়ার দেশটির সঙ্গে বাংলাদেশের ম্যাচটি হবে ২৭ সেপ্টেম্বর।
এ দুই ম্যাচকে সামনে রেখে আগস্টের শেষের দিকে আবাসিক ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছে বাফুফে।
দুই দেশের মধ্যে নেপালের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ খেলেছে সবচেয়ে বেশি। এ পর্যন্ত ২৩ বার নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। জয়ের পাল্লাটাও বাংলাদেশের দিকে। বাংলাদেশ ১৩ ম্যাচ জিতেছে, ৭টিতে হেরেছে, ড্র করেছে ৩টি ম্যাচ।
অন্যদিকে কম্বোডিয়ার বিপক্ষে তেমন একটা ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের। ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে প্রথমবার মুখোমুখি হয়েছিল দল দুটি। সে ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
২০১৯ সালের ৯ মার্চ কম্বোডিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচও হয়েছিল কম্বোডিয়ার মাঠে। রবিউল হাসানের একমাত্র গোলে বাংলাদেশ জিতে ফিরেছিল।
সব মিলিয়ে কম্বোডিয়ার বিপক্ষে চারবারের সাক্ষাতে ৩ জয় ও ১ ড্র করে বাংলাদেশ।
আরও পড়ুন:বার্সেলোনার চাহিদার তালিকায় থাকা বার্নার্দো সিলভা নিজের বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটিকে নিজের ভবিষ্যত গন্তব্যের কথা জানিয়ে দিয়েছেন। কোথায় যাচ্ছেন সেটি প্রকাশ না করলেও এ পর্তুগিজ তারকা ইঙ্গিত দিয়েছেন ক্লাব ছাড়ার।
বার্সেলোনা সিলভাকে ৮ কোটি ইউরোর বিনিময়ে কিনতে চাচ্ছে। গত শুক্রবার সিটি ম্যানেজার পেপ গার্দিওলা নিজেও স্বীকার করেছেন যে, সিলভা যেতে চাইলে তিনি আটকাবেন না।
গত ৫ মৌসুমের মধ্যে ৪টি প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে ম্যানচেস্টার সিটির হয়ে গুরুত্বপুর্ন ভুমিকা রেখেছেন সিলভা। এ ক্লাবে খেলেই ইউরোপের অন্যতম সেরা মিডফিল্ডারে পরিণত হয়েছেন তিনি। যে কারণে ক্লাবের প্রতি তার কৃতজ্ঞতার শেষ নেই।
ক্রীড়া মাধ্যম ইএসপিএনকে সিলভা বলেন, ‘সিটির সঙ্গে আমার সম্পর্ক ভালো। আমি তাদের কাছে কিছুই গোপন রাখিনি। আমি কী চাই তারা সেটা জানে। এখানে থেকে যেতে পারলে আমি খুশি হব। কারণ এই ক্লাবটির প্রতি আমার সম্মানবোধ রয়েছে। এখানে আমি নিজের সর্বোচ্চটা দিতে রাজি।
তেমনটা না হলে দেখা যাবে কী হয়। এটি ফুটবল। এখানে যে কোনো কিছুই ঘটতে পারে। এটি একটি বড় ক্লাব। এখানে যারা সন্তুষ্ট নয় তারা রাখবে না। খেলোয়াড় ছেড়ে দেয়ার বিনিময়ে উপযুক্ত অর্থ আয় করতে চায় সিটি। তবে ক্লাবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অন্য জিনিস এবং সেটি খুবই সম্মানজনক।’
এরই মধ্যে দল বদলে ১০ কোটি ইউরো খরচ করেছে বার্সেলোনা। এ সময় তারা দলে ভিড়িয়েছে রবার্ট লেওয়ানডোভস্কি, রাফিনিয়া ও জুলেস কুন্দেকে। ফ্রি এজেন্ট হিসেবে দলে নিয়েছে আন্ড্রেস ক্রিস্টেনসেন ও ফ্রাঙ্ক কেসিকে।
১০ কোটি ডলার খরচ করে সুপার লিগ চালু করতে যাচ্ছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। এর মাধ্যমে এই অঞ্চলের আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ ক্লাবগুলো কিছুটা হলেও লাভবান বলে আশাবাদ ব্যক্ত করেছে সংস্থাটি।
২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত এই লিগ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে তারা। এরই মধ্যে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা অনুমতি দিয়েছে। প্রথমবারের মতো আফ্রিকান কনফেডারেশন আয়োজিত এ টুর্নামেন্টে ২৪টি দল অংশ নেবে। তবে কোন কোন ক্লাব এই সুপার লিগে অংশ নিতে পারবে সে ব্যপারে এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি।
সিএইফ সভাপতি প্যাট্রিস মোটসেপে নতুন লিগের ঘোষণা দিয়েছেন। তবে এটি সিএএফের নিয়মিত আয়োজন চ্যাম্পিয়নস লিগ ও দ্বিতীয় স্তরের কনফেডারেশন কাপের বদলে নতুন কোনো টুর্নামেন্ট কিনা সে সম্পর্কে কিছু বলেননি মোটসেপে।
তানজানিয়ার শহর আরুশায় নতুন এই সুপার লিগ নিয়ে সভা শেষে মোটসেপে বৃহস্পতিবার বলেন, ‘আফ্রিকার সুপার লিগ এই অঞ্চলের ফুটবলের উন্নতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হবে। আফ্রিকায় অন্যতম বড় সমস্যা হচ্ছে অর্থ। আফ্রিকান ফুটবলের ইতিহাসে এই সুপার লিগ রেকর্ড হয়ে থাকবে।
‘এই টুর্নামেন্টের লক্ষ্য একেবারেই স্পষ্ট। এর মাধ্যমে আমরা আফ্রিকার ক্লাবগুলোকে বিশ্বমানে তুলে আনতে চাই। যাতে তারা বিশ্বের বড় ক্লাবগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমাদের ইচ্ছা প্রাইজ মানি হিসেবে ১০ কোটি ডলার দেয়া।’
মন্তব্য