শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই টেস্টের সিরিজ শুরু হচ্ছে বুধবার। গলে শুরু হতে যাওয়া ‘ওয়ার্ন-মুরালিধরন’ সিরিজের প্রথম টেস্টটি এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে। কারণ এ টেস্ট উৎসর্গ করা হচ্ছে প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নের স্মৃতিতে।
দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতেই ওয়ার্নের প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে শুরু হবে টেস্ট। গল ক্রিকেট স্টেডিয়াম ওয়ার্নের ক্যারিয়ারের অন্যতম মাইলফলক ৫০০ টেস্ট উইকেটের সাক্ষী। ভারতীয় মহাসাগরে সুনামিতে গল স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হওয়ার পর ওয়ার্ন নিজ উদ্যোগে সেটি সংস্কার ও পুর্নগঠনের লক্ষ্যে তহবিল গঠনের উদ্যোগ নিয়েছিলেন।
যে কারণে ওয়ার্নের প্রতি গলবাসীর রয়েছে আলাদা ভালোবাসার জায়গা।
বিশেষ এ টেস্ট উপলক্ষে অস্ট্রেলিয়াও নিয়েছে বিশেষ প্রস্তুতি। একাদশে অভিজ্ঞ অফ স্পিনার নেইথান লায়নের সঙ্গে লেগস্পিনার মিচেল সোয়েপসনকে রাখার ঘোষণা দিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিনস।
টেস্টের আগের দিন গলে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা সোয়েপসনকে নিয়ে খুশি। তার বোলিং নিয়ে আমরা সন্তুষ্ট ও এ ম্যাচের জন্য প্রস্তুত। পাকিস্তান সিরিজের চেয়ে এখানে তার ভূমিকাটা ভিন্ন হবে। পাকিস্তানে ধৈর্যের সঙ্গে বোলিং করতে হয়েছে। যে কারণে ভালো বোলিং করলেও সে হয়তো অনেক উইকেট পায়নি।’
অন্যদিকে, অনুমিতভাবে শ্রীলঙ্কা নিজ ঘরে স্পিন সুবিধা নেয়ার জন্যে একাদশে রাখছে তিন স্পিনার। লাসিথ এম্বুলদেনিয়া ও প্রাভিন জয়াউইক্রামার সঙ্গে বুধবার অভিষেক হতে পারে রিস্ট স্পিনার জেফ্রি ভ্যান্ডারসের।
গলে ২৮ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার রঙ্গনা হেরাথ। স্বাগতিক অধিনায়ক দিমুথ করুনারত্নে আত্মবিশ্বাসী যে, তার স্পিনাররা হেরাথের ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হবে।
তিনি বলেন, ‘এ উইকেটে এম্বুলদেনিয়ার অনেক অভিজ্ঞতা আছে। মেন্ডিস, প্রাভিন ও ভ্যান্ডারসেও আছে দলে। আমার মনে হয়, ওরা সবাই হেরাথের মতো সাফল্য পেতে পারে।’
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে মাঠে নামেননি ক্যারিবীয় অলরাউন্ডার আন্ড্রে রাসেল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সব শেষ ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে মেরুন জার্সিতে খেলতে নামেন তিনি। এর পর কোনো সংস্করণে আর দেখা যায়নি রাসেলকে। জাতীয় দলের হয়ে না খেললেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলছেন নিয়মিত।
মারকুটে এ ব্যাটারের সম্ভাবনা রয়েছে জাতীয় দলের হয়ে আবারও খেলার। অন্তত দুটি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে খেলতে চান তিনি। বুধবার ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনটা বলেন তিনি।
বর্তমান সময়ে ওয়েস্ট ইন্ডিজ দলে নেই অনেক তারকা খেলোয়াড়। বিভিন্ন লিগে নিজেদের ব্যস্ত রাখছেন তারা। রাসেল, সুনিল নারিন, এভিন লুইসের মত খেলোয়াড়দের দলে জাতীয় দলে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।
এমন পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের কোচ ফিল সিমন্স আক্ষেপ নিয়ে বলেন, ‘জাতীয় দলে খেলার জন্য কারও হাত-পা ধরা সম্ভব নয়।’
প্রধান কোচের এমন বক্তব্যের পর জাতীয় দলে না খেলার যে শঙ্কা তৈরি হয়েছিল তা রাসেল নিজেই খোলাসা করেন।
রাসেল বর্তমানে খেলছেন দ্য হান্ড্রেড লিগে। সেখানে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলছেন তিনি। সেই খেলায় ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামিকে স্কাই স্পোর্টসে দেয়া সাক্ষাৎকারে রাসেল বলেছেন, ‘অবশ্যই! ওয়েস্ট ইন্ডিজের মেরুন জার্সি আমার কাছে সব চেয়ে প্রিয়।’
তিনি যোগ করে বলেন, ‘সত্যি বলতে, ফ্র্যাঞ্চাইজি লিগে আমার দুটি সেঞ্চুরি রয়েছে। তবে সেঞ্চুরিগুলো যদি জাতীয় দলের জার্সিতে হতো তাহলে আমার কাছে আরও বেশি ভালো লাগত। হ্যাঁ জ্যামাইকা তালাওয়াজের হয়েও আমি খেলি। কিন্তু সব কিছু থেকে আন্তর্জাতিক ক্রিকেট আলাদা যেখানে ভালো কিছু করার অনুভূতিটাও বেশি ভালো লাগে’
জাতীয় দলের হয়ে জিততে চান আরও দুটি বিশ্বকাপ। এমন আকাঙ্খার কথা জানিয়ে রাসেল বলেছেন, ‘এখন আমি চাইলেই সবকিছু নতুন করে শুরু করতে পারব না। আমার বয়স এখন ৩৪। শেষ করার আগে আমি আরও একটি বা দুইটি বিশ্বকাপ জিততে চাই। আমি এমনটাই ভাবছি!’
আরও পড়ুন:২০২২ থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত আইসিসি তাদের ফিউচার ট্যুর প্ল্যানের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে আইসিসির সদস্য দেশগুলো কে কবে কার বিপক্ষে খেলবে।
সম্পন্ন হয়েছে
মে, ২০২২- শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ (হোম)
জুন-জুলাই, ২০২২- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে)
জুলাই-আগস্ট, ২০২২- জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে)।
আসন্ন সিরিজ ও টুর্নামেন্ট
২০২২
আগস্ট-সেপ্টেম্বর, ২০২২- এশিয়া কাপ ২০২২ (সংযুক্ত আরব আমিরাত)
অক্টোবর, ২০২২- ত্রিদেশীয় (বাকি দুই দল পাকিস্তান ও নিউজিল্যান্ড) টি-টোয়েন্টি সিরিজ (অ্যাওয়ে)
অক্টোবর-নভেম্বর, ২০২২- আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ (অস্ট্রেলিয়া)
নভেম্বর-ডিসেম্বর, ২০২২- ভারতের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে (হোম)
২০২৩
মার্চ, ২০২৩- ইংল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (হোম)
মার্চ-এপ্রিল, ২০২৩- আয়ারল্যান্ডের বিপক্ষে ১ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (হোম)
মে, ২০২৩- আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে, ৪ টি-টোয়েন্টি (অ্যাওয়ে)
জুন-জুলাই, ২০২৩- আইসিসি ক্রিকেট বিশ্বকাপ (ভারত)
জুন, ২০২৩- আফগানিস্তানের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি (হোম)
সেপ্টেম্বর, ২০২৩- এশিয়া কাপ
সেপ্টেম্বর, ২০২৩- নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে (হোম)
নভেম্বর, ডিসেম্বর, ২০২৩- নিউজিল্যান্ডের বিপক্ষে ২ টেস্ট (হোম)
ডিসেম্বর, ২০২৩- নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে)
২০২৪
ফেব্রুয়ারি-মার্চ, ২০২৪- শ্রীলঙ্কার বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (হোম)
এপ্রিল, ২০২৪- জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্ট, ৫ টি-টোয়েন্টি (হোম)
জুন, ২০২৪- টি-টোয়েন্টি বিশ্বকাপ (ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র)
জুলাই, ২০২৪- আফগানিস্তানের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে)
আগস্ট-সেপ্টেম্বর, ২০২৪- পাকিস্তানের বিপক্ষে ২ টেস্ট (অ্যাওয়ে)
সেপ্টেম্বর-অক্টোবর, ২০২৪- ভারতের বিপক্ষে ২ টেস্ট, ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে)
অক্টোবর-নভেম্বর, ২০২৪- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ টেস্ট (হোম)
নভেম্বর-ডিসেম্বর, ২০২৪- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে)
২০২৫
ফেব্রুয়ারি-মার্চ, ২০২৫- চ্যাম্পিয়ন্স ট্রফি (পাকিস্তান)
মার্চ-এপ্রিল, ২০২৫- জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি ( হোম)
মে, ২০২৫- পাকিস্তানের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে)
জুন-জুলাই, ২০২৫- শ্রীলঙ্কার বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে)
আগস্ট, ২০২৫- ভারতের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (হোম)
সেপ্টেম্বর, ২০২৫- এশিয়া কাপ
অক্টোবর, ২০২৫- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (হোম)
নভেম্বর, ডিসেম্বর, ২০২৫- আয়ারল্যান্ডের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি
২০২৬
মার্চ-এপ্রিল, ২০২৬- পাকিস্তানের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি (হোম)
এপ্রিল, ২০২৬- নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (হোম)
জুন, ২০২৬- অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (হোম)
জুলাই-আগস্ট, ২০২৬- জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে (অ্যাওয়ে)
আগস্ট, ২০২৬- আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে)
অক্টোবর-নভেম্বর, ২০২৬- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ টেস্ট (হোম)
নভেম্বর-ডিসেম্বর, ২০২৬- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে (অ্যাওয়ে)
২০২৭
ফেব্রুয়ারি, ২০২৭- ইংল্যান্ডের বিপক্ষে ২ টেস্ট (হোম)
মার্চ, ২০২৭- অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ টেস্ট (অ্যাওয়ে)।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। টেস্ট সিরিজে মিঠুন-সাইফ বাদে সুবিধা করতে পারেনি কেউ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও ছিল একই চিত্র সফরকারী বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে নেমে ২৩.২ ওভারে ৮০ রানে অলআউট হয় বাংলাদেশ ‘এ’ দল। এশিয়া কাপের স্কোয়াডে ডাক পাওয়া সাব্বির রহমান ও স্ট্যান্ড বাই সৌম্য সরকারও এদিন ভালো করতে পারেননি। সাব্বির রহমান ৫ বল খেলে ৩ রান করেন। ২০ বলে ১৫ রান করেন সৌম্য সরকার।
দুই অঙ্ক ছুঁয়েছেন মাত্র তিনজন ব্যাটার। সর্বোচ্চ ২৫ রান জাকের আলীর।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের পক্ষে ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন জাস্টিন গ্রিভস। এ ছাড়া অ্যান্ডারসন ফিলিপ ও শারমন লুইস নেন দুটি করে উইকেট।
ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৫ রান আসে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের। ১৮ বলে ১৭ রান করা জশুয়া ডি সিলভাকে ফিরিয়ে দেন মৃত্যুঞ্জয় চৌধুরী। সিলভার আউটের পর নিয়মিত উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ক্যারিবীয়রা। ।
দলীয় ৭০ রানে ৬ উইকেট হারালেও ছোট রান তাড়া করতে নেমে জয় বাগিয়ে নিতে বেগ পেতে হয়নি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের। জাস্টিন গ্রিভসের অপরাজিত ১১ বলে ৬ রান ও ব্রায়ান চার্লসের অপরাজিত ১৯ বলে ৩ রানে ভর করে জয় পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল
বাংলাদেশের দুই পেইসার মুকিদুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী নিয়েছেন ২টি করে উইকেট।
আরও পড়ুন:এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১৬ রানের জয় পেয়েছে পাকিস্তান।
নেদারল্যান্ডসের রটারডামে মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে জয়ের মধ্য দিয়ে ১-০তে এগিয়ে গেছে বাবর আজমের দল। দলটি পেয়েছে ১০ পয়েন্ট।
চতুর্থ দল হিসেবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে ছুঁয়েছে ১০০ পয়েন্টের মাইলফলক। অন্য তিন দল ইংল্যান্ড, বাংলাদেশ ও আফগানিস্তান।
ম্যাচের শুরুটা ভালো না হলেও দারুণ সব শট খেলে ব্যবধান ঘুচিয়ে দেন ফখর জামান। ওপেনার ইমামুল হক ২ রানে আউটের পর দলের হাল ধরেন আরেক ওপেনিং ব্যাটার ফখর। ১০৯ বলে ১২ চার ও এক ছক্কায় খেলেন ১০৯ রানের ইনিংস; তুলে নেন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। তিনি পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
অধিনায়ক বাবর আজম খেলেন ৮৫ বলে ৭৪ রানের ইনিংস। মিডল অর্ডার দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ১৪ ও খুশদিল শাহ ২১ রান করে আউট হলে শেষের দিকে ঝড় তোলেন শাদাব খান। ২৮ বলে দুই ছক্কা ও চারটি চারে তিনি অপরাজিত থাকেন ৪৮ রানে।
পাকিস্তানের আরেক ব্যাটার আগা সালমান ৩ চারে ১৬ বলে অপরাজিত থেকে ২৭ রান করেন। তাদের মারকুটে ব্যাটিংয়ে শেষ ১০ ওভারে আসে ৯৯ রান। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৪ রানের বড় সংগ্রহ পায় সফরকারী পাকিস্তান।
নেদারল্যান্ডসের পক্ষে ব্যস ডি লিডে ও বেন বিক নেন দুটি করে উইকেট। এ ছাড়া ভিভিয়ান কিংমা নেন একটি উইকেট।
জবাবে শুরুটা ভালো হয়নি নেদারল্যান্ডসের। ডাচ ওপেনার মাক্স ও’ডাউডকে এক রানে ফিরিয়ে দেন পেইসার নাসিম শাহ। এর ঠিক তিন ওভার পর ওয়েসলি বারেসিকে সাজঘরে ফেরান হারিস রউফ।
শুরুর ধাক্কা সামলে নেদারল্যান্ডসের হাল ধরেন আরেক ওপেনার বিক্রম সিং। দলীয় ১৬৭ রানের মাথায় ৯৮ বলে ৬৫ রান করে আউট হন তিনি।
এর আগে আগে দুই ছক্কা ও ছয় চারে ৫৪ বলে ৬৫ রান করেন টম কুপার। ব্যস দ্য লিডসের ব্যাট থেকে আসে ৩০ বলে ১৬ রান।
পরে লড়াই চালিয়ে যান নেদারল্যান্ডসের নতুন অধিনায়ক এডওয়ার্ডস। ৬০ বলে খেলেন ৭১ রানের চমৎকার ইনিংস, তবে অন্য প্রান্তে যোগ্য সঙ্গ পাননি তিনি। তাই শেষ ১০ ওভারে ৯৪ রানের সমীকরণ মেলাতে পারেনি নেদারল্যান্ডস।
নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে ডাচদের কখনও সেভাবে ম্যাচে এগিয়ে যেতে দেয়নি পাকিস্তান। পাকিস্তানের পক্ষে অভিষিক্ত পেইসার নাসিম শাহ ও হারিস রউফ নেন তিনটি করে উইকেট।
আরও পড়ুন:ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো নারীদের ক্রিকেটের ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২২-২৫ চক্রের ঘোষিত এফটিপিতে বাংলাদেশ খেলবে ২৪টি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ। দুই ফরম্যাটে মোট ৫০ ম্যাচ খেললেও এই চক্রে বাংলাদেশের জন্য কোনো টেস্ট রাখা হয়নি।
আইসিসির ২২-২৫ চক্রে ক্রিকেট খেলুড়ে ১০টি দল মোট ৩০১টি ম্যাচ খেলবে। যেখানে রয়েছে ৪টি করে হোম আর অ্যাওয়ে সিরিজ। এই চার হোম-অ্যাওয়ে সিরিজের ভেতর রয়েছে ৭টি টেস্ট, ১৩৫টি ওয়ানডে ও ১৫৯টি টি-টোয়েন্টি।
৭টি টেস্ট খেলবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও সাউথ আফ্রিকা।
ঘরের মাঠে বাংলাদেশ চার সিরিজে লড়বে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে। আর নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ খেলবে টাইগ্রেসরা।
এফটিপির শুরুটা হবে নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজের মধ্য দিয়ে। ডিসেম্বরে তিনটি ওয়ানডে ও সমসংখ্যক টি-টোয়েন্টি খেলতে কিউইদের দেশে যাবে টাইগ্রেসরা।
এরপর ২০২৩ সালের জুন-জুলাইয়ে ঘরের মাঠে ভারতকে আতিথেয়তা দেবে সালমা-রুমানারা। এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
একই বছরের অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই সিরিজটিও তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টির।
পাকিস্তান সিরিজ শেষে প্রোটিয়া মিশনে যাবে টাইগ্রেসরা। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।
২০২৪ সালের মার্চে ঘরের মাঠে বাংলাদেশ আতিথ্য দেবে অজিদের। সেই সিরিজটি হবে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টির। একই বছর ডিসেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ দিয়ে এফটিপি শেষ হবে টাইগ্রেসদের।
আরও পড়ুন:বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াতে যাচ্ছে আগামী বছরের ৫ জানুয়ারি। এ আসরকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুরু থেকেই টুর্নামেন্টটি নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনা, কিন্তু আটটি আসরেও সেসব বিতর্ক কাটিয়ে উঠতে পারেনি বিসিবি।
নবম আসরের আগে নড়েচড়ে বসেছে বোর্ড। এরই অংশ হিসেবে আগামী আসর থেকে ঢালাওভাবে টুর্নামেন্টটি সাজাতে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা।
আসন্ন আসরে বেশ কিছু পরিবর্তন আসতে পারে টুর্নামেন্টের আয়োজনে। বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এবার ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে তিন বছরের চুক্তির কথা ভাবছে বোর্ড। এতে করে লাভের মুখ দেখা সম্ভব হবে ফ্র্যাঞ্চাইজিদের।
আগের আসরগুলোতে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধে ফ্র্যাঞ্চাইজিদের গড়িমসি দেখা গেছে। এতে বকেয়া পড়ে যেত ক্রিকেটারদের পারিশ্রমিক। এটি রোধে পন্থা নিতে যাচ্ছে বিসিবি।
পারিশ্রমিকের নিরাপত্তা ইস্যুতে বিসিবিকে ব্যাংক গ্যারান্টি দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। গ্যারান্টি হিসেবে সাড়ে আট কোটি টাকা দিতে হবে বোর্ডকে। আর ফ্র্যাঞ্চাইজি ফি দেড় কোটি টাকা তো আছেই। সব মিলিয়ে মৌসুম শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজিকে গুনতে হবে ১০ কোটি টাকা।
২ আগস্ট শুরু হয়েছে বিপিএলে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিগুলোর আবেদনের সময়। ৩০ আগস্ট পর্যন্ত করা যাবে আবেদন।
গত আসরে বেক্সিমকো ও জেমকন গ্রুপ না থাকলেও নবম আসরে ফিরে আসছে এ দুই ফ্র্যাঞ্চাইজি।
আরও পড়ুন:অলরাউন্ডার সামিউল্লাহ শিনওয়ারি ও স্পিনার নুর হোসেনকে অন্তর্ভুক্ত করে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। মঙ্গলবার বিকেলে মোহাম্মদ নাবির অধিনায়কত্বে ১৭ জনের তালিকা প্রকাশ করে এসিবি।
বর্তমানে আয়ারল্যান্ড সফরে রয়েছে আফগানিস্তান। সফরে থাকা ১৬ সদস্যের দল থেকে বাদ পড়েছেন শরাফুদ্দিন আশরাফ। তার জায়গায় দলে ফিরেছেন শিনওয়ারি। আর ১৭তম সদস্য হিসেবে দলে যুক্ত করা হয়েছে নুরকে।
এশিয়া কাপের মূল স্কোয়াডে জায়গা না হলেও, রিজার্ভে আছেন শরাফুদ্দিন। তার সঙ্গে আরও আছেন নিজাত মাসুদ ও কয়েস আহমেদ।
২০২০ সালের মার্চে আফগানিস্তানের হয়ে সবশেষ খেলেছেন শিনওয়ারি। ২০১৯ সালে সবশেষ ওয়ানডে খেলেন শিনওয়ারি। ৬৪টি টি-টোয়েন্টিতে ১০১৩ রান ও ২৮ উইকেট আছে শিনওয়ারির।
২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের ১৫তম আসর। এবারের আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। প্রথম দিন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে আফগানরা।
আফগানিস্তান দল: মোহাম্মদ নাবি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, আসমতউল্লাহ ওমরজাই, ফারিদ আহমদ, ফজলহক ফারুকী, হাসমতউল্লাহ শাহিদি, হযরতউল্লাহ জাজাই, ইবরাহিম জাদরান, কারিম জানাত, মুজিব উর রেহমান, নাভিন উল হক, নুর আহমদ, রহমানুল্লাহ গুরবাজ, রাশিদ খান ও সামিউল্লাহ শেনওয়ারি।
স্ট্যান্ডবাই: নিজাত মাসুদ, কয়েস আহমেদ ও শরাফউদ্দিন আশরাফ।
মন্তব্য